For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লিঙ্গ সাম্যতায় আরও পিছল ভারত, নাম রয়েছে তালিকায় শেষে থাকা পাঁচ দেশের মধ্যে

বিশ্বের ক্রমতালিকায় লিঙ্গ সাম্যতার ফারাকের নিরিখে আরও নেমে গেল ভারত। এই ক্ষেত্রে চার ধাপ নিচে নেমে ভারত বর্তমানে ১১২ তম দেশে পরিণত হল।

Google Oneindia Bengali News

বিশ্বের ক্রমতালিকায় লিঙ্গ সাম্যতার ফারাকের নিরিখে আরও নেমে গেল ভারত। এই ক্ষেত্রে চার ধাপ নিচে নেমে ভারত বর্তমানে ১১২ তম দেশে পরিণত হল। পাশাপাশি মহিলাদের স্বাস্থ্য ও দেশের অর্থনীতিতে অংশগ্রহণের ক্ষেত্রেও পুরুষদের থেকে অনেকটা পিছিয়ে পরেছেন মহিলারা। এই দুটি ক্ষেত্রে ভারত নিচের সারিতে থাকা পাঁচটি দেশের মধ্যে রয়েছে।

লিঙ্গ সাম্যতায় আরও পিছল ভারত, নাম রয়েছে তালিকায় শেষে থাকা পাঁচ দেশের মধ্যে

এদিকে বিশ্বের সবথেকে লিঙঅগ নিরপেক্ষ দেশ হিসাবে তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছে আইসল্যান্ড। বার্ষিক এই সমীক্ষায় আগের বছর ভারত ১০৮ তম স্থানে ছিল। তবে এবার তারা সেখান থেকেও নিচে নেমে যায়। ভআরতের উপরে রয়েছে, চিন (১০৬), শ্রীলঙ্কা (১০২), নেপাল (১০১), ব্রাজিল (৯২), ইন্দোনেশিয়া (৮৫), বাংলাদেশ (৫০)। তালিকায় সব থেকে নিচে রয়েছে ইয়েমেন (১৫৩)। তার উপরে রয়েছে ইরাক (১৫২) ও পাকিস্তান (১৫১)।

জেনেভা ভিত্তিক অলাভজনক সংস্থা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের রিপোর্টের ভিত্তিতে তৈরি হয় এই তালিকা। এ বিষয়ে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম জানিয়েছে, দেশগুলোর জীবনমান কেমন, পরিবেশ কতটা টেকসই এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য কতটা সুরক্ষা নিশ্চিত করা হয়েছে- এসব বিষয় বিবেচনায় রেখে সূচক তৈরি করা হয়েছে৷

English summary
india in bottom five in WEF list
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X