For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দারিদ্র্য দূরীকরণে ভারতের আট শতাংশ জিডিপি প্রবৃদ্ধি দরকার, মন্তব্য এসবিআই চেয়ারম্যান রজনীশ কুমারের

এবার দেশের দারিদ্র দূরীকরণ নিয়ে সওয়াল করতে দেখা গেলো স্টেট ব্যাঙ্ক অফ ইণ্ডিয়ার চেয়ারম্যান রজনীশ কুমারকে।

  • |
Google Oneindia Bengali News

এবার দেশের দারিদ্র দূরীকরণ নিয়ে সওয়াল করতে দেখা গেলো স্টেট ব্যাঙ্ক অফ ইণ্ডিয়ার চেয়ারম্যান রজনীশ কুমারকে। দেশের সম্পূর্ণ রূপে দারিদ্র দূরীকরণ করতে আট শতাংশ জিডিপি প্রবৃদ্ধি প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

দারিদ্র্য দূরীকরণে ভারতের আট শতাংশ জিডিপি প্রবৃদ্ধি দরকার, মন্তব্য এসবিআই চেয়ারম্যান রজনীশ কুমারের

সূত্রের খবর, এদিন থিঙ্কএডু কনক্লেভ ২০২০-তে ভারতের অর্থনীতির বর্তমান অবস্থা নিয়ে কথা বলতে গিয়ে এই মন্তব্য করেন রজনীশ। এছাড়াও এদিনে অনুষ্ঠানের অন্যতম অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এডলউইস অ্যাসেট ম্যানেজমেন্টের সিইও রাধিকা গুপ্ত এবং মাদ্রাজ ইন্সটিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজের পরিচালক ডক্টর পি জি বাবু।

বর্তমানে দেশের জিডিপির প্রবৃদ্ধি যে হারে হওয়া উচিত ছিলো তা হচ্ছে না বলেও এদিন মন্তব্য করেন এসবিআইয়ের এই শীর্ষ আধিকারিক। এই প্রসঙ্গে তিনি আরও বলেন, "তবে ৫ শতাংশেও আমরা অন্যতম সেরা কর্মদক্ষতা সম্পন্ন অর্থনীতি অর্থনীতির দেশ হতে পারি। আমেরিকা যুক্তরাষ্ট্র ছাড়া অন্য কোনও বড় অর্থনীতি নেই যার অর্থনৈতিক প্রবৃদ্ধি ধীরগতিতে চলছে না। সুতরাং, ভারত এই বিশ্বব্যাপী রোগ থেকে দূরে থাকতে পারে এমনটা হতে পারে না। যদিও মধ্য প্রাচ্যও এই মুহূর্তে যা ঘটছে তা আমাদের জন্য একটা বড় উদীয়মান সমস্যার কারণ, যার সরাসরি প্রভাব তেলের দামের উপর পড়ছে। অর্থনৈতিক প্রবৃদ্ধিকে মূল স্রোতে ফেরাতে গত কয়েক বছরে আমাদের অনেক সংস্কার হয়। যার মধ্যে জিএসটি, ইনসালভেন্সি কোড, রিয়েল এস্টেট রেগুলেশন আইন তাদের মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ।"

English summary
‘India needs eight percent GDP growth in poverty reduction’: SBI Chairman Rajneesh Kumar
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X