For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইমরানের স্বীকারোক্তি হাতিয়ার! প্রমাণ দিয়ে চাপ বাড়াচ্ছে ভারত

অস্ত্রে প্রশিক্ষণপ্রাপ্ত জঙ্গিরা তাদের দেশে রয়েছে এবং তাদের জম্মু ও কাশ্মীরে লড়াইয়ে পাঠানো হয়। পাকিস্তানের প্রধানমন্ত্রী এই স্বীকারোক্তির পরে চাপবাড়াতে শুরু করল ভারতের বিদেশ মন্ত্রক।

  • |
Google Oneindia Bengali News

অস্ত্রে প্রশিক্ষণপ্রাপ্ত জঙ্গিরা তাদের দেশে রয়েছে এবং তাদের জম্মু ও কাশ্মীরে লড়াইয়ে পাঠানো হয়। পাকিস্তানের প্রধানমন্ত্রী এই স্বীকারোক্তির পরে চাপ বাড়াতে শুরু করল ভারতের বিদেশ মন্ত্রক। এদিন তারা দাবি করেছে, এই স্বীকারোক্তির ওপরেই দেশে লালিত পালিত জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

ইমরানের স্বীকারোক্তি হাতিয়ার! প্রমাণ দিয়ে চাপ বাড়াচ্ছে ভারত

ভারত দীর্ঘদিন ধরেই অভিযোগ জানিয়ে আসছে পাকিস্তানে জঙ্গিদের লালন পালনের বিষয়ে। এর পর্যাপ্ত প্রমাণও বিভিন্ন সময়ে দেওয়া হয়েছে। জম্মু কাশ্মীরে ছায়া যুদ্ধের অভিযোগও তারা করেছে। এসম্পর্কে ইমরান খানের মন্তব্য অনেকটাই সত্যি প্রকাশ পেয়েছে বলে মত ভারতের বিদেশ মন্ত্রকের।

প্রসঙ্গত পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আমেরিকায় বসে জানিয়েছিলেন, সে দেশে অস্ত্র প্রশিক্ষণ প্রাপ্ত ৩০ থেকে ৪০ হাজার জঙ্গি রয়েছে। তারা আফগানিস্তান কিংবা কাশ্মীরে লড়াইও করেছে।

এসম্পর্কে বিদেশমন্ত্রকের মুখপত্র রাভেশ কুমার বলেছেন, পাকিস্তানের এখন যাদের অযৌক্তিক উপায়ের সংশোধন করা উচিৎ। যেহেতু পাকিস্তানের প্রধানমন্ত্রী দেশে জঙ্গিদের ট্রেনিং ক্যাম্প এবং তাদের কাশ্মীরে পাঠানো নিয়ে স্বীকারোক্তি করেছেন, তাতে এখন উপযুক্ত সময় এসেছে, সেই জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার।

এর আগে পাকিস্তানের কাছে বারবার অভিযোগ সত্ত্বেও, জঙ্গিদের রক্ষা করে এসেছে কিংবা তাদের সমর্থন করে এসেছে। দেশের সেনা কিংবা গোয়েন্দা সংস্থা জঙ্গিদের মদত দিয়েছে।
যদিও তাদের আশ্রয় দেওয়ার কথা স্বীকার করেনি দেশের সরকার। তাদের মূল লক্ষই হল ভারত বিরোধী নানা কার্যকলাপ চালিয়ে যাওয়া। এছাড়াও সীমান্তে জঙ্গি অনুপ্রবেশের ঘটনাও
ঘটেছে। তাতে সীমান্তের অপর পারের পাকিস্তানের পোস্টগুলি থেকে মদত দেওয়া হয়।

সাম্প্রতিক ঘটনাগুলির মধ্যে ফেব্রুয়ারির পুলওয়ামা হামলায় জৈশ-ই মহম্মদ তাদের দায় স্বীকার করেছে। যদিও ইসলামাবাদ এবিষয়ে নিশ্চুপ থেকেছে।

English summary
India increases pressure on Pakistan to act against home grown terrorists. Imran in USA told we still have about 30,000-40,000 armed people who have been trained and fought in some part of Afghanistan or Kashmir.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X