For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সিন্ধু জলচুক্তিতে সংশোধন চেয়ে পাকিস্তানকে নোটিশ ভারতের! প্রবল চাপে প্রতিবেশী ইসলামাবাদ

ঋণের ভারে জর্জরিত পাকিস্তান! মাথা তুলতে হাঁসফাঁস অবস্থা। এই অবস্থায় মোদী সরকারের মাস্টারস্ট্রোক। কি করবে এবার ইসলামাবাদ?

  • |
Google Oneindia Bengali News

পাকিস্তানের উপর চাপ বাড়ল ভার‍ত! বছরের পর বছর কেটে গেলেও সিন্ধু জলচুক্তি নিয়ে একেবারে নিশ্চুপ প্রতিবেশী পাকিস্তান। এই অবস্থায় সে দেশের উপর চাপ বাড়ানোর কৌশল নিল মোদী সরকার। চুক্তিতে বদল চেয়ে পাকিস্তানকে নোটিশ পাঠানো হয়েছে। দীর্ঘ শতক কেটে গিয়েছে।

সিন্ধু জলচুক্তিতে সংশোধন চেয়ে পাকিস্তানকে নোটিশ ভারতের!

এই অবস্থায় নতুন করে সিন্ধু জলচুক্তি করতে চায় মোদী সরকার। এই অবস্থায় পাকিস্তান কি সিদ্ধান্ত নেয় সেদিকেই নজর সবার। ঋণের বোঝায় কার্যত জর্জরিত সে দেশ। ক্ষোভ বাড়ছে মানুষের। এই অবস্থায় ভারতের গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করছেন বিশ্লেষকরা।

বলে রাখা প্রয়োজন, সিন্ধু জলচুক্তি (Indus Water Treaty) হয় বিশ্ব ব্যাঙ্কের মধ্যস্থতায়। আর তাতে সই করে ভারত এবং পাকিস্তান। ১৯৬০ সালে হওয়া এই চুক্তিতে একাধিক বিষয় বলা রয়েছে। বিশেষ করে চুক্তি অনুযায়ী ভারতের পূর্ণ অধিকার রয়েছে শতদ্রু, বিপাশা, রবি নদীর জল ব্যবহারের।

অন্যদিকে পাকিস্তান সিন্ধু, ঝিলম, চন্দ্রভাগার মতো গুরুত্বপূর্ণ নদীর বেশির ভাগই পেয়েছে। তবে ভারত নদীগুলিতে বাঁধ দিতে পারলেও বেশ কিছু শর্তের কথা বলা হয়েছে। আর তা মেনেই জম্মু-কাশ্মীরের বেশ কয়েকটি নদীতে জলবিদ্যুৎ কেন্দ্র গড়ছে ভারত। আর তাতেই আপত্তি পাকিস্তানের। জলবিদ্যুৎ প্রকল্পের নকশায় ত্রুটি আছে বলে অভিযোগ ইসলামাবাদের।

এমনকি সিন্ধু জলচুক্তির শর্ত মানা হচ্ছে না বলেও অভিযোগ তাদের। আর বিষয়টি নিয়েই পাকিস্তান বিশ্ব ব্যাঙ্কের বিশেষ আদালতের দ্বারস্থ হয়েছে। যদিও এই বিষয়ে তৃতীয় কোনও হস্তক্ষেপ মেনে নিতে নারাজ। পাকিস্তানের সঙ্গে সরাসরি এই বিষয়ে আলোচনা করতে রাজি ভারত। কিন্তু এর অছিলায় তৃতীয় হস্তক্ষেপ নিয়ে একেবারে কড়া মোডী সরকার।

যদিও এই বিষয়ে একাধিকবার আলোচনার কথা বলে ভারত। কিন্তু ২০১৭ সালের পর থেকে একবার এই বিষয়ে ভারতের মুখোমুখি হয়নি প্রতিবেশী এই দেশটি। এই অবস্থায় পাকিস্তানের উপর চাপ বাড়াল ভারত। সিন্ধু জল কমিশনের মাধ্যমে পাকিস্তানকে নোটিশ পাঠাল ভারত।

আর এই অনুযায়ী আগামী ৯০ দিনের মধ্যে ভারতের সঙ্গে মুখোমুখি বসবে পাকিস্তান। অন্যদিকে এই চুক্তিতে বেশ কিছু বদলের কথাও বলা হয়েছে ভারতের তরফে। সরকারের দাবি, সিন্ধু চুক্তির শর্ত পাকিস্তান মানছে না। এই অবস্থায় চুক্তিতে বেশ কিছু বিষয় যোগের দাবি জানানো হয়েছে ভারতের তরফে।

তবে এই বিষয়ে পাকিস্তান এবার কি পদক্ষেপ নেয় সেদিকেই নজর।

English summary
India gives notice to Pakistan to rectify sindhu water deal Pressure for islamabad
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X