For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সুইস ব্যাঙ্কে কোন রাঘব বোয়ালদের কালো টাকা রয়েছে! তথ্য হাতে আসছে মোদী সরকারের

আগেই ঠিক হয়েছিল যে ২০১৯ সাল থেকে সুইস ব্যাঙ্কে রাখা ভারতীয়দের টাকার হিসাব পাবে কেন্দ্র। সেই অনুযায়ী এই বছর থেকেই সেই তথ্য হাতে আসতে চলেছে বলে ঘোষণা করল কেন্দ্র সরকার।

  • |
Google Oneindia Bengali News

আগেই ঠিক হয়েছিল যে ২০১৯ সাল থেকে সুইস ব্যাঙ্কে রাখা ভারতীয়দের টাকার হিসাব পাবে কেন্দ্র। সেই অনুযায়ী এই বছর থেকেই সেই তথ্য হাতে আসতে চলেছে বলে ঘোষণা করল কেন্দ্র সরকার।

সুইস ব্যাঙ্কে কারা রেখেছে কালো টাকা! এবছর থেকে তথ্য আসছে মোদী সরকারের হাতে

বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী ভিকে সিং লোকসভায় প্রশ্নোত্তর পর্বে জানিয়েছেন একথা। সেই তথ্যে কোনও আর্থিক দুর্নীতিতে জড়িত ব্যক্তির তথ্যও সামনে আসবে বলে জানিয়েছেন সিং।

সুইজারল্যান্ডে বহুদিন ধরেই বিভিন্ন দেশের ধনী ব্যক্তিরা অবৈধভাবে সম্পদ জমিয়ে রেখেছেন। তার মধ্যে অনেক ভারতীয়ও রয়েছেন। ভারতের সঙ্গে যে চুক্তি সুইস সরকারের হয়েছে তাতে তদন্তের স্বার্থে অনুরোধ জানালেই সেই ব্যক্তি সম্পর্কে তথ্য তুলে দেওয়া হবে ভারত সরকারের হাতে।

[আরও পড়ুন: উড়ল কাগুজে বিমান, সাসপেন্ড ২৬ সাংসদ, সারাদিন হুলুস্থুল কাণ্ড সংসদে ][আরও পড়ুন: উড়ল কাগুজে বিমান, সাসপেন্ড ২৬ সাংসদ, সারাদিন হুলুস্থুল কাণ্ড সংসদে ]

এর পাশাপাশি নিয়মিত ব্যবধানে ভারত সরকার সুইস ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলা ভারতীয়দের সম্পর্কে তথ্য পেতে থাকবে। এছাড়া দুর্নীত্র অভিযোগ ওঠা কোনও ব্যক্তির বিরুদ্ধে তদন্তের স্বার্থেও তথ্য দেবে সুইস ব্যাঙ্ক।

[আরও পড়ুন: কংগ্রেস ছেড়ে বিজেপিতে মৌসুমী! মুকুলের হাতে ধরে দলবদলে 'মোদীভক্তি'র পরিচয়][আরও পড়ুন: কংগ্রেস ছেড়ে বিজেপিতে মৌসুমী! মুকুলের হাতে ধরে দলবদলে 'মোদীভক্তি'র পরিচয়]

২০১৬ সালে ভারত ও সুইজারল্যান্ডের যৌথ চুক্তি হয়। সেখানে দুই দেশ কর সম্পর্কিত নানা তথ্য একে অপরকে জানাবে বলে অঙ্গীকারবদ্ধ হয়। সেই সুবাদেই ভারত এবার থেকে সেদেশের ব্যাঙ্কে টাকা রাখা ভারতীয়দের সম্পর্কে তথ্য পাবে।

[আরও পড়ুন:মেঘনাদের মতো জেটলির পিছনে লুকিয়ে আছেন মোদী, রাফালে বিতর্কে কটাক্ষ সৌগতের ][আরও পড়ুন:মেঘনাদের মতো জেটলির পিছনে লুকিয়ে আছেন মোদী, রাফালে বিতর্কে কটাক্ষ সৌগতের ]

English summary
India to get info on account holders in Swiss banks from 2019
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X