For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাক অধিকৃত কাশ্মীর যখন লক্ষ্যে, আকাশে ৫৫৫৫ কিমি বেগে আঘাত হানতে তৈরি ভারতের ‘অস্ত্র’

পাকিস্তানের হাত থেকে অধিকৃত কাশ্মীর ছিনিয়ে নেওয়ার হুঙ্কার ছেড়েছে ভারত। খোদ বিদেশমন্ত্রীর মুখ থেকে সেই বার্তার পাশাপাশি একইদিনে বিরাট সাফল্য এল বায়ু সেনার।

  • |
Google Oneindia Bengali News

পাকিস্তানের হাত থেকে অধিকৃত কাশ্মীর ছিনিয়ে নেওয়ার হুঙ্কার ছেড়েছে ভারত। খোদ বিদেশমন্ত্রীর মুখ থেকে সেই বার্তার পাশাপাশি একইদিনে বিরাট সাফল্য এল বায়ু সেনার। ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন সংক্ষেপে ডিআরডিও-র মুকুটে যুক্ত হল আরও একটি সাফল্য। ক্ষেপণাস্ত্র পরীক্ষায় একশোয় একশো পেল ভারতীয় এই সংস্থা।

আকাশে ৫৫৫৫ কিমি বেগে আঘাত হানতে তৈরি ‘অস্ত্র’

ফলে পাকিস্তানের সঙ্গে যখন যুদ্ধ আবহ চলছে, তখন এপার থেকে বার্তা গেল আমরা তৈরি। আমরা বায়ুপথে আরও শক্তি বাড়ালাম। এই নয়া ক্ষেপণাস্ত্র ৭০ কিলোমিটারের মধ্যে থাকা লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হবে। প্রতি ঘণ্টায় ৫,৫৫৫ কিলোমিটার গতিতে ছুটে গিয়ে আঘাত হানবে এই অস্ত্র।

সেইসঙ্গে এই ক্ষেপণাস্ত্রটি ১৫ কেজি বিস্ফোরক বহনেও সক্ষম। ওড়িশার উপকূলে সুখোই এম-৩০ যুদ্ধবিমান থেকে ছোড়া হয় ক্ষেপণাস্ত্রটি। তা লক্ষ্যবস্তুর উপর আঘাত হানাতে সক্ষম হয়। যেমনটা আশা করা হয়েছিল, তেমনভাবেই আঘাত হেনেছে এই ক্ষেপণাস্ত্রটি। এই প্রথম আকাশ থেকেআকাশ ক্ষেপণাস্ত্র নির্দিষ্ট বস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে।

এই সাফল্যের জন্য প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং অভিনন্দন জানিয়েছে ডিআরডিওকে, অভিনন্দন জানিয়েছেন বায়ুসেনাকেও। এই আকাশ থেকে আকাশ ক্ষেপণাস্ত্রটি ভারতের কাছে মোক্ষম বাজি হতে চলেছে। যে কোনও জিনিসে আকাশপথেই আঘাত হানতে পারে এটি। বিদেশমন্ত্রী যখন পাক অধিকৃত কাশ্মীর দখলের কথা বলছে, তখন বায়ুসেনার এই সাফল্য পাকিস্তানের কাছে একটা হুঙ্কারই।

[ বিক্রমকে চাঁদের মাটি স্পর্শ করতে কি দেখেছিলেন মহাকাশচারী নিক! কী উত্তর পেলেন পিট ][ বিক্রমকে চাঁদের মাটি স্পর্শ করতে কি দেখেছিলেন মহাকাশচারী নিক! কী উত্তর পেলেন পিট ]

English summary
India gets success in air to air missile ‘Astra’ test by DRDO. This ‘Astra’ is ready to struck in speed of 5555 kilometer per hour.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X