For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তিন কিস্তিতে পাকিস্তান একঘরে হবে গোটা বিশ্বে, জানুন কি সেই মোক্ষম রণকৌশল ভারতের

এদিন সকালে নিরাপত্তা নিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভার একটি কমিটির বৈঠক হয়েছে দিল্লিতে। তার নেতৃত্বে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

  • |
Google Oneindia Bengali News

ভারতের বিরুদ্ধে লড়তে বহুদিন ধরে সন্ত্রাসবাদকে হাতিয়ার করেছে পাকিস্তান। বারবার সীমান্ত পেরিয়ে এসে জঙ্গিরা হামলার চেষ্টা করছে। অথবা কাশ্মীর অশান্ত করে তুলে ভারতকে বিব্রত করছে। এবার পুলওয়ামার ঘটনার পর বড় পদক্ষেপ করতে চলেছে ভারত। পাকিস্তানকে একেবারে ধনে-প্রাণে মারার প্রক্রিয়া শুরু করে দিচ্ছে নরেন্দ্র মোদী সরকার।

তিন কিস্তিতে পাকিস্তান একঘরে হবে গোটা বিশ্বে, জানুন কি সেই মোক্ষম রণকৌশল ভারতের

এদিন সকালে নিরাপত্তা নিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভার একটি কমিটির বৈঠক হয়েছে দিল্লিতে। তার নেতৃত্বে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ও প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন। সেই বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যা বলবৎ হলে আন্তর্জাতিক সমাজে পাকিস্তান শুধু একঘরে হবে তাই নয়, একেবারে ধনে-প্রাণে মারার রণকৌশল নিয়ে এবার ভারত কোমর বেঁধে নামছে।

এদিন কেন্দ্রের তরফে অরুণ জেটলি তিনটি বড় সিদ্ধান্তের কথা জানিয়েছেন। প্রথমত, শহিদ জওয়ানরা যাঁরা দেশের জন্য প্রাণ দিয়েছেন তাঁদের শ্রদ্ধাঞ্জলি দেওয়া হবে। এদিন বৈঠকে মৌনতা পালন করা হয়। এবং সিআরপিএফ নজর রাখবে যাতে সকলের শেষকৃত্য সুষ্ঠুভাবে সম্পন্ন হয় ও গোটা দেশ এই শহিদদের সম্মান করে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। যতগুলি কূটনৈতিক রাস্তায় জয় আসতে পারে, সেই সবকটি রাস্তা খোলা রাখছে ভারত। পাকিস্তানকে মোস্ট ফেভারর্ড নেশন- দেশের তকমা দেওয়া হয়েছিল। অর্থাৎ ভারত সবচেয়ে বেশি সাহায্য পাকিস্তানকে করবে বলে আগে সন্ধি হয়েছিল, সেটা এদিন তুলে নেওয়া হল। অর্থ মন্ত্রক তা জানিয়ে দেবে।

১৯৮৬ সালে রাষ্ট্রপুঞ্জে ভারত সন্ত্রাসবাদ নিয়ে বক্তব্য রেখেছিল। তা নিয়ে বহু চর্চা হলেও তা পাশ হয়নি। কারণ আন্তর্জাতিক সমাজে সন্ত্রাসবাদ নিয়ে ভিন্ন মত রয়েছে। এবার বিশ্বের বিভিন্ন দেশকে নতুন করে একজোট করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান জানাবে ভারত।

<span class=[আরও পড়ুন: 'বড় ভুল করছে প্রতিবেশীরাষ্ট্র, চরম জবাব দেওয়া হবে এবার', ক্ষোভে ফুঁসে পাকিস্তানকে প্রধানমন্ত্রীর ]" title="[আরও পড়ুন: 'বড় ভুল করছে প্রতিবেশীরাষ্ট্র, চরম জবাব দেওয়া হবে এবার', ক্ষোভে ফুঁসে পাকিস্তানকে প্রধানমন্ত্রীর ]" />[আরও পড়ুন: 'বড় ভুল করছে প্রতিবেশীরাষ্ট্র, চরম জবাব দেওয়া হবে এবার', ক্ষোভে ফুঁসে পাকিস্তানকে প্রধানমন্ত্রীর ]

একইসঙ্গে এদিন জেটলি বলেছেন, যে দেশ এটা ঘটিয়েছে তাঁদের কড়া মূল্য চোকাতে হবে। ভারত সেই ব্যবস্থাই করতে চলেছে। স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এদিন কাশ্মীরে গিয়ে পরিস্থিতি পর্যালোচনা করে ফিরে এসে শনিবার সর্বদলীয় বৈঠক করে সকলকে বিষয়গুলি অবগত করবেন। এবং তারপরে ভারতের সকলে সমস্বরে এর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে।

[আরও পড়ুন:'এখুনি জঙ্গিদের মদত বন্ধ করো', পাকিস্তানকে চূড়ান্ত হুঁশিয়ারি দিল আমেরিকা][আরও পড়ুন:'এখুনি জঙ্গিদের মদত বন্ধ করো', পাকিস্তানকে চূড়ান্ত হুঁশিয়ারি দিল আমেরিকা]

অর্থাৎ আর্থিক সমস্যা ও সন্ত্রাসবাদে জর্জরিত পাকিস্তানকে গোটা বিশ্ব যাতে বয়কটের পথে হাঁটে, সেই ব্যবস্থা করতেই ভারত এবার কোমর বেঁধে নামতে চলেছে বলে স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন অরুণ জেটলি।

[আরও পড়ুন: পুলওয়ামা জঙ্গি হামলা নিয়ে মোদীর বাড়িতে বৈঠক শেষ, সার্জিক্যাল স্ট্রাইক ২-এর ইঙ্গিত ][আরও পড়ুন: পুলওয়ামা জঙ্গি হামলা নিয়ে মোদীর বাড়িতে বৈঠক শেষ, সার্জিক্যাল স্ট্রাইক ২-এর ইঙ্গিত ]

English summary
India going to take major steps to isolate Pakistan in world community, says Arun Jaitley
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X