For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ড্রোনের গতিবিধি স্ক্যানারে রাখতে আসছে নতুন নীতি, সিন্ধিয়াকে কি নির্দেশ দিলেন মোদী

ড্রোনের গতিবিধি স্ক্যানারে রাখতে আসছে নতুন নীতি, সিন্ধিয়াকে কি নির্দেশ দিলেন মোদী

Google Oneindia Bengali News

ড্রোন নিয়ে এখন তৎপরতা তুঙ্গে। বিশেষ করে জম্মু বিমানবন্দরে ড্রোন হামলার পর নড়েচড়ে বসেছে মোদী সরকার। জ্যোতিরাদিত্য সিন্ধিয়া অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের দায়িত্ব পাওয়ার পর ড্রোন নিয়ে তৎপর হয়েছেন। সূত্রের খবর নতুন করে তৈরি করা হচ্ছে জাতীয় ড্রোন নীতি। ইতিমধ্যে তার খসড়াও তৈরি হয়ে গিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে বিশেষ নজর দিতে বলেছেন বিষয়টিতে।

ড্রোন হামলা

ড্রোন হামলা

অপ্রত্যাশিত ভাবেই জম্মু বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়েছে জঙ্গিরা। গত কয়েকদিন ধরেই কাশ্মীরে ড্রোনের গতিবিধি বেড়েছে। গতকালও নিয়ন্ত্রণ রেখার কাছে ড্রোন উড়তে দেখা গিয়েছিল। বিএসএফ গুলি চালাতে শুরু করে ড্রোন দেখে তারপরেই আর সেই ড্রোন দেখা যায়নি। তারপরেই কাশ্মীরের কুপওয়াড়া জেলায় ড্রোনের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

ড্রোন নীতি

ড্রোন নীতি

জম্মু বিমানবন্দরে ড্রোন হামলার পর নতুন করে ড্রোন নীতি তৈরি করতে তৎপর হয়েছে কেন্দ্র। জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে অসমারিক বিমান পরিবহণ মন্ত্রকের দায়িত্ব দেওয়ার পর ড্রোন নিয়ে তাঁকে বিশেষ ভাবে তৎপর হতে বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপরেই শোনা যাচ্ছে নয়া জাতীয় ড্রোন নীতি তৈরি করতে চলেছে মন্ত্রক। তার খসড়াও তৈরি হয়ে গিয়েছে এরই মধ্যে।

কী আছে খসড়ায়

কী আছে খসড়ায়

নতুন ড্রোন নীতির খসড়ায় বলা হয়েছে প্রতিটি ড্রোনের ইনিক অথরাইজেশন নম্বর থাকতে হবে। থাকতে হবে ইউনিক প্রোটোটাইপ আইডেন্টিফিকেশন নম্বর, কনফরমেন্স সার্টিফিকেট, মেন্টেনেন্স সার্টিফিকেট। ইমপোর্ট ক্লিয়ারেন্স, অপারেটর পারমিট, স্টুডেন্ট রিপোর্ট পাইলট লাইসেন্স, ড্রোন পোর্ট অথরাইশেশন এগুলি সব বাতিল করা হচ্ছে। তার পরিবর্তে ডিজিটাল স্কাইকে তিনটি জোনে ভাগ করা হচ্ছে। সবুজ, হলুদ এবং লাল এই তিনটি ভাগ থাকছে।

ডিজিটাল স্কাই কী

ডিজিটাল স্কাই কী

ডিজিটাল স্কাই হল একটি অনলাইন প্লাটফর্ম যেখানে অ্যাভিয়েশন ড্রোনের গতিবিধি নজরে রাখে। ডিজিটাল স্কাইকে তিন ভাগে ভাগ করা হয়েছে সবুজ, হলুদ এবং লাল। হলুদ জোনের পরিধি ৪৫ কিলোমিটার থেকে কমিয়ে ১২ কিলোমিটারে আনা হয়েেছ। গ্রিন জোনে ৪০০ ফুটের চেয়ে বেশি উচ্চতায় কোনও ড্রোন উড়তে দেওয়া হবে না। বিমানবন্দর চত্বরে সেটির উচ্চতা ২০০ মিটারের বেশি হবে না। ৮ থেকে ১২ কিলোমিটার পর্যন্ত গ্রিন জোনের পরিধি রাখা হয়েছে।

English summary
India now get new national drone policy Modi government start drafting
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X