For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নরেন্দ্র মোদী জমানায় ক্রমেই বাড়ছে চাকরির সুযোগ, সংখ্যা জানিয়ে রিপোর্ট হায়দরাবাদের সংস্থার

ক্রমেই বাড়ছে চাকরির সুযোগ, সংখ্যা জানিয়ে রিপোর্ট হায়দরাবাদের সংস্থার

  • |
Google Oneindia Bengali News

ভারতে নতুন চাকরির পরিস্থিতি তৈরি হয়েছে। ২০২০ সালে ডেটা সায়েন্সে ১.৫ লক্ষ নতুন চাকরির সুযোগ তৈরি হবে বলে আশা রাখা হচ্ছে। হায়দরাবাদ ভিত্তিক সংস্থা এড-টেক কম্পানি গ্রেট লার্নিং একথা জানিয়েছে। এই সংস্থার দেওয়া রিপোর্ট অনুযায়ী, ২০২০ সালের সংখ্যাটা ২০১৯ সালের থেকে ৬২ শতাংশ বেশি।

যেসব ক্ষেত্রে চাকরির সুযোগ

যেসব ক্ষেত্রে চাকরির সুযোগ

বর্তমান সময়ে ডেটা সায়েন্সে ৭০ শতাংশ চাকরি যাঁরা করছেন, তাঁদের অভিজ্ঞতা ৫ বছরের কম। ডেটা সায়েন্সে শীর্ষে যেসব চাকরি রয়েছে, তাদের মধ্যে ব্যাঙ্কিং, ফিনান্সিয়াল সার্ভিসেস অ্যান্ড ইনসিওরেন্স, এনার্জি, ফার্মা, হেলফকেয়ার, ই-কমার্স, মিডিয়া এবং রিটেল।

সব থেকে বেশি মাইনে ব্যাঙ্কিং ফিনান্সিয়াল সার্ভিসে

সব থেকে বেশি মাইনে ব্যাঙ্কিং ফিনান্সিয়াল সার্ভিসে

সার্ভেতে জানা গিয়েছে, ডেটা সায়েন্স প্রফেশনালসদের মধ্যে ব্যাঙ্কিং, ফিনান্সিয়াল সার্ভিসেস অ্যান্ড ইনসিওরেন্স সেক্টর এখন সর্বোচ্চ মাইনে দিচ্ছে। এরপরেই রয়েছে ম্যানুফ্যাকচারিং, হেলথকেয়ার, আইটি এবং ই-কমার্স। যেখানে বিএফএসআই প্রতিবছরে ১৩.৫৬ লক্ষ টাকা মাইনে দিচ্ছে, সেখানে ম্যানুফ্যাকচারিং-এ দিচ্ছে ১১.৮ লক্ষ টাকা।

যোগ্য প্রতিভার অভাবে পদ ফাঁকা

যোগ্য প্রতিভার অভাবে পদ ফাঁকা

গ্রেট লার্নিং-এর সমীক্ষায় দেখা দিয়েছে, ২০১৯-এ ডেটা অ্যানালিটিক্স-এ যোগ্য প্রতিভার অভাবে প্রায় ৯৭০০০ পদ ফাঁকা ছিল। সমীক্ষায় দেখা দিয়েছে ডেটা সায়েন্সে পেশাদারদের সংখ্যা বৃদ্ধি পেলেও, কাজের বিকাশ এই সংখ্যাকে ছাড়িয়ে গিয়েছে।

ডেটা সায়েন্সে নতুন চাকরির সম্ভাবনা

ডেটা সায়েন্সে নতুন চাকরির সম্ভাবনা

২০২০ সালে ডেটা সায়েন্সে ১.৫ লক্ষ নতুন চাকরির সুযোগ তৈরি আশা রাখা হচ্ছে। হায়দরাবাদ ভিত্তিক সংস্থা এড-টেক কম্পানি গ্রেট লার্নিং একথা জানিয়েছে।

English summary
India is expected to have 1.5 lakh new job openings in data science in 2020, an increase of about 62 percent as compared to 2019.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X