For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতে এখনও করোনা মহামারী শিখরে পৌঁছয়নি, পরিসংখ্যান দিয়ে জানালেন যুগ্মসচিব

ভারতে এখনও করোনা মহামারী শিখরে পৌঁছয়নি, পরিসংখ্যান দিয়ে জানালেন যুগ্মসচিব

Google Oneindia Bengali News

ভারতে এখনও করোনা ভাইরাস মহামারী শিখরে পৌঁছয়নি। আমরা এখনও করোনার সংক্রমণ এড়ানোর চেষ্টা করে চলেছি। স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম সচিব লাভ আগরওয়াল এই বিবৃতিতে আশ্বস্ত করেছেন দেশকে। তিনি করোনা ভাইরাসের বিরুদ্ধে ভারতের লড়াইকে সাধুবাদ দিয়েছেন। জানিয়েছেন এখনও আমাদের লড়াই চালিয়ে যেতে হবে।

কোভিড-১৯ কিট আসছে চিন থেকে

কোভিড-১৯ কিট আসছে চিন থেকে

তিনি জানান, সেরোলজিক্যাল টেস্ট কিটগুলি এখনও পর্যন্ত ভারতে পৌঁছয়নি। আইসিএমআরের পক্ষ থেকে জানানো হয়েছে চিন থেকে কোভিড-১৯ কিটের প্রথম চালান ১৫ এপ্রিল ভারতে পৌঁছে যাবে। করোনার চিকিৎসার জন্য ওষুধের বিষয়ে আইসিএমআর প্রধান বিজ্ঞানী জানান গবেষণা চলছে, এটা তো কোনও ক্লিনিক্যাল ট্রায়াল নয়।

আশ্বস্ত করলেন আইসিএমআর প্রধান

আশ্বস্ত করলেন আইসিএমআর প্রধান

তাঁর কথায়, রবিবার পর্যন্ত আমরা ২,০৬,২১২ কোভিড-১৯ পরীক্ষা করেছি। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ বা আইসিএমআরের প্রধান বিজ্ঞানী রমন আর গঙ্গাভেদকার বলেছেন যে, আজ আমরা যে গতিতে পরীক্ষা নিরীক্ষণ করছি, আমাদের যথেষ্ট স্টক রয়েছে যার সাহায্যে আমরা আগামী ছয় সপ্তাহ পরীক্ষা করতে পারি, চিন্তার কোনও কারণ নেই।

ভারতে করোনার পরিসংখ্যান

ভারতে করোনার পরিসংখ্যান

তিনি জানান, গত ২৪ ঘন্টায় ৮৫৭ জন নতুন আক্রান্ত পাওয়া গিয়েছে। সোমবার মোট করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৯১৫২-তে। স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম-সচিব লাভ আগরওয়াল বলেছেন, ৩৫ জনের মৃত্যু হয়েছে এদিন। এর ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০৮-এ।

লকডাউনের সহায়তায় নিয়ন্ত্রণে

লকডাউনের সহায়তায় নিয়ন্ত্রণে

সোমবার প্রেস ব্রিফিংয়ে এমএইচএর যুগ্মসচিব পুণ্য সলিলা শ্রীবাস্তব আরও জানান, রাজ্যগুলিতে লকডাউন ব্যবস্থা কার্যকর করার জন্য ধারাবাহিকভাবে কাজ চলছে। জাতীয় পরিষেবা প্রকল্পের অবসরপ্রাপ্ত কর্মী এবং এনসিসি ক্যাডেটের কর্মকর্তারাও সহায়তা করছেন এই কাজে। লকডাউন ব্যবস্থা কার্যকর করার জন্য পুলিশও তৎপর।

English summary
India has not reached the peak of the coronavirus pandemic yet. Lav Agarwal, joint secretary of health says we are trying to avoid it
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X