For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উদ্বেগ বাড়িয়ে করোনা সংক্রমণে বিশ্বে চতুর্থস্থানে ভারত, রাশ টেনেছে অন্যদেশ

উদ্বেগ বাড়িয়ে করোনা সংক্রমণে বিশ্বে চতুর্থস্থানে ভারত, রাশ টেনেছে অন্যদেশ

Google Oneindia Bengali News

করোনা লকডাউনে ৪০ দিন পার হয়ে গিয়েছে। বন্ধ ট্রেন, বিমান, বাস, স্থানীয় পরিবহণও। জোন ভিত্তিকে করোনা সংক্রামিত এলাকা ভাগ করে দেওয়া হয়েছে। তাতেও আটকানো যাচ্ছে না করোনা ভাইরাসের সংক্রমণ। প্রতিদিন নতুন রেকর্ড গড়ছে সংক্রামিতের সংখ্যা। যার জেরে করোনা সংক্রমণে চতুর্থ স্থানে উঠে এসেছে ভারত।

করোনা সংক্রমণ বাড়ছে ভারতে

করোনা সংক্রমণ বাড়ছে ভারতে

করোনা সংক্রমণ ক্রমশ বাড়ছে ভারতে। গত ২৪ ঘণ্টায় ৪২১৩ জন করোনা ভাইরাসে সংক্রামিত হয়েছেন। এখনও পর্যন্ত যা সর্বাধিক বলে মনে করা হচ্ছে। তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। গোটা দেশের মধ্যে মহারাষ্ট্রে সংক্রমণ সর্বাধিক। গুজরাত রয়েছে তার পরে। এদিকে দিল্লিকে ছাপিয়ে গিয়েছে তামিলনাড়ু। অন্যদিকে আবার পশ্চিমবঙ্গেও করোনা সংক্রমণ বেড়েই চলেছে।

করোনা সংক্রমণে চতুর্থ ভারত

করোনা সংক্রমণে চতুর্থ ভারত

গোটা বিশ্বে করোনা সংক্রামিতদের তালিকায় শীর্ষে রয়েছে আমেরিকা। সেখানে করোনা সংক্রামণ ভয়াবহ আকার নিয়েছে। মৃতের সংখ্যা ৭৫,০০০ অতিক্রম করেছে। তারপরেই রয়েছে রাশিয়া। সেখানে করোনা সংক্রমিত ২০ লাখ মানুষ। তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। সেখান করোনা সংক্রামিত ১৬ লাখ মানুষ আর চতুর্থ স্থানে রয়েছে ভারত। সেখানে করোনা সংক্রমণ ছড়িয়েছে ৬৭-র বেশি মানুষের উপর।

লকডাইন শেষের পথে

লকডাইন শেষের পথে

করোনা সংক্রমণ যখন একদিকে বেড়ে চলেছে ভারতে তখনই লকডাউন নিয়ে একাধিক বড় সিদ্ধান্ত নিয়েছে সরকার। ১২ মে থেকে খুলে দেওয়া হচ্ছে ট্রেন পরিষেবা। ১৫ জোড়া ট্রেন চালানো হবে। ১৭ মে পর ধাপে ধাপে বিমান চালানো হতে পারে বলে ইঙ্গিত মিলেছে। এদিকে একাধিক জোনে দোকান বাজার খোলায় ছাড় দেওয়া হয়েছে। তার উপরে পরিযায়ী শ্রমিকদের ফেরানো হচ্ছে বিভিন্ন রাজ্যে। তাতে আরও সংক্রমণ বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

 লকডাউন নিয়ে সিদ্ধান্ত নিতে বৈঠক

লকডাউন নিয়ে সিদ্ধান্ত নিতে বৈঠক

করোনা লকডাউন বাড়ানো হবে না তুলে নেওয়া হবে তা ঠিক করতে আজ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে লকডাউন দীর্ঘায়িত হলে আর্থিক সংকট আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। কঠিন সংকটের মধ্যে গিয়ে যাচ্ছে গোটা বিশ্ব। লকডাউন আরও শিথিল করলে করোনা সংক্রমণ আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।

বেসরকারি হাসপাতাল, ল্যাব খোলার নির্দেশ কেন্দ্রের! মুখ্যসচিবকে চিঠি কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবেরবেসরকারি হাসপাতাল, ল্যাব খোলার নির্দেশ কেন্দ্রের! মুখ্যসচিবকে চিঠি কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবের

English summary
India is in forth position in world coronavirus infected countries
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X