For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাকিস্তানকে টপকে সবচেয়ে বেশি জাতীয় পতাকা উত্তোলনে রেকর্ড গড়ল ভারত

পাকিস্তানকে টপকে সবচেয়ে বেশি জাতীয় পতাকা উত্তোলনে রেকর্ড গড়ল ভারত

  • |
Google Oneindia Bengali News

ভারতে বিভিন্ন ধরণের রেকর্ডের মুকুটে আরও একটি পালক যোগ হল৷ ২৩ এপ্রিল একযোগে সবচেয়ে বেশি জাতীয় পতাকা উত্তোলনের জন্য ভারত গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলল৷ শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে বিহারের ভোজপুরে অনুষ্ঠিত 'বীর কুনওয়ার সিং বিজয়োৎসব'-এর অনুষ্ঠানে এই ইতিহাস তৈরি হয়েছে৷ এখানে একসঙ্গে ৭৮২২০ জাতীয় পতাকা নাড়ানো হয়েছিল বলে তথ্য সংস্কৃতি মন্ত্রক জানিয়েছে৷ গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের শংসাপত্রে লেখা হয়েছে, ২৩ এপ্রিল,২০২২, ভারতের জগদীশপুর, ভোজপুর, বিহারে 'আজাদি কা অমৃত মহোৎসব' উদযাপনের জন্য ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক এবং সংস্কৃতিমন্ত্রকের উদ্যোগে একটি অনুষ্ঠানে সবচেয়ে বেশি মানুষ একসঙ্গে জাতীয় পতাকা নেড়েছে।'

পাকিস্তানকে টপকে সবচেয়ে বেশি জাতীয় পতাকা উত্তোলনে রেকর্ড গড়ল ভারত

জগদীশপুরের তৎকালীন শাসক এবং ১৮৫৭ সালের বিদ্রোহের অন্যতম নায়ক বীর কুনওয়ার সিং-এর ১৬৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে 'আজাদি কা অমৃত মহোৎসব'-এর অংশ হিসাবে বিহার বিজেপি এই অনুষ্ঠানের আয়োজন করেছিল। ঐতিহাসিক ঘটনাটি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের প্রতিনিধিরা প্রত্যক্ষ করছিলেন, জানা গিয়েছে এই অনুষ্ঠানে উপস্থিতদের শারীরিক শনাক্তকরণের জন্য ব্যান্ড পরতে বলা হয়েছিল। এবিষয়ে কেন্দ্রীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই সংবাদমাধ্যমকে বলেছেন, 'মহান স্বাধীনতা সংগ্রামী বাবু বীর কুনওয়ার সিং-এর জন্মবার্ষিকী উপলক্ষে জগদীশপুরে পুরো পাঁচ মিনিটের জন্য ভারতীয় জাতীয় পতাকা নাড়ানো হয়। আজাদি কা অমৃত মহোৎসব অনুষ্ঠানে এই বিষয়টির উদ্যোগ নেওয়া হয়েছিল।'

উত্তরাখণ্ডের বনে আগুন , পুড়ে চাই ২০০ হেক্টরের বেশি বনভূমিউত্তরাখণ্ডের বনে আগুন , পুড়ে চাই ২০০ হেক্টরের বেশি বনভূমি

২৩ এপ্রিল জগদীশপুরে অনুষ্ঠিত 'বিজয়োৎসব অনুষ্ঠানে' আসা প্রায় প্রত্যেকেই জাতীয় পতাকা হাতে নিয়ে সেটি নাড়ান। এই উদ্যোগকে প্রশংসনীয় বলে অভিহিত করে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রাই বলেন, 'প্রোগ্রামে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে ৭৮২২০ জন লোক জাতীয় পতাকা নেড়েছিলেন।

এটি জাতীয় পতাকা নাড়ানোর জন্য একটি নতুন বিশ্ব রেকর্ড। বিহারের মানুষের স্বেচ্ছায় এক জায়গাতে সম্মিলিত হয়ে এত বিপুল সংখ্যক পতাকা নাড়ানোর কাজ প্রশংসনীয়। এই পরিসংখ্যানটি এমন একটি সংস্থা নিশ্চিত করেছে যারা এই ধরনের বিশ্ব রেকর্ড দেখাশোনা করে। প্রসঙ্গত এর আগে, পাকিস্তান প্রায় ১৮ বছর আগে লাহোরে একটি ইভেন্টে তাদের দেশের ৫৬০০০ জাতীয় পতাকা নেড়ে বিশ্ব রেকর্ড তৈরি করেছিল।

English summary
India holds the record for most national flag hoisting over Pakistan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X