For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চিনের ওপর আরও এক 'স্ট্রাইক' আছড়ে ফেলতে চলেছে ভারত! শিক্ষাক্ষেত্র নিয়ে কোন গেমপ্ল্যানে দিল্লি

চিনের ওপর আরও এক 'স্ট্রাইক' আছড়ে ফেলতে চলেছে ভারত! শিক্ষাক্ষেত্র নিয়ে কোন গেমপ্ল্যানে দিল্লি

  • |
Google Oneindia Bengali News

কালার টিভির আমদানি নিয়ে ইলেকট্রনিক স্ট্রাইক , ও অ্যাপের ওপর নিষেধাজ্ঞা নিয়ে ডিজিটাল স্ট্রাইকের পর এবার শিক্ষাক্ষেত্রে সম্ভবত বড়সড় এডুকেশনাল স্ট্রাইক নিয়ে চিনকে সংঘাত করতে চলেছে ভারত। এজন্য ইতিমধ্যেই দিল্লি জমি পোক্ত করছে। সীমান্ত সংঘাত দিয়ে যে বিবাদ শুরু হয়েছিল তা , আর্থিক সংঘাত তথা বাণিজ্য যুদ্ধে গিয়ে ঠেকেছে। এমন পরিস্থিতিতে শিক্ষা ক্ষেত্রে ব্যাপক পদক্ষেপ নিতে চলেছে ভারত।

ভারতের গেমপ্ল্যান

ভারতের গেমপ্ল্যান

গোয়েন্দাদের দাবি, বহু ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে চিনের শিক্ষা প্রতিষ্ঠানের মৌ স্বাক্ষরিত হয়ে রয়েছে। তারা যৌথভাবে ভারতের বাজারে ব্যবসায়িক দিকটিও জোরদার করছে। আর চিনের এই ব্যবসায়িক দিক জোরদার করা নিয়েই বিরক্ত ভারত। ফলে ভারতের বাজারে যেন কনও মতেই চিন বাণিজ্য করতে না পারে,তার সমস্ত রকমের বন্দোবস্ত শুরু করেছে দিল্লি।

চিনকে নিয়ে কোন অশনি সংকেত?

চিনকে নিয়ে কোন অশনি সংকেত?

চিনের এই কনফুসিয়াস ইনস্টিটিউটের বিভাগ একাধিক দেশে রয়েছে। আর সেই সমস্ত দেশেই এই শিক্ষা প্রতিষ্ঠান গোয়ান্দাদের স্ক্যানারে রয়েছে। বহু গেশেরই দাবি, এই শিক্ষা প্রতিষ্ঠানের আড়ালে চিন তথ্য পাচার করছে। এছাড়াও
চিন এমন সমস্ত প্রতিষ্ঠানের মধ্য দিয়ে রাজনৈতিক স্বার্থ সিদ্ধি করছে বলেও মতামত অনেকের।

একাধিক দেশ বিরোধিতায়!

একাধিক দেশ বিরোধিতায়!

ইউকে, কানাডা, ফ্রান্স, অস্ট্রেলিয়া, সুইডেনের মতো দেশকে এই চিনা শিক্ষা প্রতিষ্ঠান প্রতিরক্ষাগত বিপাকে ফেলেছে বলে খবর। অস্ট্রেলিয়া সাম্প্রতিককালে জানিয়েছে চিনের কনফুসিয়াস ইন্সটিটিউট তাদের স্ক্যানারে রয়েছে। বিদেশী প্রতিষ্ঠান দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাচ্ছে বলে অস্ট্রেলিয়ার সন্দেহ হতেই শুরু হয়েছে সেদেশে তদন্ত।

 ভারতের স্ক্যানারে কোন কোন প্রতিষ্ঠান?

ভারতের স্ক্যানারে কোন কোন প্রতিষ্ঠান?

যে সমস্ত ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠান চিনের কনফুসিয়াস ইনস্টিটিউটের সঙ্গে সংযুক্ত রয়েছে বা কোনও চিনা প্রতিষ্ঠানের সঙ্গে সংযুক্ত রয়েছে, সেই সমস্ত ভারতীয় ইনস্টিটিউট এবার দিল্লির স্ক্যানারে। এই শিক্ষা প্রতিষ্ঠানগুলির মৌ চিনের শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে কীভাবে স্বাক্ষরিত হয়েছে, বা তার বিস্তারিত তথ্য পর্যালোচনার রাস্তায় যাচ্ছে দিল্লি। এরমধ্যে রয়েছে লাভলি প্রফেশনাল ইনস্টিটিউট, ভিআইটি, মুম্বই বিশ্ববিদ্যালয়, পি জিন্দাল বিশ্ববিদ্যালয়, কলকাতার স্কুল অফ চাইনিজ ল্যাঙ্গুয়েজ সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠান।

গবেষণা , আইআইটি ও দিল্লির স্ক্যানার

গবেষণা , আইআইটি ও দিল্লির স্ক্যানার

শুধু বিশ্ববিদ্যালয়গুলিই নয়, দেশের তাবড় প্রযুক্তি শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে চিনা শিক্ষা প্রতিষ্ঠানের কী কী মৌ স্বাক্ষরিত হয়েছে, তা দেখছে দিল্লি। জুলাই ১৫ তেই কেন্দ্রের তরফে রাজীব গৌবা জানিয়ে দেন, ভারতের অন্দরে চিনের প্রবেশ কোথায় কোথায় রয়েছে তা ঘিরে রেড ফ্ল্যাগ জারি করা হচ্ছে। সেই মতো, উচ্চশিক্ষা ও যৌথ গবেষণা র ক্ষেত্রে চিনের যে সমস্ত তাবড় শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে ভারতের সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের যোগ রয়েছে, তাদের স্ক্যানারে রাখছে দিল্লি।

কোন কোন প্রতিষ্ঠানের মৌ পর্যালোচিত হবে?

কোন কোন প্রতিষ্ঠানের মৌ পর্যালোচিত হবে?

আইআইটি খড়গপুর, আইআইটি বম্বে, ছাড়াও দিল্লি, গুয়াহাটি, মাদ্রাজ, গান্ধীনগর,রুরকি, ভুবনেশ্বরের আইআইটির সঙ্গে চিনা প্রতিষ্ঠানের মৌ খতিয়ে দেখা হবে। এর সঙ্গে, এনআইটি দুর্গাপুর, আইআইএসইআর কলকাতা, আইআইএসইআর বেঙ্গালুরু, এনআইটিসুরতকার, ওয়ারাঙ্গাল রয়েছে নজরে। মনিপুর বিশ্ববিদ্যালয়, দেএনইউ, বানারস বিশ্ববিদ্যালয়ও রয়েছে তালিকায়।

English summary
India prepares to target China OVER Educational institutes that has beijing ties
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X