For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদী-নেতানইয়াহু কোন কোন বিষয়ে চুক্তি করবেন আজ, কোন পথে ইসরায়েল-ভারত সম্পর্ক

আজ সোমবার ভারতের সঙ্গে কূটনৈতিক স্তরে বেশ কয়েকটি চুক্তি করতে চলেছে ইসরায়েল। তারপরই যৌথ সাংবাদিক সম্মেলন করবেন বেঞ্জামিন নেতানইয়াহু ও নরেন্দ্র মোদী।

  • |
Google Oneindia Bengali News

জেরুসালেম নিয়ে প্যালেস্তাইনের পক্ষে ভারত রাষ্ট্রপুঞ্জে ভোট দিলেও তার প্রভাব ভারত-ইসরায়েল দ্বিপাক্ষিক সম্পজ্ঞকে পড়বে না। আমরা চিরববন্ধু। এই সম্পর্ক স্বর্গে তৈরি হয়েছে। ভাঙবে না। ভারত সফরে এসে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে এভাবেই মধুর ভাষণ ধরে পড়ল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানইয়াহুর গলায়।

মোদী-নেতানইয়াহু কোন কোন বিষয়ে চুক্তি করবেন আজ

আজ সোমবার ভারতের সঙ্গে কূটনৈতিক স্তরে বেশ কয়েকটি চুক্তি করতে চলেছে ইসরায়েল। তারপরই যৌথ সাংবাদিক সম্মেলন করবেন বেঞ্জামিন নেতানইয়াহু ও নরেন্দ্র মোদী।

ভারতে মোট ছয় দিনের সফরে এসেছিল ইসরায়েলের প্রধানমন্ত্রী। ২০০৩ সালে প্রথমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসাবে ভারত সফরে আসেন এরিয়েল শ্যারন। তারপর দ্বিতীয় প্রধানমন্ত্রী হিসাবে ভারতে এলেন নেতানইয়াহু। গত জুলাইয়ে প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসাবে ইসরায়েল সফরে গিয়েছিলেন নরেন্দ্র মোদী। এবার ফিরতি সফরে এলেন নেতানইয়াহু।

এদিন সকাল ১০টা ৩০ মিনিটে রাষ্ট্রপতি ভবনে সম্মান জানানো হবে নেতানইয়াহুকে। তারপরে রাজঘাটে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানাবেন নেতানইয়াহু। এদিন হায়দরাবাদ হাউসের অফিসিয়াল ব্যাঙ্কোয়েট হলে নেতানইয়াহুর সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই দ্বিপাক্ষিক আলোচনা হবে। এবং সাইবার নিরাপত্তা, মহাকাশ গবেষণা, ফিল্ম প্রোডাকশন এ শক্তি ক্ষেত্রে বেশ কয়েকটি চুক্তি হতে পারে ভারত-ইসরায়েলের মধ্যে। তারপরে দুপুর ১টায় প্রকাশ্য সম্মেলন করবেন দুজনে।

রবিবার ভারতে আসেন নেতানইয়াহু। প্রোটোকল ভেঙে তাঁকে বিমানবন্দরে গিয়ে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নেতানইয়াহুও আসা ইস্তক বারবার নরেন্দ্র মোদী ও ভারতের প্রশংসাই করে চলেছেন। দুই দেশের কোন কোন বিষয়ে আরও মৈত্রী গড়ে ওঠে সেদিকেই এখন নজর বিশেষজ্ঞদের।

English summary
'India-Israel relations made in heaven', PM Modi, PM Benjamin Netanyahu to sign key agreements
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X