For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সন্ত্রাসবাদ দমনে আমেরিকার মতো কঠোর হতে হবে ভারতকে, জানালেন সিডিএস রাওয়াত

Google Oneindia Bengali News

পাকিস্তানের মদতে চলতে থাকা সন্ত্রাসবাদের বিরুদ্ধে সুর চড়ালেন চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত ৷ বৃহস্পতিবার রাইসিনা বার্তালাপ ২০২০ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কড়া ভাষায় পাকিস্তানকে আক্রমণ করেন চিফ অফ ডিফেন্স স্টাফ। সেখানে তিনি জানান, সন্ত্রাসবাদ মোকাবিলায় আমেরিকার মতো কড়া হতে হবে ভারতকেও।

'সন্ত্রাসবাদ শেষ করতে আমেরিকার পন্থায় চলতে হবে'

আজ সিডিএস জেনারেল রাওয়াত বলেন, 'আমাদেরকে সন্ত্রাসবাদ শেষ করতেই হবে। আর সেটা তখনই সম্ভব যখন আমেরিকার মতো আমরাও বিশে্বের যেকোনও প্রান্তে থাকা সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। ৯/১১-এর ঘটনার পর আমেরিকা যেভাবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল, আমদেরও তাই করতে হবে। এটা করতে গেলে আমাদের জঙ্গিদের মদত দেওয়া সকলকে একঘরে করে দিতে হবে।'

'জঙ্গিদের ব্যবহার করে ছলনার যুদ্ধে লিপ্ত হচ্ছে পাকিস্তান'

এরপর পাকিস্তানকে তোপ দেগে জেনারেল রাওয়াত বলেন, 'সন্ত্রাসবাদ ততদিন থাকবে যতদিন এটাকে মদত দানকারী দেশদের আমরা একঘরে করব না। কিছু দেশ আছে, তারা সন্ত্রাসবাদকে মদত দিচ্ছে। এবং জঙ্গিদের ব্যবহার করে ছলনার যুদ্ধে লিপ্ত হচ্ছে। তারা জঙ্গিদের অস্ত্র, অর্থ, সবই দিচ্ছে। এরকম হলে তো আর সন্ত্রাসবাদকে নিয়ন্ত্রণে আনা যায় না।'

পাকিস্তানকে কোণঠাসার করার বার্তা

পাকিস্তানকে কোণঠাসার করার বার্তা দিয়ে সিডিএস বলেন, 'যদি কোনও দেশ সন্ত্রাসবাদকে মদত দেয় তবে আমার মনে হয় তাদের বিরুদ্ধএ কড় পদক্ষেপ নেওয়া উচিত। এইই পদক্ষেপ নেওয়ার মধ্যে অন্যতম হতে পারে ফিন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের মাধ্যমে নিষেধাজ্ঞা জারি করা। পাশাপাশি কূটনৈতিক স্তরেও সেই দেশকে একঘরে করা উচিত।'

'আমাদেরকে বুঝতে হবে সন্ত্রাসবাদের মূল জড় কোথায় লুকিয়ে'

এর আগে চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল রাওয়াত বলেন, 'সন্ত্রাসবাজের বিরুদ্ধে যুদ্ধ শেষ হচ্ছে না এখনই। এটি চলতে থাকবে। আমাদের এর মধ্যেই বাঁচতে হবে। আমাদেরকে বুঝতে হবে সন্ত্রাসবাদের মূল জড় কোথায় লুকিয়ে। সেটিকে খুঁজে শেষ করতে পারলেই এই যুদ্ধ শেষ হবে।'

English summary
india must go on spree like Americans after 9 11 attack said cds gen bipin rawat
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X