For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্ব পরিবেশ দিবসের এবছরের 'হোস্ট' ভারত, প্লাস্টিক দূষণ রোধে দেশ ও বিশ্বে কী চলছে দেখুন

ভারত এই বছর বিশ্ব পরিবেশ দিবসের হোস্ট। সারা পৃথিবী জুড়ে এই দিনটি ঘিরে কি চলছে দেখুন।

Google Oneindia Bengali News

এই পৃথিবার বুকে পরিবেশের থেকে মূল্যবান সম্পদ আর কিছু নেই। পরিবেশ না থাকলে পৃথিবীতে প্রাণই থাকত না। সোনা রূপো জহরত যত্ন করে রাখলেও মানুষ যত্ন নেয়নি পরিবেশের। যথেচ্ছ ব্যবহারে সে সম্পদ আজ ধুঁকছে। শেষ হয়ে যাওয়ার মুখে। তবে দেরীতে হলেও মানুষ তার ভুলটা বুঝেছে। তাই ১৯৭৪ সালে বিশ্ব পরিবেশকে রক্ষা করার সচেতনতা সৃষ্টির লক্ষ্যে, প্রতিবছর ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নেয় রাষ্ট্রসংঘ।

প্রত্যেক বছর ভিন্ন ভিন্ন দেশকে এই দিবসের হোস্ট কান্ট্রির মর্যাদা দেওয়া হয়। এবার সম্মান বা দায়িত্ব পেয়েছে ভারত। এবছরের থিম, 'বিট প্লাস্টিক পলিউশন' বা 'প্লাস্টিক দূষণকে পরাস্ত করুন'। এবছরই জানা গিয়েছে বিশ্বের সবচেয়ে দুষিত শহরগুলির বেশিরভাগই ভারতীয়। কাজেই এই দিনটি যে ভারতের মতো ভারতের মতো খাদের কিনারায় দাঁড়িয়ে থাকা দেশের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ তা বলাই বাহুল্য। বিশ্বপরিবেশ দিবসের আগে পরিবেশ নিয়ে সচেতন করতে ভারত ও বিশ্বজুড়ে নানা রকম উদ্যোগ দেখা যাচ্ছে। একঝলকে এরকমই কিছু অভিনব উদ্য়োগ দেখে নেওয়া যাক।

'এনভিথন'

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে সিআরপিএফ ও আইটিবিপি 'এনভিথন'-এর আয়োজন করেছে। এনভিথন, অর্থাৎ এনভায়র্ণমেন্ট বা পরিবেশ রক্ষার জন্য ম্যারাথন। ১২ হাজার সিআরপিএফ ও আইটিবিপির অফিসার ও ছাত্ররা অংশ নেবেন এই দৌড়ে।

রাষ্ট্রদূতের সাফাই

ভারতে বেলজিয়ান রাষ্ট্রদূত জন লুইক্সকে এদিন সকালে দেখা গিয়েছে দূতাবাস চত্ত্বরে দূতাবাসের কর্মীদের সঙ্গে হাতে হাত মিলিয়ে সাফাই করতে।

রিসাইক্লিং

ভারতের রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্ক এসবিআই-ও প্লাস্টিক দূষণের বিরুদ্ধে আন্দোলনে অংশ নিতে আহ্বান জানিয়েছে। তারা এও জানিয়েছে সারা বিশ্বের মধ্যে রিসাইক্লিং রেট ভারতেরই সবচেয়ে বেশি।

কাপড়ের ব্যাগ

বিশ্ব পরিবেশ দিবসে সেভ দ্য আর্থ মুভমেন্ট বা স্টেম, বিভিন্ন বাজারে বাজারে গিয়ে ক্রেতা-বিক্রেতা উভয় পক্ষের কাছে কাপড়ের ব্যাগ বিক্রি করবে। প্লাস্টিকের ব্যাগের বদলে এখন থেকে ক্পড়ের ব্যাগই ব্যবহারের জন্য তারা আবেদন আবেদন জানাচ্ছে।

বৃক্ষরোপণ

৫ জুন বিশ্ব পরিবেশ দিবস হলেও এই সপ্তাহের গোটাটাই পরিবেশ সপ্তাহ হিসেবে পালিত হয়। এনভায়ার্ণমেন্ট থিঙ্কার গোষ্ঠী সারা সপ্তাহ ধরে চারাগাছ রোপন করেছে। তারা প্রত্যেককে আবেদন জানাচ্ছে, যাতে সবাই একটি করে অন্তত চারা পোঁতে।

ছোট্ট পদক্ষেপ, বড় পরিবর্তন

বড় কিছু নয়, সামান্য ছোট পদক্ষেপই বড় পরিবর্তন আনতে পারে। গত বছর সাউথ আফ্রিকার কেপটাউন-সহ, মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেনের মতো বিশ্বের বিভিন্ন এলাকায় ভয়াবহ খরা দেখা দিয়েছিল। ভূপৃষ্ঠের নিচের জলস্তর দ্রুত ফুরিয়ে আসছে বলে সতর্ক করেছেন বিজ্ঞানীরা। বাড়িতে এসি মেশিন বা ওয়াটার পিউরিফায়ার থেকে যে অতিরিক্ত জল পড়ে যায়, তাকে ধরে রেখে অন্য কাজে লাগালে কিন্তু অনেকটা জল সাশ্রয় হয়।

তাজমহল

পরিবেশ দূষণের যেন জীবন্ত প্রতিমূর্তি হয়ে আছে তাজমহল। দুষণে দিন দিন এর শ্বেত পাথরের রঙ প্রথমে হলদেটে, এখন প্রায় বাদামী হয়ে গেছে। ভারত সরকার শুধু তাজমহল নয় ভারতের ১০০টি ঐতিহাসিক সৌধের আশপাশের এলাকাকে 'লিটার ফ্রি জোন' বলে ঘোষণা করেছে। সহায়তা দিচ্ছে রাষ্ট্রসংঘও।

ভাট-এর পরিবেশ রক্ষা

প্লাস্টিকের ক্ষয় হয় না বললেই চলে। ক্ষয় হতে লাগে প্রায় ৪৫০ বছর। এ তথ্য জানিয়ে অভিনেত্রী আলিয়া ভাট জানিয়েছেন, তিনি প্লাস্টিকের বোতলে জল খাওয়া ছেড়ে দিয়েছেন। এখন থেকে ধাতব বোতলে জল খাবেন। তিনি জানিয়েছেন, এভাবে এক এক করে তিনি নিজের জীবন থেকে প্লাস্টিকের যাবতীয় ব্যবহার বন্ধ করে দেবেন।

জুহির বাম্বু

প্লাস্টিকের বদলে বাম্বু বা বাঁশের তৈরি দাঁত মাজার ব্রাশ ব্যবহারের সুপারিশ করেছেন আরেক অভিনেত্রী জুহি চাওলা। সঙ্গে কোনও একটি নিত্য ব্যবহারের প্লাস্টিক দ্রব্যের বিকল্পের সঙ্গে সেলফি তুলে পোস্ট করার চ্যালেঞ্জও ছুঁড়ে দিয়েছেন। তাঁর নিশানায় অমিতাভ বচ্চন থেকে শচিন তেন্ডুলকর, প্রিয়াঙ্কা চোপড়া অনেকেই রয়েছেন।

স্যানিটারি ন্যাপকিন

বাজার চলতি অধিকাংশ স্যানিটারি ন্যাপকিন-ই প্লাস্টিকের তৈরি। বিষয়টি অনুধাবন করেই অভিনেত্রী দিয়া মির্জা বায়োডিগ্রেডেবল ন্যাপকিন ব্যবহার করা শুরু করেছেন। বেশ কয়েকটি সংস্থা ইদানিং এধরণের ন্যাপকিন বিক্রি শুরু করেছে।

সামোয়ান উদ্যোগ

আমেরিকার সামোয়া জাতির এক মহিলা উদ্যোগপতি এরকম কাপড়ের তৈরি স্যানিটারি ন্যাপকিন বিক্রি শুরু করেছেন।

প্লাস্টিক হত্যায় গোরক্ষা

গোরক্ষার জন্য এদেশে মানুষ হত্যা অবধি হয়। কিন্তু সেসব গোমাতার রক্ষকদের অনেকেরই জানা নেই শুধুমাত্র লক্ষ্ণৌতেই প্রতি বছর প্লাস্টিক খেয়ে ফেলায় প্রায় ১০০০ গরুর মৃত্যু হয়। তাই গোরক্ষা করতে প্লাস্টিক হত্যা কিন্তু খুবই জরুরী।

প্লাস্টিকে দমবন্ধ তিমির

পৃথিবীতে যত প্লাস্টিকের ব্যবহার বাড়ছে ততই বিপন্ন হচ্ছে সামুদ্রিক প্রাণীদের অস্তিত্ব। ব্য়বহার করার পর ময়লা আবর্জনার সঙ্গে প্লাস্টিকও গিয়ে পড়ছে সমুদ্রের জলে। বাদবাকি ক্ষয়ে পরিবেশে মিশে গেলেও থেকে যাচ্ছে নাছোড় প্লাস্টিক। সামুদ্রিক প্রাণীরা অনেকেই সেই প্লাস্টিক খেয়ে ফেলছে, এবং বেঘোরে মরতে হচ্ছে তাদের। থাইল্যান্ড উপকূলে পাওয়া এক মৃত তিমির পেটে ৮০ টিরও বেশি প্লাস্টিকের ব্যাগ মিলেছিল। বিজ্ঞানীরা জানিয়েছেন, ওই প্লাস্টিক পেটে চলে যাওয়াতেই তার মৃত্যু হয়েছিল।

আকাশ ভরা তারার আলো মেখে

বিশ্ব পরিবেশ দিবস কিন্তু হতাশায় ডুবে যাওয়ার দিন নয়। জ্ঞাতে-অজ্ঞাতে মানব জাতি পরিবেশের অনেক ক্ষতি করে থাকলেও আজকের দিনটাই সে ক্ষতি মিটিয়ে আশার আলোর উদ্ভাসিত হওয়ার দিন। বিশ্ব পরিবেশ দিবসের আগে তাই চিনের তাইয়ুয়ান শহরে একসঙ্গে দেড়শো জন মিলে আঁকলেন ভ্যান গঘের কালজয়ী ছবি 'দ্য স্টারি নাইট'।

প্লাস্টিক ছাড়া চলবে কেমনে

বর্তমান জীবনে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে প্লাস্টিক। তাই মুখে যতই প্লাস্টিক ভাদ দেওয়ার কথা বলা হোক না কেন, অনেকের মনেই প্রশ্নটা রয়েছে প্লাস্টিক ছাড়া চলবে কি করে? এখানে দেখে নিন প্লাস্টিকের কিছু বিকল্প। ছত্রাকের থেকে আনারসের ছাল, এমন অনেক কিছু আছে প্লাস্টিকের বিকল্প হিসেবে, জানলে তাক লেগে যাবে।

English summary
India is the host country of the World Environment Day this year. See all that is buzzing around the globe.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X