For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইইউ ও চিনের পর মার্কিন পণ্যে আমদানি কর বাড়িয়ে আমেরিকাকে পাল্টা দিল ভারতও

মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ডে বিরক্তি প্রকাশের জন্য মার্কিন খামার, ইস্পাত পণ্য ইত্যাদির উপর চড়া আমদানি শুল্ক আরোপ করল ভারত।

Google Oneindia Bengali News

ইইউ ও চিনের পথেই হাঁটল ভারত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রে আমদানি শুল্ক বৃদ্ধি করেছেন। এর ফলে সমস্যায় পড়েছে বিশ্বের প্রায় প্রতিটি দেশ। ইইউ সদস্য দেশগুলি ও চিন এর বদলায় মার্কিন পন্যের উপর চড়া হারে শুল্ক আরোপ করে। এবার ভারতও সেই রাস্তায় গেল।

আমেরিকাকে পাল্টা দিল ভারত

মার্কিন খামার-জাত পণ্য থেকে শুরু করে, ইস্পাত, লোহা ইত্যাদি বিবিধ পণ্যে আমদানি শুল্ক বাড়াল ভারত। বানিজ্য মন্ত্রক থেকে এক বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, বিভিন্ন ধরণের আপেল, আমন্ড, ছোলা, ডাল, আখরোটের মতো পণ্যে সর্বাধিক শুল্ক বৃদ্ধি হচ্ছে। এসব পণ্যের বেশিরভাগ অংশই ভারতে আসে আমেরিকা থেকে।

সেইসঙ্গে শুল্ক বাড়ানো হয়েছে লোহা ও ইস্পাত-জাত পণ্যেরও রপ্তানীতেও। গত মাসে এই সব পণ্যে মার্কিন শূল্কবৃদ্ধির বিরুদ্ধে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে প্রতিবাদ জানিয়েছিল ভারত। তাতে কাজ না হওয়াতেই ভারতে আমদানি শুল্ক বাড়ানো হল। ইস্পাত মন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন আমেরিকার শুল্ক বৃদ্ধিতে অসন্তোষ প্রকাশ করতেই এই কাজ করা হয়েছে।

এই বানিজ্য যুদ্ধে ক্রমেই কোনঠাসা হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তবে ভারতের সঙ্গে এমনিতে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভাল। আগামী মাসে ভারতে আসছেন নিকি হ্যালি। এছাড়া আগামী কয়েক মাসে আরও বেশ কয়েকটি উচ্চ স্তরের বৈঠক হবে দুদেশের মধ্যে। তার আগে ভারতের এই অসন্তোষ প্রকাশ যথেষ্ট গুরুত্বপূর্ণ।

English summary
India impose higher import duties on US farm, steel Products to show displeasure at the US action.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X