For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিতর্ক সত্ত্বেও সরকারি র‌্যাঙ্কিংয়ে JNU দ্বিতীয় স্থানে, পঞ্চম স্থানে যাদবপুর বিশ্ববিদ্যালয়

কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভড়েকর সোমবার দেশের সেরা বিশ্ববিদ্যালয় এবং কলেজের নামের তালিকা প্রকাশ করলেন। হাজারো বিতর্ক সত্ত্বেও এই তালিকার সেরা পাঁচে জায়গা করে নিল জেএনইউ ও জেইউ।

Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ৩ এপ্রিল : কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভড়েকর সোমবার দেশের সেরা বিশ্ববিদ্যালয় এবং কলেজের নামের তালিকা প্রকাশ করলেন। হাজারো বিতর্ক সত্ত্বেও এই তালিকার সেরা পাঁচে জায়গা করে নিল জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়।

সেরা কলেজের তালিকায় দিল্লির মিরিন্ডা হাউস এবং সেরা বিশ্ববিদ্যালয় বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স।

বিতর্ক সত্ত্বেও সরকারি র‌্যাঙ্কিংয়ে JNU দ্বিতীয় স্থানে, পঞ্চম স্থানে যাদবপুর বিশ্ববিদ্যালয়

গত বছর থেকে জাতীয়তাবাদ ও দেশদ্রোহিতার অভিযোগে বিতর্কের কেন্দ্রে থাকা জওহরলাল নেহেরু কলেজ উঠে এসেছে দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থানে রয়েছে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়। দেশ দ্রোহিতার অভিযোগ ওঠা আর এক শিক্ষা প্রতিষ্ঠান যাদবপুর বিশ্ববিদ্যালয় রয়েছে পঞ্চম স্থানে।

কেন্দ্রীয় মানবসম্পদ মন্ত্রী জাভড়েকরকে এই প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, "আফজাল গুরু বা দেশদ্রোহী স্লোগানের জন্য র‌্যাঙ্কিং দেওয়া হয়নি JNU এবং JU-কে। বরং এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ভাল কাজের জন্যই তারা এই র‌্যাঙ্কিং পেয়েছে।"

২০টি মাপকাঠিতে বিশ্ববিদ্যালয়র শ্রেষ্ঠত্ব যাচাই করে দেখা হয়েছিল। যার মধ্যে অন্যতম হল, শিক্ষার উৎস, গবেষণা, পড়ুয়াদের নিয়োগযোগ্যতা প্রভৃতি।

English summary
India Rankings 2017: Despite controversies, JNU climbs to number 2, Jadavpur in no. 5
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X