For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'ব্যবসায় উপযোগী পরিবেশ' এর বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ২৩ ধাপ ওপরে উঠল মোদীর ভারত

বিশ্বের ১৯০টি দেশের ক্রমতালিকায় ব্যবসার উপযোগী পরিবেশ তৈরিতে ২৩ ধাপ উপরে উঠল ভারত।

  • |
Google Oneindia Bengali News

বিশ্বের ১৯০টি দেশের ক্রমতালিকায় ব্যবসার উপযোগী পরিবেশ তৈরিতে ২৩ ধাপ উপরে উঠল ভারত। লোকসভা ভোট তথা পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের আগে বিশ্ব ব্যাঙ্কের এই তালিকা নিঃসন্দেহে নরেন্দ্র মোদী সরকারকে স্বস্তিতে রাখবে।

ব্যবসায় উপযোগী পরিবেশ এর বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ২৩ ধাপ ওপরে উঠল মোদীর ভারত

ভারত গতবছরে প্রথমবার ১০০তম স্থান দখল করেছিল। তার আগে কোনওদিন প্রথম একশোয় ভারতের জায়গা হয়নি। সেবার ৩০ ধাপ উপরে উঠেছিল ভারতের র‌্যাঙ্কিং। আর এবার আরও ২৩ ধাপ উপরে উঠে ৭৭ তম স্থানে এসেছে ভারত।

এবছরের র‌্যাঙ্কিং তৈরির আগে জিএসটি বা পণ্য ও পরিষেবা করের বলবৎ হওয়ার বিষয়টি মাথায় রাখা হয়েছে। যা গতবছরের ১ জুলাই থেকে মোদী সরকার সারা দেশে চালু করেছে।

জিএসটি নিয়ে গত একবছরে নানা সমস্যার কথা শোনা গিয়েছে। বিরোধীরা নানা অভিযোগ করেছে। তবে তা সত্ত্বেও বিশ্বের বিভিন্ন বৃহৎ আর্থিক প্রতিষ্ঠান এজন্য মোদী সরকারকে বাহবা দিয়েছে। এখন দেখা যাচ্ছে জিএসটি-র ধাক্কা সরকার সামলে নিতে পেরেছে। বিশ্বব্যাঙ্কও প্রশংসা করেছে কেন্দ্র সরকারের।

ব্যবসায়িক পরিবেশের সংষ্কারের ক্ষেত্রে সেরা পাঁচটি দেশের মধ্যে স্থান পেয়েছে ভারত। কোনও দেশে ব্যবসায়িক পরিবেশ কেমন রয়েছে তার জন্য বিচার্য ১০টি মানদণ্ডের মধ্যে ৬টিতেই ভারতের র‌্যাঙ্কিং আগের চেয়ে অনেক ভালো হয়েছে। যার ফলে একলাফে এতটা উপরে উঠে গিয়েছে ভারত।

English summary
India jumps 23 spots to 77 in World Bank's ease-of-doing-business rankings
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X