চিনকে ছাপিয়ে যাবে ভারত, কোভিড সঙ্কট থেকে উঠে দাঁড়াবে দেশ: সুব্রহ্মণ্যম স্বামী
ভারত–চিন সংঘর্ষ নিয়ে এবার মুখ খুললেন বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী। রবিবার কেরল ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আয়োজন করা এক জুম মিটিংয়ের মাধ্যমে বিজেপি সাংসদ বলেন, 'ভারত চিনকে অতিক্রম করবে। করোনা ভাইরাস এবং বর্তমান চিনের আক্রমণ থেকেও আমরা বেঁচে উঠব।’

এদিন আলোচনার বিষয় ছিল দেশের অর্থনীতির ওপর কোভিড–১৯–এর প্রভাব। এ প্রসঙ্গে সুব্রহ্মণ্যম স্বামী বলেন, 'অনেকেই বলেন ১৯৬৫ ও ১৯৯১ সালে ভারতের অর্থনীতির পতন ঘটেছিল। ত সত্ত্বেও ভারত বৃদ্ধি করে চলেছে। শুরুতে কিছু জিনিসের অভাব থাকলেও, ভারত তার পরিকল্পিত প্রকল্পের মধ্য দিয়ে মাত্র দশ বছরের মধ্যে বিশ্বে কৃষি উৎপাদনে শ্রেষ্ঠ হয়ে উঠেছে।’ তিনি আরও বলেন, 'অর্থনৈতিক পরিস্থিতির উন্নতির জন্য আর কর্মসংস্থান প্রকল্পের বাস্তবায়ন করার দরকার নেই। উৎপাদনশীলতার মাধ্যমে অর্থনীতিকে প্রসারিত করা দরকার।’
স্বামীর মতে, চিনের সঙ্গে বর্তমানে যে সীমান্তে অশান্তি রয়েছে তা গুরুত্ব সহকারে দেখা দরকার এবং অস্ত্রের উৎপাদনও সে জন্য বাড়ানো উচিত। তাতে অনেকের কর্মসংস্থানও হবে। সাংসদ জানিয়েছেন যে ভারতের ক্ষেত্রে প্রবেশের চেষ্টা করছে চিন এবং পূর্বের পদক্ষেপগুলি আন্তর্জাতিক সমর্থন পেয়েছে যা প্রত্যাশিত ছিল না।
মোদীর কাছে গরিব কল্যাণ রোজগার অভিযানে রাজ্যের নাম অন্তর্ভুক্তির দাবিতে চিঠি! মমতাকে পরামর্শ অধীরের