For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা মোকাবিলায় ভারতের পাশে এডিবি, ১৬,৫০০ কোটি টাকার আর্থিক সহায়তা

করোনা মোকাবিলায় ভারতের পাশে এডিবি, ১৬,৫০০ কোটি টাকার আর্থিক সহায়তা

Google Oneindia Bengali News

করোনা ভাইরাস সংক্রমণের ভয়াল থাবা ধীরে ধীরে গ্রাস করতে শুরু করেছে ভারতকেও। গোটা দেশে লকডাউন ঘোষণা করা হয়েছে এবং দেশের আর্থিক পরিস্থিতির পতন হচ্ছে দিন দিন। এরকম পরিস্থিতিতে এশিয়ান ডেভলপমেন্ট ব্যাঙ্ক (‌এডিবি)‌ করোনার সঙ্গে লড়াই করার জন্য ভারতকে আর্থিক সহায়তা করবে বলে ঘোষণা করেছে।

১৬,৫০০ কোটি টাকার আর্থিক সহায়তা

১৬,৫০০ কোটি টাকার আর্থিক সহায়তা

এডিবির সভাপতি মাসাতসুগু আসাকাওয়া ভারতকে আশ্বস্ত করে জানিয়েছেন যে ২.‌২ বিলিয়ন মার্কিন ডলার (‌প্রায় ১৬,৫০০ কোটি)‌ দেওয়া হবে কোভিড-১৯ মহামারির জন্য। জাতীয় স্বাস্থ্য জরুরী কর্মসূচি, ব্যবসায়ে কর প্রদান ও অন্যান্য আয় এবং খরচ সরবরাহের জন্য ত্রাণ ব্যবস্থাসহ ২৩ বিলিয়ন মার্কিন ডলারের (১.৭ লক্ষ কোটি টাকা) অর্থনৈতিক ত্রাণ প্যাকেজ তাৎক্ষণিক ঘোষণার জন্য ভারত সরকারের সিদ্ধান্তগত প্রতিক্রিয়ার প্রশংসা করেছেন আসাকাওয়া। এছাড়াও ২৬ মার্চ ভারত সরকার দেশব্যাপী তিন সপ্তাহব্যাপী লকডাউনের জন্য ক্ষতিগ্রস্থ দরিদ্র, মহিলা এবং শ্রমিকদের সহায়তা করার জন্য ত্রাণের ঘোষণা করারও প্রশংসা করেন তিনি।

ভারতের জরুরি চাহিদা মেটাবে এডিবি

ভারতের জরুরি চাহিদা মেটাবে এডিবি

আসাকাওয়া বলেন, ‘‌ভারতের জরুরি প্রয়োজনের চাহিদা মেটানোর জন্য এডিবি প্রতিশ্রুতিবদ্ধ। আমরা স্বাস্থ্যখাতে জরুরি সহায়তা ও দরিদ্রদের উপর মহামারিটির অর্থনৈতিক প্রভাব হ্রাস করতে, অস্থায়ী কর্মী ক্ষুদ্র, ছোট এবং মাঝারি আকারের উদ্যোগ ও আর্থিক ক্ষেত্রে সহায়তা করতে আমরা ২.‌২ বিলিয়ন মার্কিন ডলারের প্রস্তুতি নিচ্ছি।' এডিবি তাদের বিবৃতিতে জানিয়েছেন যে এই সময় বেসরকারি ক্ষেত্রগুলোকেও আর্থিক চাহিদা মেটানোর জন্য এডিবি আর্থিক সহায়তা করবে। ‌

অর্থ সরবরাহের বিকল্পগুলি নিয়ে আলোচনা

অর্থ সরবরাহের বিকল্পগুলি নিয়ে আলোচনা

‘‌প্রয়োজনে ভারতের জন্য এডিবি সহায়তা আরও বাড়ানো হবে। আমরা জরুরি সহায়তা, নীতি-ভিত্তিক ঋণ এবং এডিবি তহবিলের দ্রুত বিতরণ সহজতর করার জন্য বাজেট সহায়তা সহ ভারতের প্রয়োজন মেটাতে আমাদের সঙ্গে সমস্ত অর্থ সরবরাহের বিকল্পগুলি বিবেচনা করব।'‌ বলেন আসাকাওয়া।

জৈব অস্ত্রের সাহায্যে হামলা চালাতে পারে জঙ্গিরা! করোনা নিয়ে হঁশিয়ারি রাষ্ট্রসংঘেরজৈব অস্ত্রের সাহায্যে হামলা চালাতে পারে জঙ্গিরা! করোনা নিয়ে হঁশিয়ারি রাষ্ট্রসংঘের

English summary
In times of crisis when the nation is fighting against coronavirus, the Asian Development Bank (ADB) President Masatsugu Asakawa has assured USD 2.2 billion (about Rs 16,500 crore) support to India in its fight against the COVID-19 pandemic
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X