ট্যুরিস্ট ভিসায় না, তবে ভারত সফরে ছাড় বিদেশি এবং OCI কার্ড হোল্ডারদের
করোনা সংক্রমণের কারণে ভারতে বিদেশি এবং অনাবাসী ভারতীয়দের আসার ভিসা দেওয়া বন্ধ হয়ে গিয়েছিল। সেই নিয়ম কিছুটা শীথিল করা হয়েছে। অর্থনৈতিক কারণেই এই নিয়ম শীথিল করা হয়েছে বলে খবর। তবে পর্যটন ভিসা দেওয়া হবে না বলে জানানো হয়েছে। এছাড়া যেকোনও কারণে তাঁরা ভিসা পেতে পারেন।

করোনা সংক্রমণের কারণে এতো বিদেশিদের ভারত সফরের ভিসা দেওয়া হচ্ছিল না। অনাবাসী ভারতীয়রাও ভারতে আসতে পারছিলেন না। করোনা লকডাউনের সময় থেকে ভিসা দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে যে বিদেশি নাগরিকরা ভারতে থাকবেন বলে আসতে চান তাঁদের ভিসা দেওয়া হবে। এবং একই রকম ভিসা দেওয়া হবে অনাবাসী ভারতীয়দেরও।
এতে বিমান পরিবহণের আর্থিক ধাক্কা অনেকটাই সামলানো যাবে বলে মনে করা হচ্ছে। কারণ এতোদিন বন্দেভারত অভিযানেই বিদেশ থেকে ভারতীয়দের দেশে আনা হচ্ছিল এবং দেশে আটকে পড়া বিদেশিদের তাঁদের দেশে পৌঁছে দেওয়া হচ্ছিল। বাণিজ্যিক আন্তর্জাতিক বিমান পরিষেবা একেবারেই বন্ধ করে দেওয়া হয়।
আবেগ বিহ্বল চিরাগ পাসোয়ান, ভোটের ময়দানে রামবিলাসের বিয়োগের ফায়াদা তুলে প্রচার