চিনের চোখ চোখ রেখে সামুদ্রিক নজরদারিতে জোর! দুটি অত্যাধুনিক মার্কিন ড্রোন লিজ নিল ভারত
একদিকে যখন সীমান্তে ক্রমেই বেড়েছে চিনা আগ্রাসন, তথন অন্যদিকে গত কয়েক মাসে সামরিক সম্পর্কের মধ্য দিয়ে অনেকটাই মজবুত হয়ে ইন্দো-মার্কিন সম্পর্ক। এবার তাতেই জুড়তে চলেছে নতুন পালক। সূত্রের খবর, ভারত মহাসাগরে নজরদারিতে জোর দিতে দুটি বিশেষ ক্ষমতাশালী ড্রোন লিজ নিল ভারত।

চিনা আগ্রাসন ঠেকাতেই আমেরিকার সঙ্গে এক বছরের চুক্তিতে ভারত
সূত্রের খবর, এমকিউ-নাইনবি সি গার্জেন নামে দুটি ড্রোনকে এক বছরের জন্য লিজ নিয়েছে ভারতীয় নৌসেনা। আগামীতে ভারত মহাসাগরে চিনের গতিবিধির উপর নজর রাখতে বিশেষ কাজে আসবে এই অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি ড্রোনগুলি। এমনটাই ধারণা ওয়াকিবহাল মহলের। যদিও এর জন্য ভারতের সঙ্গে আমেরিকার কত টাকার চুক্তি হয়েছে সেই বিশেষ কোনও তথ্য সংবাদমাধ্যমের কাছে এসে পৌঁছায়নি।

তামিলনাড়ুর রাজালিতে নাভাল এয়ার স্টেশনেই ঠাঁই হয়েছে সদ্য আগত ড্রোনগুলির
ড্রোনগুলিকে বর্তমানে তামিলনাড়ুর রাজালিতে নাভাল এয়ার স্টেশনে রাখা হয়েছে বলে জানা যাচ্ছে। গত ২১ নভেম্বর এগুলিকে নৌসেনার রাজালি ঘাঁটিতে নিয়ে আসা হয়। ড্রোনের সঙ্গে আমেরিকান ক্রু-রাও ভারতে এসেছেন বলে জানা যাচ্ছে। ভারতীয় সেনাকে নতুন ড্রোন চালনায় প্রশিক্ষণ দিতেই তাদের ভারতে আগমণ বলে জানা যাচ্ছে।

প্রযুক্তিগত ইস্যু ও রক্ষণাবেক্ষণের কাজে ভারতকে সাহায্য করছে আমেরিকা
যদিও আমেরিকান ক্রু-রা শুধুমাত্র প্রযুক্তিগত ইস্যু ও রক্ষণাবেক্ষণের কাজেই ভারতীয় নৌসেনাকে সাহায্য করবে বলে জানা গেছে। বাকী যাবতীয় নিয়ন্ত্রণ থাকবে ভারতের হাতেই। আমেরিকান সংস্থা জেনারেল অ্যাটমিকসের তৈরি এই ড্রোন তাদের হাতেই অতীতে তৈরি প্রিডেটর বি ড্রোনের উত্তরসূরী বলে জানাচ্ছেন সমর বিশেষজ্ঞরা।

একটানা ৩০ ঘন্টা ধরে উড়তে পারে এই অত্যাধুনিক ড্রোন
সেনা সূত্রে খবর, ইতিমধ্যেই ভারতীয় মহাসাগরে চিনের গতিবধির ওপর নজরদারির কাজও শুরু করেছে সদ্য আগত এই মার্কিন ড্রোনগুলি। ৪০ হাজার ফুট উচ্চতায় উঠেও কাজ চালিয়ে যেতে পারে এই অত্যাধুনিক ড্রোনগুলি। পাশাপাশি উড়তে পারে লাগাতার ৩০ ঘণ্টা ধরে। এমনকী ৫০০০ নট্যিকাল মাইল পাড়ি দেওয়ার ক্ষমতা রাখে এই মার্কিন এমকিউ-নাইনবি সি গার্জেন।

প্রতীকী ছবি
ব্যারিকেড ভেঙে, কাঁদানে গ্যাস উপেক্ষা করেই 'দিল্লি জয়' কৃষকদের