For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্ব ক্ষুধা সূচকে পিছিয়ে পড়ল মোদীর আত্মনির্ভর ভারত, অনেকটাই এগিয়ে নেপাল, বাংলাদেশ, পাকিস্তান

বিশ্ব ক্ষুধা সূচকে পিছিয়ে পড়ল মোদীর আত্মনির্ভর ভারত, অনেকটাই এগিয়ে নেপাল, বাংলাদেশ, পাকিস্তান

Google Oneindia Bengali News

ক্ষুধার জ্বালা তাড়া করছে ভারতকে। বিশ্ব ক্ষুধা সূচকে ভারতের স্থান নামতে নামতে ১০১-এ পৌঁছে গিয়েছে। মোদীর আত্মনির্ভর ভারত এতটাই ক্ষুধা জীর্ণ যে নেপাল, বাংলাদেশ,পাকিস্তানের দশা এর থেকে ভাল। এমনই তথ্য প্রকাশ্যে এসেছে। এর আগে ৯৪ তম স্থানে ছিল ভারত। ১১৬টি দেশের তালিকা প্রকাশ করা হয়েছে।

অনেকটাই এগিয়ে নেপাল, বাংলােদশ, পাকিস্তান

একদিকে করোনা, তার মধ্যে ব্যবসায় মন্দা। করোনা কালে গভীর সংকটে ভারত। গত এক বছর ধরে বাণিজ্যে মন্দা চলছে ভারতের। তারইমধ্যে বিশ্ব ক্ষুধা সূচকে ভারতের অবস্থান চমকে দিয়েছে সকলকে। যে আত্মনির্ভর ভারতের কথা বলেছিলেন মোদী সরকার। সেই আত্মনির্ভর ভারতে ক্ষুধার জ্বালা চরম আকার নিয়েছে। বিশ্ব ক্ষুধা সূচকে ১০১ নম্বরে নেমে এসেছে ভারত। প্রতিবেশী তিন রাজ্য এগিয়ে গিয়েছে ভারতের থেকে। নেপাল, পাকিস্তান, বাংলাদেশের অবস্থা ভারতের থেকে অনেকটাই ভাল। এর আগে ৯৪ তম অবস্থানে ছিল ভারত।

তালিকায় প্রথম সারিতে রয়েছে চিন, ব্রাজিল ও কুয়েতের মতো ১৮ টি দেশ। এই চিন থেকেই গোটা বিশ্বে করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে। গোটা বিশ্বের অর্থনীতি যাকে বলে এক বছর ধরে থমকে গিয়েছিল। সেই মহামারীর মধ্যেও দেশবাসীকে অনাহার থেকে রক্ষা করেছে বেজিং। এটাই বড় সাফল্য। এদিতে তৃতীয় বিশ্বের দেশ হিসেবে গোনা হয় যে ব্রাজিলকে সেখানেও কিন্তু ক্ষুধার জ্বালা নেই। কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড ও ওয়েল্ট হাঙ্গার হিলফে নামে দুই সংস্থা যৌথ উদ্যোগে এই তালিকা প্রকাশ করেছে। ক্ষুধা এবং অপুষ্টি এই দুয়ের ভিত্তিতেই এই তালিকা প্রকাশ করা হয়েছে।

১১৬টি দেশের মধ্যে তালিকা তৈরি করা হয়েছে। মূলক চারটি মাপকাঠিতে তালিকা তৈরি করা হয়। অপুষ্টি, পাঁচ বছরের কম বয়সের শিশুদের উচ্চতার তুলনায় ওজন, পাঁচ বছরের কম শিশুদের উচ্চতা ও পাঁচ বছরের কম শিশুদের মৃত্যু হার। রিপোর্টে কোভিড পরিস্থিতির কথা বিশেষ করে উল্লেখ করা হয়েছে। তাতে বলা হয়েছে কোভিড পরিস্থিতি বড় প্রভাব ফেলেছে ভারতে। এদিকে ভারতের থেকে অনেক উন্নত অবস্থায় রয়েছে বাংলাদেশ, নেপাল, পাকিস্তান। নেপাল রয়েছে ৭৬ তম অবস্থানে। বাংলাদেশ রয়েছে ৭১ তম অবস্থানে আর পাকিস্তান রয়েছে ৯২ তম স্থানে। তবে ৫ বছরের কম বয়সী শিশুদের মৃত্যুর হার অনেকটাই কমেছে ভারতে। অপুষ্টির হারও অনেকটা কমেছে। তবে কোভিড পরিস্থিতি কাটিয়ে ক্ষুধার সংকট কাটিয়ে উঠতে অনেকটাই সময় লেগে যাবে বলে মনে করা হচ্ছে।

English summary
India goes down in Worlg hunger index than Bangladesh, Nepal, Pakistan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X