For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চোখের পলকে 'শত্রু'কে আঘাত ভারতীয় প্রযুক্তিতে তৈরি Prithvi-II-এর! উদ্বেগ বাড়ল চিন-পাকিস্তানের

বড়সড় সাফল্য ভারতীয় প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিআরডিঅ'র। অত্যাধুনিক ব্যালিস্টিক মিসাইল Prithvi-II সফল পরীক্ষা করা হয়েছে। ওডিশার চাঁদিপুর থেকে এই মিসাইলের পরীক্ষা করা হয়েছে বলে জানা যাচ্ছে। আর তা সফল ভাবে কল্পিত শত্রুকে আঘা

  • |
Google Oneindia Bengali News

Prithvi-II Training Launch: বড়সড় সাফল্য ভারতীয় প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিআরডিঅ'র। অত্যাধুনিক ব্যালিস্টিক মিসাইল Prithvi-II সফল পরীক্ষা করা হয়েছে। ওডিশার চাঁদিপুর থেকে এই মিসাইলের পরীক্ষা করা হয়েছে বলে জানা যাচ্ছে। আর তা সফল ভাবে কল্পিত শত্রুকে আঘাত করেছে বলেও খবর।

তবে মিসাইলের রেঞ্জ খুব একটা বেশি নয়। র‍্যাডারে থেকে শত্রুকে মুহূর্তে খতম করতে এই মিসাইলের ব্যবহার সেনাবাহিনী করতে পারে বলে জানা যাচ্ছে।

অন্যতম শক্তিশালী মিসাইলের মধ্যে একটি।

অন্যতম শক্তিশালী মিসাইলের মধ্যে একটি।

Prithvi-II ভারতীয় অস্ত্র ভান্ডারে থাকা অন্যতম শক্তিশালী মিসাইলের মধ্যে একটি। ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিআরডিও এই মিসাইলটিকে একেবারে দেশীয় প্রযুক্তিতে তৈরি করেছে। নানা ভাবে সেটিকে আরও শক্তিশালী করা হয়েছে। ৩৫০ কিমি দূরে থাকা শত্রুকে আঘাত করতে পারে এই মিসাইল। পৃথ্বী-২ থেকে ৫০০ থেকে ১০০০ কেজি পর্যন্ত ওয়ারহেড বহনে সক্ষম। এমনটাই জানা যাচ্ছে। শুধু তাই নয়, এই মিসাইল ভূমি থেকে ভূমিতে মুহূর্তে আঘাত করতে সক্ষম বলেও জানা যাচ্ছে।

কতটা শক্তিশালী Prithvi-II

কতটা শক্তিশালী Prithvi-II

অন্যদিকে Prithvi-II দুটি ইঞ্জিন রয়েছে বলে খবর। তরল কিংবা অন্য কোনও সলিড জ্বালানি দিয়েও এই মিসাইলকে টার্গেট লক্ষ্য করে ছোঁড়া সম্ভব। মিসাইলে অত্যাধুনিক এডভান্স গাইডেন্স সিস্টেম মোতায়েন করা হয়েছে বলেও সূত্রে জানা গিয়েছে। আর এই সিস্টেম শত্রুর টার্গেটকে খুব সহজেই খুঁজে আঘাত করতে পারে বলে জানা যাচ্ছে। এছাড়াও আরও বেশ কিছু অত্যাধুনিক সিস্টেম এই মিসাইলে রয়েছে বলেই খবর।

Prithvi ভারতবাসীর কাছে গর্বের একটি মিসাইল।

Prithvi ভারতবাসীর কাছে গর্বের একটি মিসাইল।

তবে Prithvi ভারতীয় সেনার কাছে নতুন কিছু নয়। গত ২০০৩ সাল থেকেই এই মিসাইল ভারতীয় সেনাবাহিনীতে রয়েছে। যেটি কিনা ৯ মিটার পর্যন্ত লম্বা। শুধু তাই নয়, Prithvi ভারতবাসীর কাছে গর্বের একটি মিসাইল। দেশীয় প্রযুক্তিতে তৈরি ডিআরডিঅ'র প্রথম নির্মিত মিসাইল হচ্ছে পৃথ্বী। যদিও এরপর থেকে বিভিন্ন সময়ে এই মিসাইলটিকে আরও অত্যাধুনিক ভাবে তৈরি করা হচ্ছে। বেশ কয়েকটি ভার্সন আনা হয়েছে ডিআরডিঅ'র তরফে।

নাকের ডগাতে শক্তি বাড়াচ্ছে চিন।

নাকের ডগাতে শক্তি বাড়াচ্ছে চিন।

উল্লেখ্য, ভারতের একেবারে নাকের ডগাতে শক্তি বাড়াচ্ছে চিন। লাদাখ-অরুণাচল প্রদেশ সহ বিস্তীর্ন অঞ্চল জুড়ে সেনা নির্মান কাজা চালাচ্ছে সে দেশ। এমনকি তৈরি করা হচ্ছে সেনা এবং এয়ারফোর্স ঘাঁটি। এমনকি রাখা হয়েছে অত্যাধুনিক সমরাস্ত্রও। যদিও ভারতের তরফেও একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। চিনের পাশাপাশি ভারতের কাছে বড় চ্যালেঞ্জ পাকিস্তানও। এই অবস্থায় একের পর এক মিসাইলের পরীক্ষা জপথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

English summary
India launched Prithvi-II ballistic missile from Odisha, tested successfully
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X