For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতে করোনা আক্রান্ত এই মুহূর্তে চিনের তুলনায় সাত গুণ! পরিসংখ্যানে উদ্বেগ

ভারতে করোনার থাবা চিনের থেকে সাত গুণ বেশি! পরিসংখ্যানে আতঙ্কের ছাপ স্পষ্ট

Google Oneindia Bengali News

করোনার কামড় থেকে রক্ষা নেই ভারতেরও। ভারতেও ধীরে ধীরে বাড়তে করোনা সংক্রমণ। বাড়ছে মৃত্যুও। ভারত লকডাউন বেশি বিলম্বিত করে্নি বলেই রক্ষা। তবু এরই মধ্যে চিনের থেকে সাতগুণ সংক্রমণ ছড়িয়েছে ভারতে। বর্তমানে করোনা ভাইরাসের সংক্রমণের অ্যাক্টিভ কেসে চিনকে ছাপিয়ে গিয়েছে ভারত।

ভারতের পরিসংখ্যান

ভারতের পরিসংখ্যান

ভারতে বর্তমানে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৯২৪০ জন। তার মধ্যে মৃত্যু হয়েছে ৩৩১ জনের। আর সংক্রমণ সারিয়ে বাড়ি ফিরে গিয়েছে ১০৯৬ জন। সেই নিরিখেই করোনা সংক্রমণে হাসপাতালে ভর্তি বা অ্যাক্টিভ কেস ৭৮১৩। এই সংখ্যাই উদ্বেগ বাড়িয়েছে ভারতের।

চিনের পরিসংখ্যান

চিনের পরিসংখ্যান

চিনের উহান থেকে করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হলেও, বর্তমানে চিন নিজেদের নিরাপদ জায়গায় নিয়ে গিয়েছে। মোট আক্রান্তের সংখ্যা ৮২১৬০ হলেও, ৭৭৬৬৩ জন রোগী সংক্রমণ মুক্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৩৩৪১ জনের। এই হিসেবেই বর্তমানে মাত্র ১১৫৬ জন করোনা রোগী রয়েছে চিনে।

চিনের নিরিখে ভারত

চিনের নিরিখে ভারত

অর্থাৎ চিনে যখন করোনা আক্রান্ত ১১৫৬। ভারতে সেই সংখ্যাটা ৭৮১৩। প্রায় সাতগুণ বেশি করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন হাসপাতালে। চিনে প্রায় দেড়মাস করোনা সেভাবে থাবা বসায়নি। তবে বিগত দুদিন ধরে ফের করোনা বাড়ছে চিনে। রবিবার চিনে আক্রান্ত হয়েছেন ৯৯ জন। আর সোমবার নতুন আক্রান্তের সংখ্যা এখনই ১০৮ ছাড়িয়েছে।

পরবর্তী পদক্ষেপ

পরবর্তী পদক্ষেপ

এই অবস্থায় মঙ্গলবার প্রথম দফায় লকডাউনের মেয়াদ শেষ হচ্ছে। দেশে লকডাউন বাড়বে কি না, তা জানাবেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার সকাল ১০টা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। সেখানেই তিনি ঘোষণা করবেন পরবর্তী পদক্ষেপ।

English summary
India is ahead from China according to Coronavirus’s active cases. India active cases are 7813 and china’s are 1156,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X