For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা টেস্ট নিয়ে দেশে উঠছে নানা অভিযোগ! বিশ্ব আঙিনায় এই তালিকায় কত নম্বরে রয়েছে ভারত?

Google Oneindia Bengali News

পর্যাপ্ত টেস্ট কিট না থাকায় দেশে করোনা পরীক্ষাও করা যাচ্ছে না ঠিক মতো। যার জেরে দেশে আসল আক্রান্তের সংখ্যার কোনও সঠিক তথ্য পাওয়া যাচ্ছে না। এর আগে আইসিএমআর-এর পরামর্শ অনুযায়ী, কোনও রোগীর উপসর্গ থাকলে তাকে আইসোলেশনে পাঠানো হচ্ছিল। পরবর্তীতে পরিস্থিতি গুরুতর হলে তবেই করোনা পরীক্ষা করা হচ্ছিল সেই রোগীকে।

৩১ মার্চ পর্যন্ত দেশে মাত্র ৪২ হাজার করোনা টেস্ট

৩১ মার্চ পর্যন্ত দেশে মাত্র ৪২ হাজার করোনা টেস্ট

তবে এই বার সেই গতিপথ থেকে সরে এসেছে আইএমসিআর। গত ৩১ মার্চ পর্যন্ত দেশে মাত্র ৪২,৭৮৮ জনের উপর করোনা পরীক্ষা করা সম্ভব হয়েছে। আমেরিকার তুলনায় সংখ্যাটা ১৩ ভাগের ১ ভাগ ছিল। যা প্রয়োজনের থেকে খুবই কম। এদিকে যেই হারে দেশে করোনা ছড়িয়ে পড়ছে তাতে করোনা টেস্ট যদি আরও বেশি করে করা না হয় তবে আসল আক্রান্তদের শনাক্ত করা সম্ভব হবে না। এর জেরে দেশে করোনা সংক্রমণ আরও ছড়িয়ে পড়বে।

কী বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ?

কী বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ?

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, করোনা সংক্রমণ ঠেকাতে দরকার ব্যাপক হারে করোনা টেস্ট। যেই পদ্ধতি এগিয়েই বিশ্বে করোনা সংক্রমণ চিহ্নিত করে তা দূর করার চেষ্টা চালাচ্ছে দেশগুলি। এক নজর দেখে নেওয়া যাক কোন দেশে কতজনেন করোনা পরীক্ষা হয়েছে। ও সেদেশে আক্রান্তের সংখ্যা কত।

আমেরিকায় মোট ২৮ লক্ষ করোনা টেস্ট

আমেরিকায় মোট ২৮ লক্ষ করোনা টেস্ট

আমেরিকায় মোট ২৮ লক্ষ ৩৩ হাজার ১১২ জনের করোনা পরীক্ষা হয়েছে যাতে পজিটিভ রেজাল্ট এসেছে ৫ লক্ষ ৬০ হাজার ৪৩৩ জনের শরীরে। বিশ্বে সব থেকে বেশি করোনা আক্রান্ত এখন আমেরিকাতেই। পাশাপাশি সব থেকে বেশি করোনা পরীক্ষাও চালানো হয়েছে এই দেশে।

জার্মানি, ইতালি ও রাশিয়াতে ১০ লক্ষের উপর করোনা পরীক্ষা

জার্মানি, ইতালি ও রাশিয়াতে ১০ লক্ষের উপর করোনা পরীক্ষা

এরপর পরীক্ষার নিরিখে সব থেকে এগিয়ে জার্মানি, ইতালি ও রাশিয়া। এই দেশগুলিয়ে যথাক্রমে ১৩ লক্ষ ১৭ হাজার, ১২ লক্ষ ও ১০ লক্ষ ১০ হাজার জনের শরীরে পরীক্ষা হয়েছে। সেখানে জার্মানিতে করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ২৭ হাজার। রাশিয়াতে সেই সংখ্যা মাত্র ১৫ হাজার। ইতালিতে ১ লক্ষ ৫৬ হাজার জন আক্রান্ত।

স্পেন, দক্ষিণ কোরিয়া, ফ্রান্স ও ইংল্যান্ডে করোনা পরীক্ষার হার কত?

স্পেন, দক্ষিণ কোরিয়া, ফ্রান্স ও ইংল্যান্ডে করোনা পরীক্ষার হার কত?

সংযুক্ত আমিরসাহি, স্পেন, দক্ষিণ কোরিয়া, কানাডা, তুরস্ক, অস্ট্রেলিয়া, ফ্রান্স ও গ্রেট ব্রিটেনেও করোনা পরীক্ষার হার অনেক উপরে। এই দেশগুলির সব কটিতে কমপক্ষে সাড়ে তিন লক্ষ রোগীর করোনা পরীক্ষা হয়েছে।

তালিকায় কত নম্বরে ভারত?

তালিকায় কত নম্বরে ভারত?

এদিকে ভারত এই তালিকায় অনেকটাই নিচে। মাত্র ১,৮৯, ১১১টি টেস্ট সম্পন্ন করে এই তালিকায় ভারত ১৫ নম্বরে। তবে এই দেশের ঘনবসতির জন্য এই সংখ্যা ভারতে আরও বেশি হওয়া উচিত ছিল। দেশে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছে অন্তত ৩০০ জন। এছাড়া আক্রান্তের সংখ্যা ৯১০০ ছাড়িয়ে গিয়েছে। যা পরিস্থিতি তাতে ভারতও স্টেজ-৩-তে চলে গিয়েছে বলে মনে করছে বিশেষজ্ঞরা।

করোনার জেরে সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্য মহারাষ্ট্

করোনার জেরে সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্য মহারাষ্ট্

দেশের মধ্যে করোনার জেরে সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্য মহারাষ্ট্র। ইতিমধ্যে সেই রাজ্যে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে হাজারের গণ্ডি। এর মধ্যে সবথেকে ক্ষতিগ্রস্ত মুম্বই। তারপরেই সব থেকে বেশি সংখ্যক আক্রান্ত হয়েছে সেরাজ্যে দ্বিতীয় বৃহত্তম শহর পুনে। এখনও পর্যন্ত মহারাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৫৭৪ জন। মারা গিয়েছেন ১১০ জন।

English summary
india in 15th position in list of most numbers of covid 19 tests conducted
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X