For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টার্গেটে চিনের রাজধানী! লড়াইয়ে তৈরি ভারতীয় সেনা

আর্ন্তমহাদেশীয় ব্যালেস্টিক মিসাইল অগ্নি ৫ শীঘ্রই ভারতের সেনাবাহিনীর অন্তর্ভুক্ত হবে। মিসাইলের আওতায় চলে আসবে চিনের একটা বড় অংশ। যা দেশের সেনাবাহিনীর ক্ষমতাকেও অনেক বাড়িয়ে দেবে।

  • |
Google Oneindia Bengali News

আর্ন্তমহাদেশীয় ব্যালেস্টিক মিসাইল অগ্নি ৫ শীঘ্রই ভারতের সেনাবাহিনীর অন্তর্ভুক্ত হবে। মিসাইলের আওতায় চলে আসবে চিনের একটা বড় অংশ। যা দেশের সেনাবাহিনীর ক্ষমতাকেও অনেক বাড়িয়ে দেবে।

টার্গেটে চিনের রাজধানী! লড়াইয়ে তৈরি ভারতীয় সেনা

৫ হাজার কিলোমিটার দূরের বস্তুকে আঘাতের ক্ষমতা রয়েছে অগ্নি ৫ ক্ষেপণাস্ত্রের। এই ক্ষেপণাস্ত্র পারমানবিক অস্ত্রও বহন করতে পারে। কিছুদিনের মধ্যেই এই ক্ষেপণাস্ত্র স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ডের হাতে তুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে।

স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ডের হাতে তুলে দেওয়ার আগে অনেকবার এর সক্ষমতা পরীক্ষা করা হয়েছে।
প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলেছেন, এই ক্ষেপণাস্ত্রের আওতায় চলে আসবে চিনের বেজিং, সাংহাই, গুয়াংঝাউ এবং হংকং।

গতমাসেই ওড়িশা উপকূল থেকে অগ্নি ৫-এর সফল উৎক্ষেপণ করা হয়েছিল। আগামি কয়েক সপ্তাহে আরও বেশ কিছু পরীক্ষা করা হবে বলে জানা গিয়েছে।

ভারত ছাড়াও যেসব দেশের হাতে আর্ন্তমহাদেশীয় ব্যালেস্টিক মিসাইল রয়েছে তারা হল, আমেরিকা, চিন, রাশিয়া, ফ্রান্স, উত্তর কোরিয়া।

ভারতের অস্ত্র ভাণ্ডারে অগ্নির যেসব সংস্করণ রয়েছে সেগুলি হল, ৭০০ কিমির অগ্নি ১, ২০০০ কিমির অগ্নি ২, অগ্নি ৩ এবং ২৫০০ কিমি থেকে ৩৫০০ কিমির বেশি দূরত্বের অগ্নি ৪।

অগ্নি ৫ -এর পরীক্ষার প্রথম পরীক্ষা করা হয়েছিল ২০১২-র ১৯ এপ্রিল। পরের পরীক্ষাটি হয় ২০১৩-র ১৫ সেপ্টেম্বর। তৃতীয় পরীক্ষাটি হয় ২০১৫-র ৩১ জানুয়ারি। চতুর্থটি ২০১৬-র ২৬ ডিসেম্বর এবং পঞ্চমটি হয় এবছরের ১৮ জানুয়ারি।

English summary
India is in process of inducting the first batch of its intercontinental ballistic missile system Agni-V
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X