For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‌জুনের মধ্যভাগে করোনা কেসে ভারত বিশ্বের মধ্যে চতুর্থ স্থানে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে

‌জুনের মধ্যভাগে করোনা কেসে ভারত বিশ্বের মধ্যে চতুর্থ স্থানে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে

Google Oneindia Bengali News

এ সপ্তাহে ভারত করোনা ভাইরাস কেসে ২ লক্ষ ছুঁয়ে বিশ্বের মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের মধ্যে সপ্তম স্থানে উঠে এসেছে। বিশেষজ্ঞদের মতে, এভাবে যদি করোনার হার বাড়তে থাকে তবে মাত্র দু’‌সপ্তাহের মধ্যে ভারত ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় চতুর্থ স্থানে উঠে আসবে।

জুনের মাঝখানে বাড়তে পারে করোনা

জুনের মাঝখানে বাড়তে পারে করোনা

ভারতে করোনা ভাইরাস সংক্রমণের সংখ্যা উদ্বেগজনকভাবে বেড়েছে। ২৯ মে থেকে প্রতিদিন এই দেশে আট হাজারের বেশি করোনা কেস ধরা পড়েছে। মঙ্গলবার ২ জুন ভারত ২ লক্ষ করোনা কেস ছুঁয়েছে। যদিও করোনার প্রবৃদ্ধি খুবই ধীরগতিতে হচ্ছে এবং প্রত্যেক ১৫দিন অন্তর এটি দ্বিগুণ হচ্ছে।

ভারত অতিক্রম করেছে ইরান, জার্মানি ও ফ্রান্সকে

ভারত অতিক্রম করেছে ইরান, জার্মানি ও ফ্রান্সকে

কিভাবে বিশ্বের মধ্যে ভারত এই স্থানে এল? ক্রমবর্ধমান করোনা কেসের ক্ষেত্রে ভারত বর্তমানে সপ্তম স্থানে রয়েছে, এই দেশ ইথিমধ্যেই অতিক্রম করেছে ইরান, জার্মানি ও ফ্রান্সকে। তবে গত সপ্তাহ থেকে প্রতিদিন যেভাবে করোনা কেস বাড়ছে তা ভারতকে ব্রাজিল, আমেরিকা ও রাশিয়ার পর চতুর্থ স্থানে নিয়ে যেতে পারে। গত সপ্তাহে যুক্ত হওয়া নতুন কেসের সংখ্যা যদি অবিচল থাকে, তবে ভারত এই সপ্তাহের শেষে ইতালি এবং স্পেন এবং জুনের মাঝামাঝি আমেরিকাকে ছাড়িয়ে যাবে। ‌

করোনা টেস্টে পিছিয়ে ভারত

করোনা টেস্টে পিছিয়ে ভারত

ভারতে ক্রমবর্ধমান সংখ্যক ঘটনা এবং ইউরোপে ছড়িয়ে পড়ার ধীরগতির পরিপ্রেক্ষিতে এটি আরও শীঘ্রই হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনকী এখনও ভারত করোনা টেস্টে বিশ্বের থেকে অনেক পিছিয়ে রয়েছে। যেখানে প্রতিদিন ৮ হাজারের বেশি করোনা কেস সনাক্ত হচ্ছে, বর্তমানে ভারতে প্রতিদিন এক মিলিয়ন জনসংখ্যার মধ্যে মাত্র ৮০ জনের পরীক্ষা হচ্ছে। এর অর্থ, ভারত মধ্যম আয়ের দেশ পেরুর চেয়েও কম লোকের পরীক্ষা করছে।

রাশিয়ার পথ অনুসরণ করা

রাশিয়ার পথ অনুসরণ করা

যদি ভারত রাশিয়ার মতো প্রত্যেক মিলিয়ন জনসংখ্যার মধ্যে ২০০০ জনের টেস্ট করতে পারত তবে বর্তমানের সংখ্যার চেয়ে আরও বেশি সংখ্যক করোনা কেস পাওয়া যেত।

২৪ ঘণ্টায় রাজ্যে সংক্রামিত ৩৬৮ জন, একদিনে চার জেলায় সংক্রামিত ২০০২৪ ঘণ্টায় রাজ্যে সংক্রামিত ৩৬৮ জন, একদিনে চার জেলায় সংক্রামিত ২০০

English summary
The number of corona virus infections in India has risen alarmingly. More than 8,000 corona cases have been caught in the country every day since May 29
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X