For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চিনকে বুড়ো আঙুল দেখিয়ে লাদাখে ৪৫০টি ট্যাঙ্ক রাখার ব্যবস্থা ভারতের, থাকবে ২২,০০০ অতিরিক্ত বাহিনীও

নতুন করে ভারত-চিন সীমান্তে বাড়ছে উত্তেজনা! সীমান্তের ওপারে লাগাতার নির্মাণ কাজ চালাচ্ছে বেজিং। কার্যত এই অবস্থায় পালটা রণকৌশল ভারতীয় সেনার। পূর্ব লাদাখ জুড়ে ব্যাপক পরিকাঠামো তৈরি করছে সেনাবাহিনী। সূত্রে জানা যাচ্ছে, সীমা

  • |
Google Oneindia Bengali News

নতুন করে ভারত-চিন সীমান্তে বাড়ছে উত্তেজনা! সীমান্তের ওপারে লাগাতার নির্মাণ কাজ চালাচ্ছে বেজিং। কার্যত এই অবস্থায় পালটা রণকৌশল ভারতীয় সেনার। পূর্ব লাদাখ জুড়ে ব্যাপক পরিকাঠামো তৈরি করছে সেনাবাহিনী। সূত্রে জানা যাচ্ছে, সীমান্তে চিনের ব্যাপক নির্মাণ কাজকে টক্কর দিতেই নয়া এই কৌশল সেনার।

শুধু তাই নয়, অন্তত ৪৫০ ট্যাঙ্ক এবং ২২ হাজার অতিরিক্ত সেনার থাকার জন্যে বড়সড় সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় সেনাবাহিনী। যা কার্যত চিনের কাছে বড়সড় চ্যালেঞ্জ হতে চলেছে বলেই মনে করা হছে।

ল্যান্ডিং ক্রাফট মোতায়েন করা হচ্ছে

ল্যান্ডিং ক্রাফট মোতায়েন করা হচ্ছে

একদিকে জি-২০ এর সম্মেলনের ডিনারে মোদীর সঙ্গে সাক্ষাত করছেন জিনপিং অন্যদিকে ভারতের বিরুদ্ধে লাগাতার ছক কষছে চিনি বাহিনী। সূত্রে জানা যাচ্ছে, বিতর্কিত প্যাংগং ঝিলে হঠাত চিনের গতিবিধিকে ঠেকাতে ভারতীয় সেনার কোর এবং ইঞ্জিনিয়ররা পূর্ব লাদাখে নতুন ল্যান্ডিং ক্র্যাফট মোতায়েন করেছে। যার কারণে সীমান্তে বাহিনীর নজরদারি এবং টহলদারী চালানোর ক্ষমতা অনেকটাই বাড়বে বলে মনে করা হচ্ছে। শুধু তাই নয়, সেনার সরঞ্জাম দ্রুত সীমান্তে পৌঁছতেও সাহায্য করবে। এমনকি অত্যাধুনিক এই ক্র্যাফট একসঙ্গে ৩৫ জন সেনাকে বহন করতে পারে বলেও জানা যাচ্ছে।

২২ হাজার সেনার জন্যে পরিকাঠামো

২২ হাজার সেনার জন্যে পরিকাঠামো

জানা যাচ্ছে, গত দুবছর ধরে অত্যাধুনিক বাড়ি এবং প্রযুক্তিগত পরিকাঠামো তৈরি করেছে ভারতীয় সেনা। সেখানে অন্তত ২২ হাজার সেনার জন্যে রসদ এবং ৪৫০ এ যান এবং বন্দুক রাখা যাবে। এছাড়াও যে সমস্ত কাজ চলছে সেগুলিকে দ্রুত শেষ করার উপর জোর দেওয়া হয়েছে। এছাড়াও সামনেই ঠান্ডার মরসুম। সেখানে দাঁড়িয়ে বেশ কিছু ক্ষেত্রে ফোকাস করা হচ্ছে সেনার তরফে। দ্রুত গতিতে একাধিক টানেল তৈরির কাজ চলছে বলেও জানা যাচ্ছে। যার মধ্যে ৯ টি তৈরির কাজ শেষ। আরও ১১ টির কাজ চলছে বলে জানা যাচ্ছে। সবদিক থেকেই চিনের দাদাগিরি রুখতে তৈরি সেনাবাহিনী।

3D-সুরক্ষা ভারতীয় সেনার নয়া হাতিয়ার

3D-সুরক্ষা ভারতীয় সেনার নয়া হাতিয়ার

ভারতীয় সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার-ইন-চিফ লেফটেন্যান্ট জেনারেল হরপাল সিং সুরক্ষা সংক্রান্ত বিষয়ে একাধিক তথ্য দেন। তিনি জানান প্রথমবারের জন্যে ভারতীয় সেনার কোর অফ ইঞ্জিনিয়ার্স রেগিস্থানে 3D-প্রিন্টেড স্থায়ী কিছু ঘাঁটি তৈরি করেছে। আর তা প্রথমবার বলে দাবি সেনাবাহিনীর। এই সমস্ত ঘাঁটি যে কোনও ধরণের বিস্ফোরণেও ঠিক থাকবে বলে জানানো হয়েছে। ৩৬ থেকে ৪৮ ঘন্টার মধ্যে এইগুলি তৈরি করা যায় বলেও জানানো হয়েছে। লাদাখের বিভিন্ন অংশে এমন ঘাঁটি তৈরি হচ্ছে বলেও খবর।

English summary
India makes infrastructure for 450 tanks, 22,000 additional troops in Ladakh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X