For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরতার নয়া দরজা খুলছে ভারত! এ্যারো ইন্ডিয়ার প্রদর্শনীতে বার্তা মোদীর

প্রতিরক্ষা ক্ষেত্রে নয়া দিগন্ত খুলে দিচ্ছে ভারত, এ্যারো ইন্ডিয়ার উদ্বোধনী দিনে বার্তা মোদীর

  • |
Google Oneindia Bengali News

বুধবার থেকেই শুরু হয়ে গেল দেশের শীর্ষস্থানীয় এ্যারোস্পেস এবং প্রতিরক্ষা প্রদর্শনী। এদিন বেঙ্গালুরুর এয়ার ফোর্স স্টেশন ইয়েলহানকাতে শুরু হল এ্যারো ইন্ডিয়া ২০২১-র যাত্রা। এমনকী উদ্বোধনী অনুষ্ঠানের শুভ মূহূর্তে টুইটারেও উদ্যোক্তা ও দেশবাসীর জন্য শুভেচ্ছাবার্তা দিলেন নরেন্দ্র মোদী। সেই সঙ্গে বায়ুসেনার একাধিক পদক্ষেপের দ্বারা কী ভাবে গোটা দেশ ক্রমেই আত্মনির্ভর হয়ে উঠছে সেই বার্তাও দেন।এদিকে এদিন এ্যারো ইন্ডিয়ার ১৩তম প্রদর্শনী অনুষ্ঠানের উদ্বোধন করতে দেখা যায় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংকে।

প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরতার নয়া দরজা খুলছে ভারত! এ্যারো ইন্ডিয়ার প্রদর্শনীতে বার্তা মোদীর

এদিন অনুষ্ঠান প্রসঙ্গে বলতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটারে লেখেন, “ এটি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে প্রতিরক্ষা এবং মহাকাশ ব্যবস্থার আশ্চর্যজনক সহযোগিতা দেখা যায়।” তাঁকে আরও লিখতে দেখা যায়, “ভারতে প্রতিরক্ষা এবং মহাকাশ ক্ষেত্রে সীমাহীন সম্ভাবনা রয়েছে। এ্যারো ইণ্ডিয়া এই ক্ষেত্রে সহযোগিতার এক দুর্দান্ত প্ল্যাটফর্ম। ভারত সরকার এই ক্ষেত্রগুলিতে ভবিষ্যতের কথা মাথায় রেখে অনেক উন্নতি করেছে যা আমাদের আগামীতে আত্মনির্ভর হতে সাহায্য করবে।”

এদিকে বুধবার থেকে এ্যারো ইন্ডিয়ার ২০২১-র প্রদর্শনী অনুষ্ঠান শুরু হলেও চলবে আগামী তিন দিন। গোটা কর্মসূচিতে আত্মনির্ভর ভারতের স্বপ্ন পূরণের কথা মাথায় রেখে যেমন একাধিক কর্মশালা ও প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে, তেমনই জোর দেওয়া হবে মেক ইন ইন্ডিয়ার উপরেও। একইসাথে হিন্দুস্তান অ্যারোনটিকস লিমিটেডও এ্যারো ইন্ডিয়ার প্রোগ্রামে তাদের বিমান এবং হেলিকপ্টারগুলি একটি দুর্দান্ত প্রদর্শন করতে চলেছে বলে খবর। একই সাথে, বড় চমক দিচ্ছে এইচএল। কম্ব্যাট এয়ার টিমিং সিস্টেম সিমুলেটরেও দুর্দান্ত প্রদর্শন হতে চলেছে বলে খবর। এ ছাড়া আমেরিকা থেকে আগত বিশ্বের সবচেয়ে বিপজ্জনক বোমা বিমান বিমান বি-১ বি ল্যান্সারকে এই শো-তে প্রথমবারের মতো উড়তে দেখা যাবে বলে খবর।

English summary
India is opening the way for new possibilities in the field of defense, Modi's message
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X