For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতে দশ লক্ষ জনসংখ‌্যায় মৃত্যু ‌ও আক্রান্তের হার কম, হু–এর রিপোর্ট পেশ করে দাবি কেন্দ্রের

ভারতে দশ লক্ষ জনসংখ‌্যায় মৃত্যু ‌ও আক্রান্তের হার কম, হু–এর রিপোর্ট পেশ করে দাবি কেন্দ্রের

Google Oneindia Bengali News

বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্টের ওপর ভিত্তি করে কেন্দ্র সরকার মঙ্গলবার দাবি করে জানিয়েছে যে ভারতে যে প্রতি মিলিয়ন জনসংখ্যায় সবচেয়ে কম করোনা ভাইরাসে মৃত্যু এবং আক্রান্ত রয়েছে। এর সঙ্গে যোগ করে এও জানানো হয়েছে যে দেশে সুস্থ হয়ে ওঠার হারও ৬১.‌১৩ শতাংশ।

হু–এর রিপোর্টে ভারতে মৃত্যুর হার কম

হু–এর রিপোর্টে ভারতে মৃত্যুর হার কম

ভারতে রেকর্ড ২২,২৫২টি কেস ও ৪৬৭টি মৃত্যু হয়েছে শেষ ২৪ ঘণ্টায়। এই নিয়ে করোনায় মোট সংক্রমণের সংখ্যা দাঁড়াল ৭,১৯,৬৬৫ ও মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ২০,১৬০। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে, ‘‌৬ জুলাই হু-এর রিপোর্টে দেখা গিয়েছে যে ভারতে জনসংখ্যা প্রতি মৃত্যুর হার অনেক কম। ভারতে দশ লক্ষ জনসংখ্যায় ৫০৫.‌৩৭জন আক্রান্ত, যেখানে বিশ্বব্যাপী গড় ১,৪৫৩.‌২৫।'‌

বেশ কিছু দেশে আক্রান্তের সংখ্যাও বেশি

বেশ কিছু দেশে আক্রান্তের সংখ্যাও বেশি

জনসংখ্যা প্রতি চিলিতে ১৫,৪৫৯.‌৮টি কেস রয়েছে, সেখানে পেরু, আমেরিকা, ব্রাজিল ও স্পেনে প্রতি মিলিয়ন জনসংখ্যায় ৯,০৭০.‌৮, ৮,৫৬০.‌৫, ৭,৪১৯.‌১ ও ৫,৩৫৮.‌৭টি কেস রয়েছে। এই প্রতিবেদনের ইঙ্গিত দিয়ে সরকার বলেছে যে প্রতি মিলিয়ন জনসংখ্যায় ভারতের সবচেয়ে কম মৃত্যুর ঘটনা ঘটেছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘‌প্রতি মিলিয়ন ভারতে মৃত্যুর ঘটনা ১৪.২৭ এবং বিশ্বব্যাপী গড় ৬৮.২৯।'‌

অন্যান্য দেশে ভারতের তুলনায় মৃত্যুর হার বেশি

অন্যান্য দেশে ভারতের তুলনায় মৃত্যুর হার বেশি

ব্রিটেনে প্রতি মিলিয়ন জনসংখ্যায় করোনা মৃত্যুর সংখ্যা ৬৫১.‌৪, যেখানে স্পেন, ইতালি, ফ্রান্স ও আমেরিকায় প্রতি মিলিয়ন জনসংখ্যায় ৬০৭.‌১, ৫৭৬.‌৬, ৪৫৬.‌৭ ও ৩৯১টি মৃত্যু হয়েছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে করোনা কেস পরিচালনার জন্য হাসপাতালের পরিকাঠামোয় বদল আনা হয়েছে এবং অক্সিজেন সহায়তা, আইসিইউ ও ভেন্টিলেটরের সুবিধা নিয়ে আসা হয়েছে।

 কোভিড উৎসর্গীকৃত হাসপাতাল–স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা

কোভিড উৎসর্গীকৃত হাসপাতাল–স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা

৭ জুলাই পর্যন্ত দেশে ১২০১টি কোভিড হাসপাতাল, ২,৬১১টি কোভিড স্বাস্থ্য কেন্দ্র ও ৯,৯০৯টি কোভিড কেয়ার সেন্টার রয়েছে, যেখানে গুরুতর থেকে হাল্কা উপসর্গযুক্ত রোগীদের চিকিৎসা করানো হয়। সরকার দাবি করেছে যে এ ধরনের ব্যবস্থার ফলেই দেশে সুস্থতার হার যেমন বাড়ছে তেমনি মৃত্যুর হারও কমছে। গত ২৪ ঘণ্টায় ১৫, ৫১৫ কোভিড-১৯ রোগী হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে, করোনায় সুস্থ হওয়া মোট রোগীর সংখ্যা ৪,৩৯,৯৪৭ জন।

রাজ্যে কন্টেইনমেন্ট জোনের লকডাউনে কী কী বন্ধ এবং খোলা থাকছে জেনে নিন সরকারি নির্দেশিকারাজ্যে কন্টেইনমেন্ট জোনের লকডাউনে কী কী বন্ধ এবং খোলা থাকছে জেনে নিন সরকারি নির্দেশিকা

English summary
based on WHO report health ministry claims corona cases and death rate per million population in India is low
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X