For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা মোকাবিলায় ৯০ দেশে ১২০ কোটি টাকার চিকিত্সা সরঞ্জাম পাঠাতে চলেছে ভারত

করোনা মোকাবিলায় ৯০ দেশে ১২০ কোটি টাকার চিকিত্সা সরঞ্জাম পাঠাতে চলেছে ভারত

  • |
Google Oneindia Bengali News

ক্রমেই বিশ্বব্যাপী এক ভয়াভহ চেহারা ধারণ করছে করোনা মহামারি। এমতাবস্থায় করোনা বিধ্বস্ত বাকী দেশ গুলির পাশে দাঁড়াতেও এবার বড়সড় পরিকল্পনা করছে ভারত। সূত্রের খবর, আগামী কয়েক সপ্তাহের মধ্যে স্বাস্থ্য খাতে প্রয়োজনীয় সামগ্রী দিয়ে প্রায় ৯০টিরও বেশি দেশকে সাহায্য করতে চলেছে ভারত।

করোনা মোকাবিলায় ৯০ দেশে ১২০ কোটি টাকার চিকিত্সা সরঞ্জাম পাঠাতে চলেছে ভারত


এই বৈদেশিক চিকিত্সা সহায়তা খাতে ভারতের বর্তমানে ১১০ থেকে ১২৯ কোটি টাকা খরচ হবে বলে মনে করছে নয়াদিল্লির কূটনৈতিক মহল। বাণিজ্যিক ভাবে অন্যান্য দেশে ওষুধ ও চিকিত্সা সরঞ্জাম সরবরাহের পাশাপাশি আলাদা ভাবে এই বাড়তি সাহায্য করতে চলেছে বলে জানা যাচ্ছে। পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলার উপরে এই পুরো পরিকল্পনা বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে বলেও জানা যাচ্ছে।

আপাতত, বিদেশ মন্ত্রক ৬৭ টি দেশে ৬০ কোটি টাকার ওষুধ, টেস্টিং কিট এবং অন্যান্য চিকিত্সা সরঞ্জাম সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়েছে বলে খবর। পাশাপাশি এই দেশ গুলি ছাড়াও আরও অনেক দেশই ভারতের কাছে সাহায্যের আবেদন করেছে বলে জানা যাচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সবুজ সংকেত পেলেই তাদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করা সম্ভব বলে জানান এক উচ্চপদস্থ সরকারি আধিকারিক।

‌অনলাইনে ট্রেনের বুকিং শুরু, জেনে নিন কি কি নিয়ম মেনে চলতে হবে যাত্রীদের

English summary
India is drawing up 120 core of coronavirus medical aid plan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X