For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'অনলাইন ক্ষেত্রে সব থেকে বেশি আক্রমণের শিকার হয় ভারত!' বলছেন বিশেষজ্ঞরাই

Google Oneindia Bengali News

অনলাইনের ক্ষেত্রে সব থেকে বেশি আক্রমণের শিকার হয় ভারতের জনতা। এমনটাই জানালেন জাতীয় সাইবার সুরক্ষা সমন্বয়কারী লেফ্ট্যানেন্ট জেনারেল রাজেশ পন্থ। মঙ্গলবার হায়দরাবাদে সাইবারসিসিটি সেন্টার অফ এক্সিলেন্সের উদ্বোধনে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয় লেফ্ট্যানেন্ট জেনারেল রাজেশ পন্থ।

৬০০ মিলিয়ন ইন্টারনেট ব্যবহারকারী

৬০০ মিলিয়ন ইন্টারনেট ব্যবহারকারী

সাংবাদিকদের তিনি বলেন, 'আমাদের দেশে ৬০০ মিলিয়ন ইন্টারনেট ব্যবহারকারী রয়েছে। অনলাইন ক্ষেত্রে সব থেকে বেশি আক্রমণের শিকার হয় ভারত, কারণ আমাদের মধ্যে ভালো সাইবার জ্ঞান নেই। ব্যবহারকারীদের সংখ্যা বেশি হলেও আমরা সঠিক ভাবে সব বিষয়ে অবগত নই।'

সাইবার অপরাধ খুঁজে বের করার সমস্যা

সাইবার অপরাধ খুঁজে বের করার সমস্যা

তিনি আরও বলেন, 'সাইবার অপরাধ খুঁজে বের সবচেয়ে বড় সমস্যাটি হল দিক নির্দেশন; আপনি পিছনে ট্রেস করতে পারবেন না। দ্বিতীয়টি হল আন্তর্জাতিক চুক্তি: অন্যান্য দেশ তথ্য ভাগ করে নিতে রাজি নয়।'

ইসরো কর্মকর্তাদের ইমেল আইডি হ্যাক

ইসরো কর্মকর্তাদের ইমেল আইডি হ্যাক

পারমাণবিক বিজ্ঞানী এবং ইসরো কর্মকর্তাদের বেশ কয়েকটি ইমেল আইডি হ্যাক হওয়ার রিপোর্টের বিষয়ে তাঁর প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে পন্থ জানান, যে এটি করা খুব সহজ। তিনি বলেন, 'উদাহরণস্বরূপ, একটি সম্মেলন রয়েছে। সেখানে সমস্ত অংশগ্রহণকারীদের নিবন্ধন করতে হবে। উপস্থিতদের একটি ডেটাবেস থাকবে। সুতরাং হ্যাকার সম্মেলনটির সার্ভারটি লঙ্ঘন করে তা থেকে উপস্থিতদের বিশদ জানতে পারবে।'

'আইনের থেকে সুরক্ষা বেশি গুরুত্বপূর্ণ'

'আইনের থেকে সুরক্ষা বেশি গুরুত্বপূর্ণ'

জাতীয় পর্যায়ে কোনও আইন না থাকা সত্ত্বেও কী ভাবে সিটি পুলিশ মুখ স্ক্যান পরিচালনা করছে, তা জানতে চাওয়া হলে পন্থ বলেন, 'এটি আপনাদের সুরক্ষার জন্যেই করা হচ্ছে। বিল আসুক কি না আসুক, সুরক্ষা সব থেকে গুরুত্বপূর্ণ। আমার নিজের এটাই মনে হয়। এবং আমার বিশ্বাস একজন পুলিশ কর্মকর্তারও এমনটাই অনুভব হয়।'

English summary
India most attacked in the online space said national cyber security coordinator lt gen pant
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X