For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিগত দুই দশকের মধ্যে প্রথমবার প্রত্যক্ষ ট্যাক্সের পতনের মুখোমুখি ভারত

বিগত দুই দশকের মধ্যে প্রথমবার প্রত্যক্ষ ট্যাক্সের পতনের মুখোমুখি ভারত

  • |
Google Oneindia Bengali News

বিগত দুই দশকের মধ্যে প্রথমবার প্রত্যক্ষ কর পতনের মুখোমুখি ভারত। এর জন্য দেশ জুড়ে তীব্র অর্থনৈতিক মন্দা ও মোদী সরকারের কর্পোরেট কর ছাড়ের সিদ্ধান্তকেই দুষছে ওয়াকিবহাল মহল।

বিগত দুই দশকের মধ্যে প্রথমবার প্রত্যক্ষ ট্যাক্সের পতনের মুখোমুখি ভারত


সূত্রের খবর, আগামী ৩১ মার্চ শেষ হতে চলা চলতি অর্থবছরের জন্য সরকারের কর্পোরেট এবং সাধারণ আয়কর সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল প্রায় ১৩.৫ ট্রিলিয়ন। যা গত অর্থবছরের তুলনায় প্রায় ১৭ শতাংশ বেশি বলে মনে করা হচ্ছে।

তবে চাহিদা ও বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের পরিমাণ কমে যাওয়াতে এবং পাশাপাশি কর্মসংস্থানেও যথেষ্ট ভাটা দেখা দেওয়ায় প্রত্যক্ষ কর আদায়ের ক্ষেত্রে পূর্ববর্তী লক্ষ্য পূরণ সম্ভব হবে না বলে জানা যাচ্ছে। বর্তমানে এই ক্ষেত্রে মাত্র পাঁচ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস পাওয়া যাচ্ছে।

একজন প্রবীণ কর কর্মকর্তার মতে, ২৩ শে জানুয়ারি পর্যন্ত সরকার প্রত্যক্ষ করের মধ্যে মাত্র ৭.৩ ট্রিলিয়ন অর্থ সংগ্রহ করেছে। গত অর্থবছরের একই সময়ে আদায় করা অর্থের তুলনায় এটি পাঁচ শতাংশেরও বেশি। অন্যদিকে বেশিরভাগ কর কর্মকর্তার মতে ৩১ শে মার্চ শেষ হওয়া চলতি আর্থিক বছরে প্রত্যক্ষ কর আদায় গত অর্থ বছরের থেকে অনেকটাই কম হবে। ২০১৮-১৯ অর্থবছরে এই পরিমাণ ছিলো প্রায় ১১.৫ ট্রিলিয়ন।

বিজ্ঞাপনে জনপ্রতিনিধি বলে জাহির, বিতর্কে জড়ালেন মিমিবিজ্ঞাপনে জনপ্রতিনিধি বলে জাহির, বিতর্কে জড়ালেন মিমি

English summary
For the first time in the last two decades, India will facing direct tax cuts
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X