For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এবার বালাকোটের মতো অভিযানে স্পষ্ট ছবি! নজরদারি উপগ্রহের সফল উৎক্ষেপন

মহাকাশ থেকে নজরদারি চালাতে উপগ্রহ উৎক্ষেপন করল ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো।

  • |
Google Oneindia Bengali News

মহাকাশ থেকে নজরদারি চালাতে উপগ্রহ উৎক্ষেপন করল ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। এদিন সকালে সফলভাবেই এই উপগ্রহের উৎক্ষেপন সম্পন্ন হয়। এই উপগ্রহ মেঘলা আবহাওয়াতেও সফলভাবে ছবি তুলে পাঠাতে পারবে। ফলে পরবর্তী সময়ে বালাকোটের মতো অভিযান হলে তার স্পষ্ট ছবি পাওয়া যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এবার বালাকোটের মতো অভিযানে স্পষ্ট ছবি! নজরদারি উপগ্রহের সফল উৎক্ষেপন

এদিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ শ্রীহরিকোটার সতীশ ধওয়ান স্পেশ রিসার্চ সেন্টার থেকে পিএসএলভির সাহায্যে ৬১৫ কেজির আরআইস্যাট টুবি উপগ্রহের উৎক্ষেপন করা হয়। যা দিনে, রাতে এমন কি মেঘলা আবহাওয়াতেও পরিষ্কার ছবি পাঠাতে পারবে বলে জানিয়েছেন ইসরোর প্রধান ড. কে সিভান। ভারতের মহাকাস গবেষণা সংস্থা ইসরো এখনও পর্যন্ত ৩৫৪ টি উপগ্রহ কক্ষপথে স্থাপন করেছে।

ইসরোর প্রধান আরও জানিয়েছেন, আরআইস্যাট টুবিতে দেশীয় প্রযুক্তিতে তৈরি বিক্রম প্রোসেসর ব্যবহার করা হয়েছে। পৃথিবী থেকে ৫৫৭ কিমি দূরে কক্ষপথে এই
উপগ্রহকে স্থাপন করা হয়েছে। এই উপগ্রহের মাধ্যমে কৃষি কিংবা বনাঞ্চলের স্পষ্ট ছবি পাওয়া যাবে। এছাড়াও, ভারতের পূর্ব ও পশ্চিম সীমান্তের ছবিও পাওয়া যাবে।

২৬ ফেব্রুয়ারি ভারতীয় বিমান বাহিনীর মিরাজ ২০০০ বালাকোটে জঙ্গি শিবিরে হামলা চালিয়েছিল। সেই সময় মেঘলা আবহাওয়া থাকায় ভারতীয় উপগ্রহ থেকে
স্পষ্ট ছবি পাওয়া যায়নি বলে জানানো হয়েছিল। তবে এদিনের আরআইস্যাট টুবি উপগ্রহের উৎক্ষেপনের পর এই পরিস্থিতি কাটানো যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

ইসরো সূত্রে খবর আরআইস্যাট-টুবি উপগ্রহের সময়কাল ৫ বছর। যদি সব ঠিকঠাক চলে তাহলে সামনের মাসগুলোতে এরই দুটি ক্লোন আরআইস্যাট বিআরওয়ান
এবং আরআইস্যাট টুবিআরটু উৎক্ষেপণ করা হবে।

English summary
India launches cloud proof spy satellite months after Balakot strike
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X