For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইমরান ছুঁড়েছিলেন ঢিল, খেলেন পাটকেল, পাকিস্তানকে 'সন্ত্রাসের আঁতুরঘর' বলল ভারত

ক্রিকেট মাঠের 'কাপ্তানি' আর দেশের পরিচালনার 'কাপ্তানি' যে এক জিনিস নয় তা বোধয় মঙ্গলবার টের পেলেন ইমরান খান।

  • By Oneindia Staff
  • |
Google Oneindia Bengali News

ক্রিকেট মাঠের 'কাপ্তানি' আর দেশের পরিচালনার 'কাপ্তানি' যে এক জিনিস নয় তা বোধয় মঙ্গলবার টের পেলেন ইমরান খান। পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলায় ৪০ জন সিআরপিএফ জওয়ানের মৃত্যুর সঙ্গে পাক সংযোগের কথা সম্পূর্ণভাবে অস্বীকার করেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। উল্টে বলেছিলেন এই নিয়ে সঠিক তথ্য়-প্রমাণ পেলে ইসলামাবাদ তদন্ত করবে। কিন্তু, ইমরান খানের এই দাবি-কে ফুৎকারে উড়িয়ে দিয়েছে ভারতীয় বিদেশ মন্ত্রক। সাফ জানিয়ে দেওয়া হয়েছে নতুন করে পাকিস্তান সরকারের কাছে তথ্য-প্রমাণ পেশ করার কোনও দরকার নেই।

ইমরান ছুঁড়েছিলেন ঢিল, খেলেন পাটকেল, পাকিস্তানকে সন্ত্রাসের আঁতুরঘর বলল ভারত

ভারতের মাটিতে হওয়া সন্ত্রাসে বারবার সীমান্তের ওপার থেকে মদতের অভিযোগ সামনে এসেছে। পাকিস্তানের মাটি থেকে ভারতের বুকে যে একের পর সন্ত্রাসবাদী হামলায় মদত দেওয়া হয়েছে তার তথ্য-প্রমাণ বহু বছর ধরেই ইসলামাবাদের হাতে তুলে দিয়েছে দিল্লি। কিন্তু, লাভের লাভ কিছু হয় নি। মাসুদ আজাহার, হাফিজ সঈদদের মতো জঙ্গি নেতারা অবাধে পাকিস্তানের মাটিতে ঘুরে বেড়াচ্ছে শুরু নয়, প্রকাশ্যে ভারতের বিরুদ্ধে সন্ত্রাস হামলার কথা ঘোষণা করেছে। সমস্ত জেনেও নিশ্চুপ থাকার অভিযোহ উঠেছে পাকিস্তান সরকারের বিরুদ্ধে। তাই এবার আর পাকিস্তানের লোক দেখানো 'ভদ্রতায়' সময় নষ্ট করতে রাজি নয় ভারত। এই অবস্থানটাই এদিন স্পষ্ট হয়ে উঠেছে বিদেশ মন্ত্রকের জারি করা বিবৃতিতে।

ইমরান খান মঙ্গলবার দুপুরে পুলওয়ামা জঙ্গি হামলার প্রেক্ষিতে তৈরি হওয়া উত্তেজক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে বলেছিলেন, ভারতের কাছে যদি কোনও 'অ্যাকশানেবল ইনটেলিজেন্স ইনপুট' থেকে থাকে তাহলে তা তাদের কাছে জমা করুক। বিদেশ মন্ত্রক এমন কোনও তথ্য পাকিস্তানকে সরবরাহ করার সম্ভাবনাই উড়িয়ে দিয়েছে এবং সেই সঙ্গে পাকিস্তানকে 'সন্ত্রাসের আঁতুরঘর' বলে মন্তব্য করেছে।

জারি করা বিবৃতিতে বিদেশ মন্ত্রক জানিয়েছে, 'পুলওয়ামা আমাদের জওয়ানদের উপরে হওয়া হামলাকে পাকিস্তানের প্রধানমন্ত্রী যে জঙ্গি হামলা বলে মেনে নেননি তাতে আমরা অবাক নই। তিনি এই নৃশংস হত্যাকাণ্ডের নিন্দা তো করেননি, এমনকী তিনি শহিদ জওয়ানদের পরিবারকে সমবেদনা জানানোটাও প্রয়োজন বোধ করেননি।'

ইমরান খান তাঁর বক্তব্য়ে দাবি করেছিলেন, সন্ত্রাসের সবচেয়ে বড় শিকার পাকিস্তান। এই দাবিকেও নসাৎ করেছে বিদেশ মন্ত্রক। বিবৃতিতে সাফ জানানো হয়েছে, 'এটা সত্যের অপলাপ। আন্তর্জাতিক দুনিয়া ভালো করেই জানে সন্ত্রাসের আঁতুরঘর হল পাকিস্তান।'

আন্তর্জাতিক দুনিয়াকে ভুল বোঝানোটা পাকিস্তান বন্ধ করুক বলেও দাবি করা হয়েছে এই বিবৃতিতে। পাকিস্তানের মাটিতে যে সব জঙ্গিরা ঘুরে বেড়াচ্ছে এবং সন্ত্রাসবাদীরে ক্যাম্প চলছে তার বিরুদ্ধে সদর্থক ও দৃশ্যত হয় এমন ব্যবস্থা নেওয়ার দাবিও জানানো হয়েছে।

পুলওয়ামা জঙ্গি হামলায় জইশ-ই-মহম্মদ দায় স্বীকার করেছে। এরপরও ইমরান কীভাবে এই জঙ্গি হামলায় কোনও পাক যোগ খুঁজে পাচ্ছে ন না তা নিয়েও কটাক্ষ করা হয়েছে বিদেশ মন্ত্রকের বিবৃতিতে। বিদেশ মন্ত্রকের অভিযোগ, বারবার জঙ্গিদের সঙ্গে যোগ না থাকার দাবি করাটা পাকিস্তানের অভ্যাসে পরিণত হয়েছে। অথচ বারবার প্রমাণ হয় যে পাকিস্তানের মাটি থেকেই ভারতের বুকে সন্ত্রাসে মদত দেওয়া হচ্ছে। এগুলি অত্যন্ত দুর্বল যুক্তি ছাড়া আর কিছুই নয়।

[আরও পড়ুন: 'মাসুদ আজহার পাকিস্তানে আছে, যান গ্রেফতার করুন, না পারলে আমরা করব', ইমরানকে পাল্টা তোপ অমরিন্দরের ][আরও পড়ুন: 'মাসুদ আজহার পাকিস্তানে আছে, যান গ্রেফতার করুন, না পারলে আমরা করব', ইমরানকে পাল্টা তোপ অমরিন্দরের ]

ইমরান খান এদিন 'নয়া পাকিস্তান'-এর গল্প শুনিয়েছে। বিদেশ মন্ত্রক সেই বক্তব্যকেও আক্রমণ করতে ছাড়েনি। তাদের অভিযোগ, এমনই এক নয়া-পাকিস্তান তৈরি হয়েছে যে সেখানে মাসুদ আজাহার, হাফিজ সঈদদের মতো জঙ্গিরা কোনও শাস্তি পায় না। অথচ হাফিজ সঈদকে এক ভয়ঙ্কর জঙ্গি বলেই চিহ্নিত করেছে রাষ্ট্রসংঘ।

[আরও পড়ুন: জইশ জঙ্গিরা হামলার দায় শিকারের পরও প্রমাণ চাইছেন পাক প্রধানমন্ত্রী! পুলওয়ামা নিয়ে একই সুরে ইমরান][আরও পড়ুন: জইশ জঙ্গিরা হামলার দায় শিকারের পরও প্রমাণ চাইছেন পাক প্রধানমন্ত্রী! পুলওয়ামা নিয়ে একই সুরে ইমরান]

পাকিস্তানের প্রধানমন্ত্রী অভিযোগ করেছিলেন নির্বাচনের জন্যই উদ্দেশ্যপ্রণোদিতভাবে পাকিস্তান বিদ্বেষ ছড়ানো হচ্ছে। বিদেশ মন্ত্রকের দাবি, এই ধরনের কথা প্রবলভাবে নিন্দনীয়। বিদেশ মন্ত্রক তাদের জারি করা বিবৃতিতে জানিয়েছে, ভারতের গণতন্ত্র বিশ্বের কাছে একটা মডেল যা পাকিস্তান কোনও দিনই বুঝতে পারবে না।

[আরও পড়ুন:'ভারত হামলা করলে পাকিস্তানও পাল্টা জবাব দেবে', যুদ্ধের হুঁশিয়ারির সুর ইমরানের কণ্ঠে][আরও পড়ুন:'ভারত হামলা করলে পাকিস্তানও পাল্টা জবাব দেবে', যুদ্ধের হুঁশিয়ারির সুর ইমরানের কণ্ঠে]

English summary
India clearly rejects the demand of Imran Khan on Pulwama Terror Attack. MEA has issued a statement on Imran Khan's statement.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X