For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তাবড় তাবড় দেশকে পিছনে ফেলে সেনাবাহিনীতে খরচের নিরিখে বিশ্বের তৃতীয় স্থানে ভারত

ভারতের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে চিন-পাকিস্তান! বিশেষ করে ভারত সীমান্ত ঘেঁষে চিনের সেনা সমাবেশে যথেষ্ট উদ্বিগ্ন ভারত। আর এই কারণে সেনাবাহিনীকে আরও মজবুত এবং আধুনিক গড়ে তুলতে অনেক বেশি খরচ (India military expenditure) করত

  • |
Google Oneindia Bengali News

ভারতের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে চিন-পাকিস্তান! বিশেষ করে ভারত সীমান্ত ঘেঁষে চিনের সেনা সমাবেশে যথেষ্ট উদ্বিগ্ন ভারত। আর এই কারণে সেনাবাহিনীকে আরও মজবুত এবং আধুনিক গড়ে তুলতে অনেক বেশি খরচ (India military expenditure) করতে হয় সরকারকে।

ভারত সরকার স্থল সেনা, বায়ুসেনা এবং নৌবাহিনীকে আরও আধুনিক গড়ে তোলার কাজ চালাচ্ছে। নিত্য নতুন সমরাস্ত্র কিনছে সরকার। আর এই কারণে সেনার বাজেট ক্রমশ বাড়াতে হচ্ছে। আর এই খরচের ক্ষেত্রে বিশ্বের তৃতীয় দেশ হিসাবে উঠে এসেছে ভারত।

নজরে ভারত-

নজরে ভারত-

Stockholm International Peace Research Institute (SIPRI) সম্প্রতি একটি সমীক্ষা চালিয়েছে। আর সমীক্ষা জানাচ্ছে ২০২১ সালে ভারত সেনাবাহিনীর আধুনিকরণের ক্ষেত্রে ব্যাপক খরচ করেছে। এবং খরচের হিসাবে তাবড় তাবড় দেশকে ছাড়িয়ে খরচের হিসাবে তৃতীয় দেশ হিসাবে উঠে এসেছে ভার‍তের নাম। তথ্য বলছে ২০২১ সালে ভারত সেনাবাহিনীর আধুনিকরণের জন্যে 76.6 বিলিয়ন ডলার খবচ করেছে। কিন্তু ২০২০ সালের থেকে 0.9 শতাংশ এবং ২০১২ সালের থেকে ৩৩ শতাংশ বেশি ছিল।

অস্ত্র শিল্পকে মজবুত করতে কাজ করছে

অস্ত্র শিল্পকে মজবুত করতে কাজ করছে

কেন্দ্রীয় সরকার দেশীয় অস্ত্র শিল্পকে মজবুত করতে কাজ করছে। মেক ইন ইন্ডিয়াকে আরও বেশি করে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে নীতি বানাচ্ছে। ২০২১ সালের মিলিটারি বাজেট অনুযায়ী, কেপিট্যাল এক্সপেনডিচারের ৬৪ শতাংশ যাতে দেশীয় অস্ত্র কেনার জন্যে ব্যায় করা হয় সেই সিদ্ধান্ত নেওয়া হয়।

দ্বিতীয় এবং প্রথম স্থানে কোন দেশ জানেন?

দ্বিতীয় এবং প্রথম স্থানে কোন দেশ জানেন?

সেনাবাহিনীকে আধুনিক করার ক্ষেত্রে খরচের ক্ষেত্রে প্রথম স্থানে রয়েছে আমেরিকা। খরচের তুলনায় ধারে কাছে নেই বিশ্বের তাবড় তাবড় শক্তিধর দেশগুলি। খরচের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে কমিউনিস্ট চিন। ২০২১ সালে আমেরিকা সেনার জন্যে ৮০১ বিলিয়ন ডলার খরচ করেছে। খরচের ক্ষেত্রে ২০২০-এর তুলনায় ২০২১ সালে 1.4 শতাংশ ধাক্কা খেয়েছে। অন্যদিকে চিন সেনার জন্যে ২৯৩ বিলিয়ন ডলার খরচ করেছে। কমিউনিস্ট চিন ২০২০ সালের তুলনায় ২০২১ সালে 4.7 শতাংশ বৃদ্ধি করেছে। এমনটাই তথ্য সামনে উঠে এসেছে।

এই পাঁচ দেশও তালিকায় রয়েছে-

এই পাঁচ দেশও তালিকায় রয়েছে-

Stockholm International Peace Research Institute (SIPRI)-এর তথ্য অনুসারে সেনা'র জন্যে ২০২১ সালে 2.1 ট্রিলিয়ন আমেরিকা ডলার খরচ করে। স্টোকহমের সংস্থা'র তরফে দেওয়া বিবৃতি অনুযায়ী জানিয়েছে, ২০২১ সালে গোটা বিশ্বেই সৈন্য খরচ বেড়েছে। আর তা বেড়ে ২১১৩ বিলিয়ন আমেরিকা ডলার হয়ে গিয়েছে। এতে গত বছরের তুলনায় 0.7 শতাংশ বৃদ্ধি হয়। ২০২১ সালে যে পাঁচ দেশ খরচের নিরিখে তালিকায় রয়েছে সেগুলি হল - সংযুক্ত রাজ্য আমেরিকা, চিন, ভারত, ইউনাইটেড কিংডম এবং রাশিয়া রয়েছে। এই দেশগুলির মোট সেনা খরচ গোটা বিশ্বের সৈন্য খরচের ৬২ শতাংশ।

English summary
India spends huge money on military, third highest in the world
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X