positive news coronavirus corona vaccine epidemic narendra modi করোনা ভাইরাস স্বাস্থ্য মন্ত্রক মহামারী নরেন্দ্র মোদী
করোনা ভয় পিছনে ফেলে টিকাকরণে গতি বাড়াচ্ছে ভারত, ভাঙল আমেরিকার রেকর্ডও
এদকদিকে যখন ক্রমেই সংক্রমণের ধার বাড়িয়ে চলেছে মারণ করোনা, তখ উল্টোদিকে টিকাকরণে কোনও খামতি দিতে রাজি নয় কেন্দ্র। আর ঠিক সেই কারণেই আমেরিকাকে টপকে বিশ্বের দ্রুত টিকাকরণকারী দেশে পরিণত হল ভারত। বুধবার দেশের স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রকের তরফে এই তথ্যের কথা জানানো হয়েছে।

টিকাকরণের আওতায় প্রায় ৯ কোটি মানুষ
স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান বলছে বুধবার পর্যন্ত গোটা দেশে ৮.৭০ কোটি মানুষের টিকাকরণ সম্পন্ন হয়েছে। এমনকী বর্তমানে গড়ে প্রত্যহ ৩০ লক্ষ ৯৩ হাজারের বেশি টিকা দেওয়া হচ্ছে বলেও জানাচ্ছে কেন্দ্রে। এমনকী মঙ্গল থেকে বুধবারের মধ্যে গোটা দেশে ৩৩ লক্ষ মানুষ করোনা টিকা পেয়েছেন বলে খবর।

কী বলছে কেন্দ্রীয় পরিসংখ্যান ?
আরও বিশদে বললে কেন্দ্রীয় পরিসংখ্যান বলছে বুধবার সকাল সাতটা পর্যন্ত গোটা দেশে ১৩ লক্ষ ৩২ হাজার ১৩০ টি সেশনে দেশের ৮ কোটি ৭০ লক্ষ ৭৭ হাজার ৪৭৪ জনকে করোনা টিকা দেওয়া হয়েছে। তার মধ্যে ৮৯ লক্ষ ৬৩ হাজার ৭২৪ জন স্বাস্থ্যকর্মীরা করোনা টিকার প্রথম ডোজ ও ৫৩ লক্ষ ৯৪ হাজার ৯১৩ জন করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন বলে খবর।

টিকাকরণে কোন দেশ কোথায় দাঁড়িয়ে ?
এদিকে ভারতে যেখানে প্রত্যহ ৩০ লক্ষের বেশি মানুষকে দৈনিক করোনা টিকাকরণের আওতায় আনা হচ্ছে সেখানে আমেরিকায় এই হার ২৯ লক্ষ ৯৮ হাজারের কিছু বেশি। এরপরেই রয়েছে ব্রাজিল। সেখানে এই হার ৬ লক্ষ ৪৬ হাজার ৮৬৫। দৈনিক ৩ লক্ষের বেশি মানুষের টিকাকরণ করিয়ে চতুর্থ স্থানে রয়েছে ব্রিটেন।

লাগামহীন ভাবে বাড়ছে সংক্রমণ
এদিকে গত কয়েকদিন গোটা দেশেই লাগামগীন ভাবে বেড়ে চলেছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টাতেও গোটা দেশে আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ১৫ হাজারের বেশি মানুষ। যা মহামারী শুরু পর থেকে এখনও পর্যন্ত সর্বোচ্চ বলেই জানা যাচ্ছে। অন্যদিকে গোটা দেশে সক্রিয়া রোগীর সংখ্যাও বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে ৮ লক্ষ ৪৩ হাজার ৪৭৩।

করোনা ঠেকাতে রাজনৈতিক সমাবেশের উপর নিষেধাজ্ঞা! নৈশ কার্ফু জারি পাঞ্জাবে