For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতের ব্রহ্মসে দক্ষিণ চিন সাগরে থাকা চিনের যুদ্ধ জাহাজ ধ্বংস হবে মুহূর্তে! কিন্তু কীভাবে?

কৌসুলি পদক্ষেপ ভারতের। ফিলিপিন্সকে ব্রোহ্মস মিসাইল (BrahMos Missile) দিচ্ছে ভারত। একেবারে দেশীয় প্রযুক্তিতে তৈরি সুপারসনিক অ্যান্টি শিপ ক্রুজ মিসাইল এটি। আর সেটাই আগামদিনে ফিলিপিন্সের নৌবাহিনীকে (Philippines Navy) আরও শক

  • |
Google Oneindia Bengali News

চিনের দাদাগিরি ঠেকাতে কৌসুলি পদক্ষেপ ভারতের। ফিলিপিন্সকে ব্রোহ্মস মিসাইল (BrahMos Missile) দিচ্ছে ভারত। একেবারে দেশীয় প্রযুক্তিতে তৈরি সুপারসনিক অ্যান্টি শিপ ক্রুজ মিসাইল এটি। আর সেটাই আগামদিনে ফিলিপিন্সের নৌবাহিনীকে (Philippines Navy) আরও শক্তিশালী তৈরি করবে।

আর সেদিকে তাকিয়েই ফিলিপিন্সের (India-Philippines) সঙ্গে 374.96 মিলিয়ন ডলারের চুক্তি সাক্ষরিত করল ভারত। যদিও এই চুক্তি মিসাইল তৈরি সংস্থা ব্রহ্মোস এয়ারস্পেস পাইভেট লিমিটেডের সঙ্গে হয়েছে।

সামরিক পর্যবেক্ষকদের মতে, এই মিসাইল চুক্তি ঐতিহাসিক একটি ঘটনা। আগামিদিনে ভারত সামরিক ক্ষেত্রে আত্মনির্ভর হতে সক্ষম হবে বলেও দাবি সামরিক পর্যবেক্ষকদের।

নৌবাহিনীকে আরও শক্তিশালী এবং মজবুত করতে চায়

নৌবাহিনীকে আরও শক্তিশালী এবং মজবুত করতে চায়

জানা গিয়েছে, মূলত ফিলিপিন্স তাঁদের নৌবাহিনীকে আরও শক্তিশালী এবং মজবুত করতে চায়। যুদ্ধবিমানকে অত্যাধুনিক এই মিসাইল মোতায়েন করা হবে। আর সেদিকে তাকিয়েই ভারতের এই মিসাইল কেনার সিদ্ধান্ত। এমনটাই জানা যায়। এদিনের চুক্তি সাক্ষরিত হওয়ার মুহূর্তে সে দেশের সেনাবাহিনীর উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। ভারতের তরফেও ছিলেন প্রতিনিধিরা। দীর্ঘদিন ধরেই এই মিসাল কেনার ব্যাপারে আলোচনা চলছিল। অবশেষে তা সত্যি হল।

বড়সড় ঝটকা চিনের তরফে

বড়সড় ঝটকা চিনের তরফে

গত কয়েকমাস ধরেই চিনের সঙ্গে জলস্তর নিয়ে সংঘাত ফিলিপিন্সের। যে জায়গাকে নিজেদের বলে দাবি করে ফিলিপিন্স, সেখানে একাধিক যুদ্ধ জাহাজ মোতায়েন করে রেখেছে বেজিং। একাধিকবার এই বিষয়ে আলোচনা করা হলেও চিন তা কার্যত শুনতে নারাজ। এই অবস্থায় কার্যত কৌশলি পদক্ষেপ ভারতের। ব্রহ্মোস মিসাইলে আরও শক্তিশালী করা হচ্ছে ফিলিপিন্সের যুদ্ধ জাহাজগুলি। এহেন চুক্তিতে দক্ষিণ চিন সাগরে দাদাগিরি দেখানো চিনের অবশ্যই ঝটকা লাগবে বলেই মত সামরিকমহলের।

ভয়ঙ্কর এই মিসাইল

ভয়ঙ্কর এই মিসাইল

ব্রহ্মোস এন্টি ক্রজ মিসাইল। সাড়ে ৩৫০ থেকে ৪০০ কিলোমিটার দূরে থাকা শত্রুকে মুহূর্তে ধ্বংস করে দিতে পারে এই মিসাইল। শব্দের থেকেও তিন গুন বেশি শক্তিতে এই মিসাইল শত্রুকে আঘাত হান্তে পারে। আর তা চোখের পলকে ধ্বংস করে দিতেও সক্ষম। সম্প্রতি ব্রহ্মোসের নয়া ভার্সান সফল পইরক্ষা করা হয়েছে। ব্রহ্মোস এমন একটি ভারতের মিসাইল যেটি কিনা সাবমেরিন, যুদ্ধ জাহাজ কিংবা ভূমিতে থাকা যে কোনও ধরনের সমরাস্ত্র থেকে ছোঁড়া যায়। এই মিসাইলের ভয়ে কার্যত কাঁপে চিন-পাকিস্তান।

জোট বেঁধে এই মিসাইল তৈরি করা হয়েছে

জোট বেঁধে এই মিসাইল তৈরি করা হয়েছে

রাশিয়ার সঙ্গে জোট বেঁধে এই মিসাইল তৈরি করা হয়েছে। এতে Brah -এর মানে হচ্ছে ব্রহ্মপুত্র এবং Mos-এর মানে হচ্ছে 'Moskva'। যা রাশিয়ার একটি নদীর নাম। এই মিসাইল সাম্প্রতিক সময়ের সবথেকে অত্যাধুনিক মিসাইলগুলির মধ্যে একটি।

English summary
India Philippines brahmos missile deal of 375 million signed
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X