For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দামে রাশ টানতে অবশেষে চিন থেকে পেঁয়াজ আমদানি করছে ভারত

ভারতে পেঁয়াজের দাম অগ্নিমূল্য হয়ে গিয়েছে। ১৫০ টাকা থেকে ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ। উত্তর থেকে দক্ষিণ সর্বত্র একই অবস্থা পেঁয়াজের দামের।

Google Oneindia Bengali News

ভারতে পেঁয়াজের দাম অগ্নিমূল্য হয়ে গিয়েছে বেশ কিছুদিন হল। ১৫০ টাকা থেকে ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ। উত্তর থেকে দক্ষিণ সর্বত্র একই অবস্থা পেঁয়াজের দামের। এই পরিস্থিতি থেকে কিছুতেই বেরিয়ে আসতে পারছে না সরকার। উপায় না দেখে শেষে চিন থেকে পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চিন থেকে আসছে পেঁয়াজ

চিন থেকে আসছে পেঁয়াজ

নতুন বছরে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণ করে দেশবাসীকে একটু রেহাই দেওয়ার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। সেকারণে চিন থেকে পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই ১১,০০০ মেট্রিক টন পেঁয়াজ বাইরে থেকে আমদানির বরাদ দেওয়া হয়েছে। তারমধ্যে ৪০০০ মেট্রিকটন পেঁয়াজ আমদানি করা হচ্ছে চিন থেকে এবং ৭০০০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা হচ্ছে তুরষ্ক থেকে। ২০২০ সালের ৩১ জানুয়ারি ভারতে পৌঁছবে এই পেঁয়াজ। তাতে কিছুটা হলেও ভারতে পেঁয়াজ সংকট মিটবে বলে জানিয়েছেন ক্রেতা সুরক্ষা মন্ত্রকের আধিকারিকরা।

সবজিও আসছে বাইরে থেকে

সবজিও আসছে বাইরে থেকে

শুধু পেঁয়াজ নয় অন্যান্য সবজির দামও চড়তে শুরু করেছে। মধ্য বিত্তের সাধ্যের বাইরে চলে গিয়েছে খাদ্য সামগ্রির বাজার। এই পরিস্থিতি থেকে বাঁচতে বিদেশ থেকে সবজিও আমদানির সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। নেদারল্যান্ড, মিশর, ইরান, তুরষ্ক, রাশিয়া থেকে আসছে সবজি। নভেম্বরেই সেই সবজি আমদানির বরাত দেওয়া হয়েছে। মনে করা হচ্ছে নতুন বছরেই বাজারে চলে আসবে পর্যাপ্ত সবজি।

প্রাকৃতিক দুর্যোগে ফলন কম

প্রাকৃতিক দুর্যোগে ফলন কম

এবছর মহারাষ্ট্রে প্রাকৃতিক দুর্যোগের কারণে পেঁয়াজের ফলনে ঘাটতি দেখা দিয়েছে। সেকারণে বর্ষা শেষ হতেই বাজারে নতুন পেঁয়াজের ঘাটতি তৈরি হয়। যার জেরে দাম ১০০ টাকা থেকে ১২০ টাকা কেজিতে পৌঁছে গিয়েছে। দক্ষিণ ভারতে পেঁয়াজের দাম ২০০ টাকা কেজি পর্যন্ত হয়ে গিয়েছে। উৎসবের মরশুমে পেঁয়াজের এই দাম বৃদ্ধিতে সংকটে পড়েছেন সাধারণ মানুষ।

English summary
India going to import onion from China to control onion price
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X