For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সার্জিক্যাল স্ট্রাইক ২'-এর পর ভারতীয় সেনার সামনে এবার 'অপরেশন সানরাইজ ২'! জঙ্গি দমনে কোন গেমপ্ল্যান

জঙ্গিদমনে ভারতীয় সেনা এবার নতুন পন্থায় এগোচ্ছে ভারত। পাকিস্তানের বুকে লুকিয়ে থাকা জঙ্গিদের ডেরায় ঢুকে তাদের খতম করে এসেছে ভারতীয় সেনা।

Google Oneindia Bengali News

জঙ্গিদমনে ভারতীয় সেনা এবার নতুন পন্থায় এগোচ্ছে ভারত। পাকিস্তানের বুকে লুকিয়ে থাকা জঙ্গিদের ডেরায় ঢুকে তাদের খতম করে এসেছে ভারতীয় সেনা। আর সেই সার্জিক্যাল স্ট্রাইক একবার নয় , পর পর ২ বার সফলভাবে করে ফেলেছে সেনা। এবারও লক্ষ্য জঙ্গি দমন , তবে তা পাক আশ্রিত জঙ্গি নয়, অপরেশন সানরাইজের হাত ধরে এবার ভারতীয় সেনা চলেছে অন্য লক্ষ্যে এগিয়ে।

অপরেশন সানরাইজ আসলে কী?

অপরেশন সানরাইজ আসলে কী?

এর আগে 'অপরেশন সানরাইজ ' একবার সফলভাবে সংগঠিত করেছে ভারতীয় সেনা। এবার 'অপরেশন সানরাইজ ২' এর দিকে এগিয়ে যাচ্ছে ভারত। ৩ মাস আগে শুরু হওয়া এই অপরেশনকে এবার লক্ষ্যে পৌঁছে দিতে চলেছে 'অপরেশন সানরাইজ ২' ।

ভারতের লক্ষ্য কারা?

ভারতের লক্ষ্য কারা?

এই অপরেশনের লক্ষ্য , ভারতের উত্তরপূর্বে লুকিয়ে থাকা বিচ্ছিন্নতাবাদী জঙ্গিরা। এবার ভারতের সঙ্গে এই অপরেশনে মায়ানমার সেনাও এককাট্টা হয়েছে ভারতীয় সেনার সঙ্গে। এই জঙ্গি দমনের লক্ষ্য, কামতাপুর লিবারেশন, খাপলাং, ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ অসম,ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট অফ বোরোল্যান্ডের মতো জঙ্গি সংগঠনগুলি।

ভারতের নিশানা কোনদিকে?

ভারতের নিশানা কোনদিকে?

এর আগে আরাকান আর্মি নামে উত্তরপূর্বের এক জঙ্গি সংগঠনের বিরুদ্ধে অভিযানে নেমেছিল সেনা। মায়ানমারের দিকে ঝুঁকে থাকা এই সংগঠনকে শেষ করতে ভারত সহায়তা পেয়েছিল মায়ানমারেরও। এবার দুটি দেশ একসঙ্গে লড়তে চলেছে উত্তরপূর্বের আরও একাধিক জঙ্গিদের সঙ্গে।

English summary
India, Myanmar armies Now target Northeast-based militants.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X