For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তীব্র অক্সিজেন সঙ্কটে ভারত, করোনা যুদ্ধে পাশে দাঁড়াচ্ছে রাশিয়া-অস্ট্রেলিয়া সহ ১৫ দেশ

ভারতের অক্সিজেন সঙ্কটে পাশে দাঁড়াচ্ছে রাশিয়া-অস্ট্রেলিয়া সহ ১৫ দেশ

  • |
Google Oneindia Bengali News

দেশজুড়ে ক্রমেই বাড়ছে অক্সিজেনের ঘাটতি। এদিকে সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এদিকে ভারতের এই করোনা বিপর্যয়ে ইতিমধ্যেই পাশে দাঁড়িয়ে একাধিক দেশ। বাড়িয়েছে সাহায্যের হাতও। চলতি সপ্তাহের শেষ দিকেই রাশিয়া তার অক্সিজেনের চালান পাঠানোর তারিখ নির্দিষ্ট করে জানাতে চলেছে বলে খবর। অন্যদিকে রাশিয়া ছাড়াও ভারত আরও ১৫ টি দেশ থেকে অক্সিজেন পেচে চলেছে বলে খবর। আর তাতই নতুন করে আশার আলো দেখছেন স্বাস্থ্য কর্মীরা।

তীব্র অক্সিজেন সঙ্কটে ভারত, করোনা যুদ্ধে পাশে দাঁড়াচ্ছে রাশিয়া-অস্ট্রেলিয়া সহ ১৫ দেশ

আগামী কয়েকদিনের মধ্যেই অস্ট্রেলিয়া, চিন, জার্মানি, রাশিয়া, আরব, ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অক্সিজেন আসতে চলেছে বলে খবর। এদিকে সোমবার ভারতীয় বায়ুসেনা সি -১৭ বিমানে ন দুবাই থেকে ছয়টি ক্রাইওজেনিক অক্সিজেন কেন্টেনার নিয়ে আসে বলে জানা যায়। এছড়াও মঙ্গলবার আদানি গ্রুপের জন্য আরও ছয়টি কন্টেনার নিয়ে আসার কথা ছিল। অন্যদিকে জার্মানির একটি সংস্থা এই সপ্তাহের শেষদিকে আরও ২৪ টি কন্টেনার পাঠিয়ে দেবে বলে আশা করা হচ্ছে।

করোনার মোকাবিলায় প্রচুর সংখ্যায় বেসরকারি হাসপাতালের বেড অধিগ্রহণ মমতার সরকারের, সরকারি আদেশনামা জারি করোনার মোকাবিলায় প্রচুর সংখ্যায় বেসরকারি হাসপাতালের বেড অধিগ্রহণ মমতার সরকারের, সরকারি আদেশনামা জারি

এই সঙ্কটকালীন পরিস্থিতিতে পাশে দাঁড়িয়েছে অস্ট্রেলিার মতো দেশও। এমনকী ইতিমধ্যেই অক্সিজেন পাঠানোর প্রতিশ্রুতিও দিয়েছে অস্ট্রেলিয়া সরকার। একইসঙ্গে ভেন্টিলেটর, ওষুধ ও পিপিই কিট পাঠানো হবে বলেও শোনা যাচ্ছে।এই বিষয়ে মঙ্গলবারই সেদেশে এক উচ্চ পর্যায়ের বৈঠকও হয় বলে খবর। অন্যদিকে ইতিমধ্যেই হংকং থেকেও ৮০০ অক্সিজেন সিলিন্ডার এসে পৌঁছেছে বলে জানা গিয়েছে। এদিকে দিন যত গড়াচ্ছে ভারতে ততই বাড়ছে করোনা প্রকোপ। গত ২৪ ঘণ্টায় গোটা দেশে তিন লক্ষ ৬০ হাজারেরও বেশি মানুষ করোনার কবলে পড়েছেন বলে জানা যাচ্ছে। মোট মৃত্যুর সংখ্যা ছড়িয়ে গিয়ছে ২ লক্ষের গণ্ডি।

{quiz_575}

English summary
Fifteen countries, including Russia and Australia, are standing by India's oxygen crisis
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X