For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাশ্মীর ইস্যুতে মোদী সরকার কিভাবে রাষ্ট্রসংঘের মঞ্চে পাকিস্তানকে জেরবার করেছে! একনজরে টাইমলাইন

২০১৪ সালে ভারতের তখতে আসে মোদী সরকার। তারপর থেকেই কাশ্মীর ইস্যুতে সুর অন্য পর্যায়ে চড়াতে শুরু করে দিল্লি।

  • |
Google Oneindia Bengali News

২০১৪ সালে ভারতের তখতে আসে মোদী সরকার। তারপর থেকেই কাশ্মীর ইস্যুতে সুর অন্য পর্যায়ে চড়াতে শুরু করে দিল্লি। সেই বছর লোকসভা নির্বাচনের আগেই এক সাক্ষাৎকারে মোদী বলেছিলেন ,'বন্দুকের আওয়াজ চললে শান্তি নিয়ে আলোচনা কি সম্ভব!' এরপর গদিতে এসেছেন নরেন্দ্র মোদী। আর প্রধানমন্ত্রিত্বের কার্যকালের সময় যতক্ষণ চলেছে ততদিন পর্যন্ত রাষ্ট্রসংঘের মঞ্চে পাকিস্তানকে বার বার মাত দিয়েছে মোদীর ভারত। ২০১৪ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত রাষ্ট্রসংঘে ভারত পাকিস্তানের সম্মুখ সমর একনজরে দেখে নেওয়া যাক, মানবাধিকার বিষয়ক কাউন্সিলের বৈঠকের প্রেক্ষাপটে।

২০১৪ সালে কী ঘটেছিল?

২০১৪ সালে কী ঘটেছিল?

২০১৪ সালে প্রথমবার ইউএনজিএতে বক্তব্য রাখের নরেন্দ্র মোদী। ইউএনজিএ-র ৭০ ও ৭৩ তম অধিবেশনে তিনি সাফ জানান প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক রাখতে ইচ্ছুক শান্তির বাতাবরণ তৈরির জন্য। এক্ষেত্রে তিনি পাকিস্তানের সঙ্গে শান্তি স্থাপনের বার্তাও দেন। সেই সময় পাকিস্তানের তরফে ভারতের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের প্রসঙ্গ তুলে ধরেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।

২০১৫ সালে সুষমা স্বরাজের ভাষণ

২০১৫ সালে সুষমা স্বরাজের ভাষণ

২০১৫ সালে রাষ্ট্রসংঘের মঞ্চে তৎকালীন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ কার্যত একহাত নিয়ে নেন পাকিস্তানকে। সেবারও সুষমা স্বরাজ পাকিস্তানকে সন্ত্রাস ছেড়ে শান্তিস্থাপনের বার্তা দেন। পাশাপাশি তুলে ধরেন কাশ্মীরে পাকিস্তানের অবৈধ কাদের খতিয়ান। যা নস্যাৎ করতে উদ্যত হয় পাকিস্তান। সেই বছর পাঞ্জাবে ও জম্মু ও পাঠানকোট হাইওয়েতে হামলা চালায় পাকিস্তানের জঙ্গিরা।

২০১৬ সাল থেকে আক্রমণ শুরু ভারতের

২০১৬ সাল থেকে আক্রমণ শুরু ভারতের

২০১৬ সালে রাষ্ট্রসংঘের মঞ্চ দাঁড়িয়ে তৎকালীন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ হিজবুল কমান্ডার বুরহানওয়ানিকে নিয়ে পাকিস্তানকে তুলোধনা করেন। যে জঙ্গিকে ভারত এক রুদ্ধশ্বাস এনকাউন্টারে নিকেশ করেছিল তাকে পাকিস্তান 'বিপ্লবী' আখ্যা দিতেই অগ্নিগর্ভ বক্তৃতা উঠে আসে সুষমা স্বরাজেকর কণ্ঠে।

 ২০১৭ সালে সুষমার তোপ

২০১৭ সালে সুষমার তোপ

২০১৭ সালে রাষ্ট্রসংঘের মঞ্চে ভারতের তরফে ফের একবার ঝাঁঝালো ভাষণে পাাকিস্তানকে আক্রমণ করেন সুষমা স্বরাজ। তিনি সেবছর পাকিস্তানের ধৃত কুলভূষণ যাদব সম্পর্কে ইসলামাবাদকে একহাত নেন। পাশাপাশি পাকিস্তানের তুলনায় ভারত কতটা উন্নয়নে এগিয়ে রয়েছে তাও নিজের বিধ্বংসী ভাষণে তুলে ধরেন।

২০১৮ সালে কী ঘটেছিল রাষ্ট্রসংঘে

২০১৮ সালে কী ঘটেছিল রাষ্ট্রসংঘে

২০১৮ সালে রাষ্ট্রসংঘের মঞ্চে পাকিস্তান দাবি করেছিল পেশোয়ারে স্কুলের হামলায় ভারত অন্যতম ষড়যন্ত্রকারী । যার জবাবে সুষমা স্বজার সেবারও পাকিস্তানকে তুলোদনা করে বলেন, 'আমরা শান্তি স্থাপন চেয়েছিলাম,..' তার বিনিময়ে পাকিস্তান ভুয়ো তথ্য দিয়ে ভারতকে দূরে ঠেলতে চাইছে। তিনি বলেন, খুনিদের পাকিস্তান চিরকালই উজ্জ্বল ব্যক্তিত্ব করে তোলে, আর শান্তি স্থাপন চাইলেই অন্য ভুয়ো অপবাদ দেয় পাকিস্তান।

<strong>[আরও পড়ুন: পাকিস্তানের গুপ্তচর বিভাগ ISI-এর সঙ্গে জঙ্গিদের হাইভোল্টেজ বৈঠক! চাঞ্চল্যকর তথ্য নয়া রিপোর্টে]</strong>[আরও পড়ুন: পাকিস্তানের গুপ্তচর বিভাগ ISI-এর সঙ্গে জঙ্গিদের হাইভোল্টেজ বৈঠক! চাঞ্চল্যকর তথ্য নয়া রিপোর্টে]

[আরও পড়ুন: বিজেপি নেতার বিরুদ্ধে এক বছর ধরে ধর্ষণের অভিযোগ ছাত্রীর][আরও পড়ুন: বিজেপি নেতার বিরুদ্ধে এক বছর ধরে ধর্ষণের অভিযোগ ছাত্রীর]

English summary
India Pakistan at the United nations, how two cuntries encountered each other .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X