For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অভিযুক্ত ভারতীয় 'গুপ্তচরের' 'স্বীকারোক্তি' ভিডিও ফুটেজ ঘিরে উত্তপ্ত ভারত-পাক সম্পর্ক!

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ৩০ মার্চ : দেশের মদতে বালোচিস্তানে সন্ত্রাসবাদী কার্যকলাপে অংশ নিয়েছি। ভারতীয় প্রাক্তন নৌসেনা আধিকারিকের যাকে ভারতের গুপ্তচর অভিযোগে আগেই গ্রেফতার করেছিল পাক সেনা তার এই স্বীকারোক্তির ভিডিও ফুটেজ মঙ্গলবার দিন প্রকাশ করল পাক সেনা। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে ভারত। উল্টে ইরান থেকে তাঁর অপহৃত হওয়ার আশঙ্কা করছে ভারত। আর এই ভিডিও ফুটেজ ঘিরেই ফের একবার বাকযুদ্ধে জড়িয়ে পড়ল ভারত ও পাকিস্তান।

পাক সেনার ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশন (আইএসপিআর) লেফট্যানেন্ট জেনারেল অসীম বাজওয়া ইসলামাবাদে একটি সাংবাদিক বৈঠকে এই ভিডিওটি প্রকাশ করেন। তিনি বলেন, কুলভুষণ যাদব স্বীকার করেছেন তিনি ভারতের গোয়েন্দা সংস্থা র-এর জন্য কাজ করেন,বালোচিস্তানের সমস্যাকে উষ্কে দেওয়ার কাজে ভারত সরকার তার মদত করেছে।

অভিযুক্ত ভারতীয় 'গুপ্তচরের' 'স্বীকারোক্তি' ভিডিও ফুটেজ ঘিরে উত্তপ্ত ভারত-পাক সম্পর্ক!

সম্প্রতি পাকিস্তানে গ্রেফতার হন কুলভূষণ যাদব। নিজেকে ভারতীয় নৌসেনা হিসাবে পরিচয় দেন তিনি। তবে এও জানান, অকাল অবসর নেওয়ার পর থেকে তার সঙ্গে ভারত সরকারের কোনও যোগাযোগ নেই। যদিও বাজওয়ার দাবি, গ্রেফতারের সময়ও যাদব নৌসেনার চাকরিতে বহাল ছিল, তার অবসর ২০২২ সালে।

যদিও দিল্লিতে পররাষ্ট্র বিষয়ক মন্ত্রকের তরফে এই সংক্রান্ত একটি বিবৃতিতে বলা হয়, "ভিডিওতে যে ব্যক্তি বক্তব্য রাখছেন তার কোনও ভিত্তিই নেই। একজন ব্যক্তি নিজেকে মুক্ত করার জন্য যে বয়ান দিয়েছে তা বিশ্বাসযোগ্যতাকেই চ্যালেঞ্জ করছে। সরকার এই অভিযোগ অস্বীকার করছে।

দেশের মদতে পাকিস্তানে কোনও অংশে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালানোর যে দাবি ওই ব্যক্তি করেছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। আমাদের তদন্তে উঠে এসেছে মূলত ইরানে নিজের বৈধ ব্যবসা চালানোর সময় তাকে একাধিকবার হেনস্থা করা হয়।"

পাশাপাশি আরও জানানো হয়, "আমরা এই তদন্ত এগিয়ে নিয়ে গেলে জানতে পারি ওই ব্যক্তি পাকিস্তানে রয়েছে। যা স্বভাবতই প্রশ্ন তোলে। ইরান থেকে তাঁকে অপহরণের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। এই পরিস্থিতিতে আমরা ওই ব্যক্তি যাতে সুস্থ ও নিরাপদে থাকে তারই প্রার্থণা করছি।"

এদিকে এদিনের সাংবাদিক বৈঠকে বাজওয়া বলেন, "পাকিস্তানে ভারতের হস্তক্ষেপের এর চেয়ে স্পষ্ট প্রমাণ হতে পারে না।" বাজওয়ার দাবি, ইরানে চাবাহারে একটি ছোট ব্যবসা শুরু করেছিল যাদব, এবং করাচি ও বালোচিস্তানে পাক বিরোধী কার্যকলাপ পরিচালনা করত সে। এই কাজ করার জন্য ইসলাম ধর্মে রূপান্তরিতও হয় যদব।

English summary
India, Pakistan spar over 'confessional' video of alleged Indian 'spy'
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X