For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'কাশ্মীর ইজ পাকিস্তান'- পোস্টারে ছয়লাপ কর্তারপুরের গুরুদ্বার, পাক চক্রান্ত অভিযোগ

শিখ তীর্থযাত্রীদের জন্য কর্তারপুরে করিডর তৈরি হয়েছিল। সেই কর্তাপুর করিডর উদ্বোধনের অদ্যাবধি পরেই বিতর্ক তৈরি হল। কর্তারপুরে পোস্টার পড়ল ‘কাশ্মীরই পাকিস্তান’।

  • |
Google Oneindia Bengali News

শিখ তীর্থযাত্রীদের জন্য কর্তারপুরে করিডর তৈরি হয়েছিল। সেই কর্তাপুর করিডর উদ্বোধনের অদ্যাবধি পরেই বিতর্ক তৈরি হল। কর্তারপুরে পোস্টার পড়ল 'কাশ্মীরই পাকিস্তান'। কর্তারপুরের দরবার সাহেব গুরুদ্বারের সামনেই এই পোস্টারকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। পাকিস্তান কর্তারপুরেও জঙ্গিবাদ ব্যবহার করতে বলে আশঙ্কা করা হচ্ছিল, সেটাই সত্যি হল পোস্টার-বিতর্কে।

কাশ্মীর ইজ পাকিস্তান- পোস্টারে ছয়লাপ কর্তারপুরের গুরুদ্বার

গোয়েন্দা সংস্থাগুলি উদ্বেগ প্রকাশ করেছিল, এই করিডরকে কেন্দ্রে করেও পাকিস্তান বিচ্ছিন্নতাবাদ কায়েম করতে পারে। পাকিস্তানিরা জম্মু ও কাশ্মীর এবং পঞ্জাবের মতো কর্তারপুরেও জঙ্গিবাদ কায়েম করতে পারে। পাকিস্তান সীমান্তবর্তী জেলায় এবং ওয়াঘা সীমান্তেও পোস্টারে লেখা হয়েছিল- "গর্বিত জাতি... পাকিস্তান সশস্ত্র বাহিনী", "কাশ্মীরই পাকিস্তান", ইত্যাদি।

গুরু নানক তাঁর শেষ জীবন কাটিয়ে গিয়েছিলেন এই কর্তারপুরে। সেই পবিত্রস্থানেই বিচ্ছিন্নতাবাদ কায়েম করতে চাইছে পাকিস্তান। অভিযোগ, পাকিস্তানের পক্ষ থেকে এই চক্রান্ত করা হচ্ছে। শিখ যাত্রীদের লাল কার্পেট অভ্যর্থনা জানিয়ে ভারতীয়দের মন বিষিয়ে দেওয়ার চেষ্টা করছে পাকিস্তান। তা নিয়ে ভারত এখনই কূটনৈতিক স্তরে অভিযোগ না করলে পরিস্থিতির দিকে নজর রাখছে।

এই লাল কার্পেট অভ্যর্থনার পর পাকিস্তানের আধিকারিকদের প্রতি শ্রদ্ধাশীল তীর্থযাত্রীরা। জিরো লাইন থেকে তাঁদের সাদর অভ্যর্থা দিয়ে নিয়ে যাওয়া হয়েছে গুরুদ্বারে। তাতে অভিভূত তীর্থযাত্রীরা। উদ্বোধন হওয়ায় পর ৯ দিনে ২ হাজার ৬৬৬ জন তীর্থযাত্রী কর্তারপুরে গিয়েছেন।

English summary
India have been confirmed as posters claiming 'Kashmir is Pakistan' by Pakistan. This poster appears at the Darbar Sahib Gurudwara site in Kartarpur.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X