For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইসরোর মুকুটে নয়া পালক, ইনস্যাট ৪-সিকে বিদায় দিয়ে কক্ষপথে জি স্যাট-৩১

ইসরোর মুকুটে যুক্ত হল নয়া পালক। এবার থেকে ইনস্যাট ৪সি আর-এর জায়গা নিচ্ছে নতুন স্যাটেলাইট জি-স্যাট-৩১।

  • |
Google Oneindia Bengali News

ইসরোর মুকুটে যুক্ত হল নয়া পালক। এবার থেকে ইনস্যাট ৪সি আর-এর জায়গা নিচ্ছে নতুন স্যাটেলাইট জি-স্যাট-৩১। এবার থেকে মহাকাশে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ৪০টি কমিউনিকেশন স্যাটেলাইট পাঠাল মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। মঙ্গলবার মধ্যরাতে ফ্রেঞ্চ গিয়ানা থেকে আরিয়ান-৫ রকেটে চেপে মহাকাশে পাড়ি দেয় জি-স্যাট।

ইসরোর মুকুটে নয়া পালক, ইনস্যাট ৪-সিকে বিদায় দিয়ে কক্ষপথে জি স্যাট-৩১

ইসরোর তরফে জানানো হয়েছে, উৎক্ষেপণের ৪২ মিনিট পর উপগ্রহটি কক্ষপথে সঠিকভাবে স্থাপন করা সম্ভব হয়েছে। সতীশ ধাওয়ান স্পেস সেন্টারের ডিরেক্টর এস পান্ডিয়ান জানান, ইনস্যাটে-৪-এর জায়গায় জি স্যাট উপগ্রহ নিখুঁতভাবে কক্ষপথে স্থাপন হয়েছে।

আন্তর্জাতিক স্যাটেলাইট লঞ্চ কোম্পানি আ্যারিয়ান স্পেস ভারতীয় উপগ্রহটি মহাকাশে পাঠিয়েছে সফলভাবে। এ বছরের জুন মাসেই জি স্যাট-৩০ উফগ্রহটি মহাকাশে পাঠাতে চলেছে এই সংস্থাই। এবার যে উপগ্রহটি পাঠানো হয়, সেটির ওজন ২ হাজার ৫৩৬ কিলোগ্রাম।

এই উপগ্রহটি একমাত্র জিএসএলভি এমকে-৩ চলতি বছরের জুন বা জুলাই মাসে ইসরোর জি স্যাট-৩০ উপগ্রহটি মহাকাশে পাঠাতে চলেছে সংস্থাটি। ইসরো প্রধান কে শিবান আগেই জানিয়েছিলেন, প্রায় ২ হাজার ৫৩৬ কিলোগ্রাম ওজনের জি স্যাট-৩১ উপগ্রহটিকে মহাকাশে পাঠাতে পারে একমাত্র জিএসএলভি এমকে-৩। এটি চন্দ্রযান-২ অভিযান নিয়ে ব্যস্ত থাকায় অ্যরিনা স্পেসের সাহায্য নেওয়া হয়।

নতুন এই স্যাটেলাইট ব্যবস্থায় মহাকাশে যোগাযোগ ব্যবস্থা আরও মজবুত হবে। দূরদর্শ-আবহাওয়া-সহ যোগাযোগ মাধ্যমের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই স্যাটেলাইটগুলি। গত বছর আকাশে মহাকাশে পাড়ি দিয়েছিল ভারতের সবথেকে শক্তিশালী কৃত্রি উপগ্রহ জি স্যাট-১১।

English summary
India launches new satellite G-sat 31 against Insat 4C. This is lifted from Arianespace on Tuesday night
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X