For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্বের সর্বাধিক দূষিত ২০টি শহরের মধ্যে ১৪টি শহরই রয়েছে ভারতে

বিশ্বের সর্বাধিক দূষিত ২০টি শহরের মধ্যে ১৪টি শহরই ভারতের

  • |
Google Oneindia Bengali News

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ধূলো-ধোঁয়াশার আড়ালে দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে যান মঙ্গলবার। সেদিনই পরিবেশ সংক্রান্ত একটি রিপোর্টে চক্ষু চড়কগাছ সকলের।

সর্বাধিক ২০টি দূষিত শহরের ১৪টি ভারতে

সর্বাধিক ২০টি দূষিত শহরের ১৪টি ভারতে

ওই বিশেষ রিপোর্টে দেখা যাচ্ছে বিশ্বের ২০ টি সবচেয়ে দূষিত শহরগুলির মধ্যে ১৪ টি শহরই ভারতে। একই সাথে বিশ্বের সর্বাধিক দূষিত রাজধানী শহরের মধ্যে শীর্ষে দিল্লি। এদিকে প্রতিবছরই বায়ুদূষণের কারণে ক্রমেই আরও খারাপ অবস্থা হচ্ছে ভারতের রাজধানী শহরের।

সাত বছর ক্রমাণ্বয়ে বায়ু মানের উন্নতি বেজিংয়ের

সাত বছর ক্রমাণ্বয়ে বায়ু মানের উন্নতি বেজিংয়ের

অন্যদিকে, প্রতিবেশী দেশ চিনের রাজধানী শহর বেজিং পর পর সপ্তম বছর বায়ুর গুণগত মান উন্নত করতে সক্ষম হয়েছে বলে জানা যাচ্ছে। একইসাথে সর্বাধিক বায়ুদূষণের নিরিখে বিশ্বের প্রধাম শীর্ষ ২০০টি শহরের তালিকা থেকেও নিজের নাম সরাতে সক্ষম হয়েছে।

পিএম ২.৫ এর প্রভাবে মৃত্যু প্রায় ৩০ লক্ষ মানুষের

পিএম ২.৫ এর প্রভাবে মৃত্যু প্রায় ৩০ লক্ষ মানুষের

রক্ত চলাচল রোধ সহ হার্ট অ্যাটাক ও ব্রেন ডেথের ক্ষেত্রেও অগ্রণী ভূমিকা রাখে মানুষের চুলের মাত্র ৩ শতাংশ ব্যাসার্ধের সমপরিমাণ এই মারাত্মক দূষিত বালুকণা। গত ২০ দিনে দিল্লির বাতাসে পিএম ২.৫ এর গড় উপস্থিতি ছিল ২৫৪-র আশেপাশে। ২০১৮ সালের তুলনায় যা প্রায় ৩০ পয়েন্ট বেশি। ২০১৭ সালে সাড়া বিশ্বে প্রায় ৩০ লক্ষ মানুষের মৃত্যু সুনিশ্চিত করে এই কুখ্যাত বালুকণা। যার অর্ধেকেরও বেশি মানুষের মৃত্যু হয় চীন এবং ভারতে।

২০১৯ সালে শীর্ষে ছিল বেজিং

২০১৯ সালে শীর্ষে ছিল বেজিং

আইকিউয়ার এয়ারভিউজুয়ালের ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি রিপোর্টে দেখা গেছে ২০১৯ সালে সর্বাধিক দূষিত শহরের তালিকায় শীর্ষে ছিল গাজিয়াবাদ। এই শহরেরর বার্ষিক গড় পিএম ২.৫-র ঘনত্ব ছিল ১১০.৩। যেখামে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে পিএম ২.৫ এর আদর্শ বার্ষিক গড় পরিমাপ হল ১০ মাইক্রোগ্রাম প্রতি ঘনমিটার।

English summary
india has 14 most polluted cities in the world among 20 cities
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X