For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লোয়ি-র সমীক্ষায় এশিয়ার চতুর্থ শক্তিশালী দেশ ভারত

লোয়ি-র সমীক্ষায় এশিয়ার চতুর্থ শক্তিশালী দেশ ভারত

  • |
Google Oneindia Bengali News

প্রথম কিংবা দ্বিতীয় নয়, এশিয়ার চতুর্থ শক্তিশালী দেশ ভারতবর্ষ। এবার লোয়ি ইন্সটিটিউটের এশিয়া পাওয়ার ইন্ডেক্সে উঠে এল এমনই তথ্য। ২০১৮ থেকেই লোয়ি ইন্সটিটিউট এই সমীক্ষাটি করে থাকে। এবার জানা গেল, এশিয়ান দেশগুলির মধ্যে চতুর্থ স্থানে রয়েছে ভারত৷

কিসের ভিত্তিতে সমীক্ষা?

কিসের ভিত্তিতে সমীক্ষা?

মূলত দেশীয় সম্পদ এবং প্রভাব-প্রতিপত্তির ওপর ভিত্তি করে এই সমীক্ষাটি করা হয়েছে৷ এই মুহূর্তে কোন দেশের শক্তির সাম্য ঠিক কতটা, তাও দেখানো হয়েছে রিপোর্টটিতে৷ দেখা যাচ্ছে, এশিয়ার মাঝারি মানের শক্তিধর দেশ ভারত। এবছরও মহাদেশের প্রথম তিনের মধ্যে স্থান দখল করতে ব্যর্থ তারা। শুধু তাই নয়, ২০২০র তুলনায় এই বছর দুই পয়েন্ট কম পেয়েছে তারা৷ রিপোর্টে দেখা যাচ্ছে, এশিয়া মহাদেশে মোট ১৮টি দেশ অবনতির পথে হাঁটছে। ভারত তার মধ্যে অন্যতম।

কোনখানে এগিয়ে দেশ?

কোনখানে এগিয়ে দেশ?

তবে কিছুক্ষেত্রে যথেষ্ট ভাল অবস্থায় রয়েছে ভারত। ভবিষ্যতের সম্পদের নিরিখে ভারতের অবস্থান তৃতীয়ে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং চিনের পরেই অবস্থান রয়েছে তাঁদের। এর আগে এশিয়ার তৃতীয় বৃহত্তম অর্থনীতির মর্যাদাও পেয়েছিল ভারত। কিন্তু করোনার জেরে সেই স্থান থেকে সরেছে ভারত। অর্থনৈতিক সক্ষমতা, সেনাবাহিনীর শক্তি, সহনশীলতা এবং সাংস্কৃতিক দিক দিয়েও ভারত চতুর্থ স্থানে রয়েছে।

আবহাওয়ার খবর: সোমবারও দিনভর বৃষ্টি, তিন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস! একনজরে বাংলার আবহাওয়ার আপডেটআবহাওয়ার খবর: সোমবারও দিনভর বৃষ্টি, তিন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস! একনজরে বাংলার আবহাওয়ার আপডেট

কী সমস্যা প্রতিরক্ষায়?

কী সমস্যা প্রতিরক্ষায়?

সমস্যা রয়েছে ডিফেন্স নেটওয়ার্ক নিয়ে৷ এখনও সপ্তম স্থানে রয়েছে ভারত। সুরক্ষা বিষয়ক কূটনীতিতে অবশ্য ধীরে ধীরে উন্নতি করছে ভারত। মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপানের সঙ্গে কোয়াড জোটগঠন সাউথ ব্লকের জন্য যথেষ্ট লাভদায়ী। অন্যদিকে অর্থনৈতিক সম্পর্কস্থাপনের দিক দিয়ে আবার অষ্টম স্থানে নেমে গিয়েছে ভারত। রিজিওনাল ট্রেড ইন্টিগ্রেশন এফোর্টে অবনতি ঘটেছে তাদের। রিপোর্টে দেখা যাচ্ছে, যে পরিমাণ সম্পদ আছে, তার তুলনায় প্রভাব অনেকটাই কম রয়েছে ভারতের। এই তত্ত্বই উঠে এসেছে তাদের নেগেটিভ পাওয়ার গ্যাপ স্কোরিংয়ে। গতবছরের তুলনায় যা কিনা আরও কমেছে।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
India is the fourth strongest country in Asia according to Lowy's survey
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X