For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গ্লোবাল পিস ইনডেক্স ২০১৮-এ ভারত ১৩৬তম স্থান পেয়েছে, সবচেয়ে শান্ত দেশ কোনটি জানেন

২০১৮ সালের গ্লোবাল পিস ইনডেক্সে ভারত, ১৬৩ টি দেশের মধ্যে ১৩৬ তম স্থান পেয়েছে। ২০১৭-য় ১৪১তম স্থানে ছিল।

Google Oneindia Bengali News

২০১৮ সালের গ্লোবাল পিস ইনডেক্সে ভারত ১৬৩ টি দেশের মধ্যে ১৩৬ তম স্থান পেয়েছে। ২০১৭-য় ১৪১তম স্থানে ছিল ভারত। কঠোর হাতে হিংসাত্মক অপরাধের মাত্রা নিয়ন্ত্রণ করাতেই গত বছরের থেকে এই তালিকায় ৫ ধাপ উপরে উঠে এসেছে ভারত বলে জানিয়েছে অস্ট্রেলিয়ার একটি থিঙ্কট্যাঙ্ক।

গ্লোবাল পিস ইনডেক্স ২০১৮-এ ভারতের স্থান ১৩৭

সিডনির ইনস্টিটিউট অব ইকোনোমিক্স অ্যান্ড পিস (আইআইপি) সম্প্রতি এক রিপোর্ট প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, 'আইন প্রয়োগকারী সংস্থাগুলি কঠোর হাতে দমন করায় হিংসাত্মক অপরাধের মাত্রা হ্রাস পেয়েছে বলেই মূলত এই উন্নতি ঘটেছে। এই সময়ে, কাশ্মীরের অস্থিরতা ভারত এবং পাকিস্তানের মধ্যে মধ্যে উত্তেজনা বাড়িয়েছে। বহিরাগত দ্বন্দ্ব থেকে উভয় দেশের মৃত্যুর সংখ্যাই বেড়েছে।' পাশাপাশি শ্রীলঙ্কা, চাদ, কলম্বিয়া, এবং উগান্ডার সঙ্গে ভারতের মৃত্যুর সংখ্যাও সবচেয়ে বেশি হ্রাস পেয়েছে।

গ্লোবাল পিস ইনডেক্স ২০১৮-এ ভারতের স্থান ১৩৭

২০০৮ সাল থেকেই আইসল্যান্ড বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হিসেবে নিজেদের অবস্থান পাকা করেছে। তাদের পরেই এই তালিকায় আছে নিউজিল্যান্ড, অস্ট্রিয়া, পর্তুগাল ও ডেনমার্ক। আর সবচেয়ে অশান্ত অর্থাৎ গ্লোবাল পিস ইনডেক্সে যে দেশের স্থান সবচেয়ে নিচে সেটি হল সিরিয়া। এই দেশও এই অবস্থানে গত পাঁচ বছর ধরেই রয়েছে। তার আগে আছে আফগানিস্তান, দক্ষিণ সুদান, ইরাক এবং সোমালিয়া।

গ্লোবাল পিস ইনডেক্স ২০১৮-এ ভারতের স্থান ১৩৭

আইআইপি-র রিপোর্ট বিশ্ব শান্তি সম্পর্কে একটি ব্যাপক চিত্র দিয়েছে। রিপোর্টে বলা হয়েছে, সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা অব্যাহত থাকায়, সারা বিশ্বেই হিংসা সৃষ্টি এবং সংঘটনে প্রচুর পরিমাণে সম্পদ ব্যয় করা হচ্ছে। কিন্তু শান্তির জন্য উদ্যোগ খুব কমই দেখা যাচ্ছে। বিশ্লেষকদের দাবি গত ৩০ বছরে মূলত অস্থির অঞ্চলের দেশ, বিশেষ করে যাদের প্রতিবেশী দেশগুলির সঙ্গে উত্তেজনা রয়েছে, সেই দেশগুলিতেই ভারী অস্ত্রশস্ত্রের সর্বাধিক উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গিয়েছে। এর মধ্যে রয়েছে মিশর, ভারত, ইরান, পাকিস্তান, দক্ষিণ কোরিয়া ও সিরিয়া। মৃত্যুর সংখ্যা সর্বাধিক বৃদ্ধি ঘটেছে যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ায়। এরপর আছে মেক্সিকো, আফগানিস্তান, ইরাক ও ইয়েমেন।

গ্লোবাল পিস ইনডেক্স ২০১৮-এ ভারতের স্থান ১৩৭

গ্লোবাল পিস ইনডেক্স ২০১৮-এ ভারতের স্থান ১৩৭

২০১৮ সালের বৈশ্বিক শান্তি সূচক বা জিপিআই এর তালিকায় দেখা গিয়েছে গত বছর বিশ্বে শান্তির মাত্রা ০.২৭ শতাংশ কমে গিয়েছে। এই নিয়ে পর পর চার হছর এই মাত্রা ক্রমশ নামছেই। দেশ ভিত্তিক হিসাবে ৯২ টি দেশে এই মাত্রা কমেছে, যেখানে ৭১ টি দেশের এব্যাপারে উন্নতি হয়েছে। গত এক দশকে বিশ্বের বিভিন্ন প্রান্তে বিশেষত মধ্যপ্রাচ্যে, যেসব ইস্যু নিয়ে উত্তেজনা, দ্বন্দ্ব এবং সংকট উদ্ভুত হয়েছে, তার কোনও সমাধান এখনও বেরোয়নি। ফলে ধীরে ধীরে, ওই এলাকাগুলিতে শান্তির অবনতি ঘটেছে।

English summary
India has ranked 136th among 163 countries in the Global Peace Index for the year of 2018. In 2017, it was at the 141st place.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X